অনেকে কাজের ভিসা নিয়ে বাংলাদেশ থেকে উজবেকিস্তান যেতে চায়। উজবেকিস্তান যেতে আগ্রহীদের উজবেকিস্তানের বেতন কত সঠিক ধারণা রাখতে হবে। উজবেকিস্তান মধ্য এশিয়ার দেশ।
এটি মূলত মরুভূমি ও পাহাড়ি ভূখণ্ড নিয়ে গঠিত। উজবেকিস্তানের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। তবে দেশটি বর্তমানে প্রাকৃতিক সম্পদ, তেল ও খনিজ সম্পদ রপ্তানির মাধ্যমে অর্থনৈতিকভাবে উন্নত হয়েছে। এই দেশে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ রয়েছে।
কাজের ভিসা নিয়ে উজবেকিস্তানে যেতে আগ্রহীরা এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে উজবেকিস্তানের বেতন কত জানতে পারবেন। এছাড়া উজবেকিস্তানের সর্বনিম্ন বেতন, কোন কাজের চাহিদা বেশি, কোন কাজের বেতন বেশি ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন।
উজবেকিস্তানের বেতন কত?
উজবেকিস্তান কাজের বেতন বিভিন্ন সেক্টর ও কাজের ধরন অনুযায়ী আলাদা হয়ে থাকে। এছাড়া শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে উজবেকিস্তান কাজের বেতন ভিন্ন হয়ে থাকে। কাজের ভিসা নিয়ে দেশটিতে যেতে আগ্রহীদের উজবেকিস্তানের বেতন কত সঠিক ধারণা নিতে হবে।
উজবেকিস্তান মধ্য এশিয়ার উন্নয়নশীল একটি দেশ। বর্তমান উজবেকিস্তান কাজের বেতন প্রায় ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা হয়ে থাকে। এই দেশের কাজের বেতন বাংলাদেশের চেয়ে কিছুটা বেশি।
আরও পড়ুন: উজবেকিস্তান কাজের ভিসা পাওয়ার নিয়ম
উজবেকিস্তান সর্বনিম্ন বেতন কত?
উজবেকিস্তান মধ্য এশিয়ার গরিব একটি দেশ। দেশটিতে সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বেতন কাঠামো রয়েছে। বর্তমান উজবেকিস্তানের সর্বনিম্ন বেতন প্রায় ১১ হাজার টাকা।
আইন অনুযায়ী দেশটির শ্রমিকদের সর্বনিম্ন কর্মঘন্টা প্রতি সপ্তাহে ৪০ ঘন্টা হয়ে থাকে। সপ্তাহে ছয় দিন ডিউটি পালন করতে হয়। এক্ষেত্রে প্রতিদিন ৭ ঘন্টা বেসিক ডিউটি পালন করতে হয়। সপ্তাহে ৫ দিন কর্ম দিবস করলে দৈনিক ৮ ঘন্টা কাজ করতে হয়।
উজবেকিস্তান কোন কাজের চাহিদা বেশি?
উজবেকিস্তান উন্নয়নশীল একটি দেশ। দেশটির কনস্ট্রাকশন, কৃষি ও উৎপাদন সেক্টরে বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে। কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহীদের উজবেকিস্তান কোন কাজের চাহিদা বেশি ধারণা রাখতে হবে।
বর্তমানে উজবেকিস্তানে মেসন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, লেবার ইত্যাদি কাজের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে। এছাড়া উজবেকিস্তানে কৃষি শ্রমিক, হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, কারখানা শ্রমিক, বিক্রয় কর্মী ইত্যাদি কাজের চাহিদা রয়েছে।
উজবেকিস্তান কোন কাজের বেতন বেশি?
উজবেকিস্তানে কনস্ট্রাকশন সেক্টরে কাজের বেতন বেশি হয়ে থাকে। লেবার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কাঠমিস্ত্রি, নির্মাণ শ্রমিক ইত্যাদি কাজের শ্রমিকেরা সাধারণত বেশি বেতন পেয়ে থাকে।
এছাড়া কৃষিকাজ, ড্রাইভিং, খনি শ্রমিক, হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, কারখানা শ্রমিক ইত্যাদি কাজের বেতন উজবেকিস্তানে সাধারণত বেশি হয়ে থাকে।
আরও পড়ুন: উজবেকিস্তান কাজের ভিসা কত টাকা লাগে
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info

I am a Sr. Quality Manager. I want to goto the Uzbekistan as above mentioned post.
How many dollar can be salary monthly.
Please advise.
300$-1000$