বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়ার নিয়ম ২০২৫

বাংলাদেশ থেকে অনেকেই ইউরোপের দেশ পর্তুগালে যেতে চায়। এজন্য বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়ার নিয়ম জানতে হবে। পর্তুগাল ইউরোপের মধ্যম আয়ের একটি দেশ হলেও এই দেশের পাসপোর্ট অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে।

ইউরোপের এই দেশে গেলে কম খরচে উন্নত মানের জীবনযাপন করা যায়। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পর্তুগাল গেলে ভালো বেতনে কাজের সুযোগ পাওয়া যায়। ইউরোপের সেনজেনভুক্ত এই দেশের নাগরিকত্ব পাওয়ার তুলনামূলক সহজ হয়ে থাকে।

বাংলাদেশ থেকে পর্তুগাল যেতে আগ্রহীদের বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়ার নিয়ম জানতে হবে। এছাড়া এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে পর্তুগাল যেতে কত বছর বয়স লাগে, কত সময় লাগে, পাসপোর্ট দিয়ে কোন কোন দেশে যাওয়া যায় ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন।

বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়ার নিয়ম

বাংলাদেশ থেকে পর্তুগাল যেতে ভিসা প্রয়োজন হয়। আমাদের দেশে পর্তুগাল দূতাবাস নেই। স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা ও পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়া যায়।

বাংলাদেশে দূতাবাস না থাকলেও প্রতিবেশী দেশ ভারতের রাজধানী নয়া দিল্লিতে পর্তুগাল দূতাবাস রয়েছে। বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়ার জন্য ভারতে গিয়ে ভিসা প্রসেসিং করতে হয়।

বাংলাদেশ থেকে পর্তুগাল যেতে আগ্রহীদের উচিত হবে পরিচিত ব্যক্তির মাধ্যমে ইউরোপের এই দেশটিতে যাওয়া। বিভিন্ন এজেন্সির সাহায্যে পর্তুগাল ভিসা প্রসেসিং করা যায়। তবে ইন্টারভিউ দেওয়ার জন্য ভিসা আবেদনকারীকে ভারতে যেতে হবে।

আরও পড়ুন: পর্তুগাল ভিসা আবেদন করার নিয়ম

পর্তুগাল যেতে কত বছর বয়স লাগে?

পর্তুগাল ভিসা পাওয়ার জন্য বয়সের কোন রিকোয়ারমেন্ট নেই। তবে ভিসা আবেদনকারীদের ন্যূনতম বয়স ১৮ বছর হতে হয়। স্টুডেন্ট, টুরিস্ট ও ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পর্তুগালে যেতে আগ্রহী ভিসা আবেদনকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

আরও পড়ুন: পর্তুগাল যেতে কত টাকা লাগে

বাংলাদেশ থেকে পর্তুগাল যেতে কত সময় লাগে?

বাংলাদেশ থেকে পর্তুগালের দূরত্ব প্রায় ৯,০৪৭ কিলোমিটার। বাংলাদেশ থেকে পর্তুগাল ফ্লাইটে সরাসরি যেতে প্রায় ৯ ঘন্টা থেকে ১২ ঘন্টা সময় লাগে।

পর্তুগাল পাসপোর্ট দিয়ে কোন কোন দেশে যাওয়া যায়?

পর্তুগালের পাসপোর্ট পৃথিবীর অন্যতম শক্তিশালী পাসপোর্ট। বিশ্বে এই পাসপোর্টের অবস্থান শীর্ষ ৫ দেশের মধ্যে রয়েছে। পর্তুগাল পাসপোর্ট দিয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইউরোপ, আফ্রিকা, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া সহ প্রায় ১৯০টি দেশে ভিসা ছাড়া যাওয়া যায়।

তবে পর্তুগালের পাসপোর্ট দিয়ে উত্তর কোরিয়া, ভুটান, রাশিয়া, কিউবা, চীন, ইরান, সৌদি আরব, তাজিকিস্তান, ভিয়েতনাম, তুর্কমেনিস্তান, কিউবা ইত্যাদি দেশে যেতে ভিসার প্রয়োজন হবে। ভিসা ছাড়া শুধু পাসপোর্ট দিয়ে উপরোক্ত দেশগুলোতে প্রবেশ করতে পারবেন না।

আরও পড়ুন: পর্তুগাল বেতন কত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top