বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট ২০২৫

বাংলাদেশ থেকে অনেকে সিঙ্গাপুর যেতে চায়। সিঙ্গাপুর যেতে আগ্রহীদের বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট সম্পর্কে জানতে হয়। কারণ সিঙ্গাপুর ভিসা প্রসেসিং করতে এজেন্সির শরণাপন্ন হতে হয়।

সিঙ্গাপুর এশিয়ার উন্নত একটি দেশ। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা ও টুরিস্ট ভিসা নিয়ে অনেকে যায়। সিঙ্গাপুরে অসংখ্য বাঙালি প্রবাসী কর্মরত রয়েছে।

যেকোনো উদ্দেশ্যে সিঙ্গাপুর যেতে আগ্রহীদের বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এছাড়া সিঙ্গাপুর ভিসা প্রসেসিং করার নিয়ম ও সিঙ্গাপুর যেতে কি কি লাগে জানতে হবে।

সিঙ্গাপুর ভিসা প্রসেসিং

সিঙ্গাপুর ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে অফলাইনে সরাসরি দূতাবাসে গিয়ে সিঙ্গাপুর ভিসা প্রসেসিং করা যায়। তবে কেউ চাইলে অনলাইনে সিঙ্গাপুর ইমিগ্রেশন এন্ড চেকপয়েন্টস অথরিটির ওয়েবসাইটে  একাউন্ট তৈরি করে ভিসার জন্য আবেদন করতে পারবে।

সিঙ্গাপুর দূতাবাসে গিয়ে ভিসা আবেদন করার পর নির্দিষ্ট কোন তারিখে সাক্ষাৎকার দিতে হয়। সাক্ষাৎকার দেওয়ার পর থেকে সিঙ্গাপুর ভিসা প্রসেসিং শুরু হয়। সিঙ্গাপুর দূতাবাস ভিসা আবেদনকারীদের আবেদনটি যাচাই-বাছাই করে ফলাফল জানিয়ে দেয়।

কেউ চাইলে এজেন্সির মাধ্যমে সিঙ্গাপুর ভিসা প্রসেসিং করিয়ে নিতে পারে। এজন্য বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট সম্পর্কে জানতে হয়। এভাবে সিঙ্গাপুর ভিসা প্রসেসিং করতে হয়।

সিঙ্গাপুর যেতে কি কি লাগে?

সিঙ্গাপুর ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আলাদা হয়ে থাকে। সিঙ্গাপুর যেতে যেসব কাগজপত্র লাগে:

  • পাসপোর্ট
  • সিঙ্গাপুর ভিসা আবেদন ফরম
  • আবেদনকারীদের পাসপোর্ট সাইজের ছবি
  • ভোটার আইডি কার্ড
  • মেডিকেলে রিপোর্ট সার্টিফিকেট
  • পুলিশ ক্লিয়ারেন্স
  • ফাইনান্সিয়াল সলভেন্সি ডকুমেন্ট (ব্যাংক স্টেটমেন্ট)
  • কাজের চুক্তিপত্র
  • জব অফার লেটার
  • ট্রাভেল ইন্সুরেন্স
  • আবাসনের প্রমাণপত্র
  • ভ্রমণের উদ্দেশ্য
  • স্কিল সার্টিফিকেট
  • কাজের অভিজ্ঞতার প্রমাণ

বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট

বাংলাদেশে সিঙ্গাপুর সরকার অনুমোদিত ভিসা প্রসেসিং করার অনেকগুলো এজেন্সি রয়েছে। ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে এজেন্সি থেকে সাবধান থাকতে হয়। অগ্রিম টাকা দিয়ে ভিসা প্রসেসিং করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নিচের টেবিলে উল্লেখিত বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট থেকে কোন এজেন্সিকে দিয়ে ভিসা প্রসেসিং করালে নিজ দায়িত করাবেন।

বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের তালিকা
নামঠিকানাযোগাযোগ
ভিক্টরি ট্রাভেলস লিমিটেডমতিঝিল, ঢাকা।টেলিফোন: 9550916
আন্তর্জাতিক ভ্রমণ কর্পোরেশনগুলশান, ঢাকা।টেলিফোন: 9862788
নভোএয়ার লিমিটেডবনানী, ঢাকা।হটলাইন: 01978443717
সাইমন ওভারসিজগুলশান, ঢাকা।টেলিফোন: 9882273
লেক্সাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসবাংলা মোটর, ঢাকা।মোবাইল: 01678000266

সিঙ্গাপুর স্কিল ট্রেনিং খরচ কত?

কাজের ভিসা নিয়ে সিঙ্গাপুর যেতে আগ্রহীদের দেশে থেকে স্কিল ট্রেনিং নিতে হবে। সিঙ্গাপুরে অদক্ষ কর্মীদের বেতন ও চাহিদা কম হয়ে থাকে। তবে কেউ চাইলে সিঙ্গাপুর গিয়ে ট্রেনিং নিতে পারে।

বর্তমানে সিঙ্গাপুর স্কিল ট্রেনিং খরচ প্রায় ১ লাখ টাকা থেকে ১.৫ লাখ টাকা হয়ে থাকে। উল্লেখ্য, বর্তমানে সিঙ্গাপুর গিয়ে স্কিল ট্রেনিং করা কঠিন। কারণ কোম্পানি ট্রেনিং করার জন্য অনুমতি দিতে চায় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top