কসোভো যেতে কত টাকা লাগে ২০২৫

বাংলাদেশ থেকে অনেকে কসোভো যেতে চায়। এটি দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের একটি স্বাধীন রাষ্ট্র। কাজের ভিসা নিয়ে কসোভো যেতে আগ্রহীদের কসোভো যেতে কত টাকা লাগে জানতে হবে।

কসোভো ইউরোপের উন্নয়নশীল একটি দেশ। এটি ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে। বর্তমানে প্রায় ১১১টি দেশ এই দেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। এটি কৃষি প্রধান দেশ। কৃষি সেক্টরে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে এই দেশটিতে যেতে চাইলে কসোভো যেতে কত টাকা লাগে জেনে নিবেন। এছাড়া কসোভো ভিসা আপডেট, কত বয়স লাগে ইত্যাদি সম্পর্কে সঠিক ধারণা নিয়ে যাবেন।

কসোভো ভিসা আপডেট ২০২৪

বর্তমানে কসোভো ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। বাংলাদেশের ভিসা সেকশনের প্রয়োজনীয় লজিস্টিক না থাকায় ঢাকায় দূতাবাসে কসোভো ভিসা কার্যক্রম বন্ধ করেছে। বর্তমানে নতুন কোন ধরনের ভিসা আবেদন গ্রহণ করা হচ্ছে না।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কসোভো ভিসা প্রসেসিং বন্ধ থাকবে।  কসোভো ভিসা আপডেট সম্পর্কে লেটেস্ট ইনফর্মেশন জানতে কসোভো দূতাবাসের ওয়েবসাইট ভিজিট করুন। (তথ্যসূত্র: কালের কন্ঠ)

কসোভো যেতে কত টাকা লাগে?

বাংলাদেশ থেকে সরকারিভাবে কাজের ভিসা নিয়ে ইউরোপের এই দেশে যাওয়া যায় না। তবে বেসরকারিভাবে ভিসা প্রসেসিং করে ইউরোপের এই দেশটিতে যেতে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশ থেকে কসোভো যেতে খরচ অনেক বেশি লাগে। নিজে নিজে ভিসা প্রসেসিং করতে পারলে খরচ কম লাগতে পারে।

বর্তমানে বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে কসোভো যেতে আনুমানিক প্রায় ৬ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা লাগে। এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং না করালে খরচ আরও কম লাগতে পারে। অবৈধভাবে দালালের মাধ্যমে বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকবেন।

কসোভো ভিসার দাম কত?

কসোভো ভিসার দাম মাত্র ৬০ ডলার। এটা মূলত ভিসা আবেদন ফি। নিজে নিজে ভিসা প্রসেসিং করতে পারলে নামমাত্র খরচে এই দেশে যেতে পারবেন। কসোভো ভিসার দাম ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশী নাগরিকদের ক্ষেত্রে ভিসা ফি ৪,৬৮০ টাকা থেকে ৯,৩৬০ টাকা হয়ে থাকে।

কসোভো যেতে কত দিন লাগে?

বাংলাদেশ থেকে কসোভো যেতে প্রায় ২০-২৫ দিন সময় লাগে। এটা মূলত কসোভো ভিসা প্রসেসিং টাইম। এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করলে ভিসা হাতে পেতে সাধারণত ৩ মাস থেকে ৫ মাস সময় লাগে।

কসোভো যেতে কত বয়স লাগে?

কসোভো ভ্রমণে নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। তবে ভিসা আবেদনকারীদের বয়স ১৮ বছর না হলে ভিসা আবেদন করতে পারবে না। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে কসোভো আবেদনকারীদের বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হলে ভালো হয়। তবে কারো বয়স ১৮ বছর থেকে ৬৫ বছরের মধ্যে হলে কাজের ভিসার জন্য আবেদন করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top