কম্বোডিয়া কাজের বেতন ২০২৬ (আপডেটেড তথ্য)

ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে আগ্রহীদের কম্বোডিয়া কাজের বেতন সম্পর্কে ধারণা রাখতে হবে। বিভিন্ন এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করার সময় কম্বোডিয়া বেতন কত জানা না থাকলে ভিসার  দাম অনেক বেশি লাগতে পারে।

কারণ এজেন্সির লোকজন বেশি বেতনের কথা বলে ভিসার জন্য বেশি টাকা হাতিয়ে নেয়। এজন্য আপনাকে কম্বোডিয়া কাজের বেতন জানতে হবে।

কম্বোডিয়া কাজের বেতন কত ২০২৬

কম্বোডিয়া বেতন কত হবে সেটা নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের উপর। যেমন: কাজের ক্যাটাগরি, ডিউটি সময়, ওভারটাইম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতা ইত্যাদি।

প্রতিটি দেশেই গ্রামের তুলনায় শহরে বেতন সবচেয়ে বেশি হয়। বর্তমানে কম্বোডিয়া সর্বনিম্ন বেতন ২৫ হাজার টাকা। কম্বোডিয়ার নাগরিকদের গড় মাসিক বেতন ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা।

কম্বোডিয়া কাজের বেতন
কাজের ক্যাটাগরিমাসিক বেতন (টাকায়)
কম্পিউটার অপারেটর (অভিজ্ঞ)১,০০,০০০-২,০০,০০০
কম্পিউটার অপারেটর (অনভিজ্ঞ)৫০,০০০-১,০০,০০০
ফুড প্যাকেজিং৩০,০০০-৫০,০০০
কনস্ট্রাকশন শ্রমিক৩০,০০০-৫০,০০০
ক্লিনার২৫,০০০-৪০,০০০
হোটেল ও রেস্টুরেন্ট কর্মী৩০,০০০-৬০,০০০
কৃষি কাজ২৫,০০০-৪৫,০০০

আরও পড়ুন: কম্বোডিয়া যেতে কত টাকা লাগে

কম্বোডিয়া কোন কাজের চাহিদা বেশি ২০২৬

কর্মসংস্থানের জন্য বাংলাদেশীরা কম্বোডিয়ার দিকে ছুটছে। দ্রুত বর্ধনশীল অর্থনীতির এই দেশটিতে প্রচুর কাজের সুযোগ রয়েছে। তথ্য প্রযুক্তি, পর্যটন, কনস্ট্রাকশন এবং কৃষি সেক্টরে দক্ষ এবং অদক্ষ কর্মীদের চাহিদা বেশি।

তাছাড়া নির্মাণ শ্রমিক, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, অপারেটর ইত্যাদি কাজের চাহিদা রয়েছে। নিম্নে কিছু চাহিদা সম্পন্ন ও বেশি বেতনের কাজের তালিকা তুলে ধরা হলো:

  • ফুড ডেলিভারি ম্যান
  • ড্রাইভিং
  • ফুড প্যাকেজিং
  • কনস্ট্রাকশন
  • হোটেল ও রেস্টুরেন্ট কর্মী
  • ক্লিনার
  • কৃষিকাজ

কম্বোডিয়া দেশ কেমন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নশীল একটি দেশ কম্বোডিয়া। দেশটির অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কিছু সেক্টরে অনেক কাজের সুযোগ রয়েছে। যেমন: গার্মেন্টস, পর্যটন, কৃষি, কনস্ট্রাকশন ইত্যাদি। দেশটির অর্থনীতিতে কৃষি সেক্টরে ভূমিকা সবচেয়ে বেশি।

ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দেশটিতে গেলে খুব বেশি টাকা ইনকাম করা সম্ভব নয়। তবে বাংলাদেশের চেয়ে প্রতি মাসে বেশি টাকা ইনকাম করা সম্ভব। ভ্রমণকারীদের জন্য দেশটিতে রয়েছে বিভিন্ন ধরনের ঐতিহাসিক নিদর্শন।

এছাড়া সমুদ্র প্রেমীদের জন্য রয়েছে সমুদ্র সৈকত। এটি পৃথিবীর অন্যতম একটি দেশ যেটি ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এই দেশের মানুষের প্রধান ধর্ম বৌদ্ধ।

আরও পড়ুন: কম্বোডিয়া যেতে কত বয়স লাগে

কম্বোডিয়া টাকার মান কত ২০২৬

কম্বোডিয়া পৃথিবীর তৃতীয় শ্রেণীর একটি দেশ। উন্নয়নশীল দেশ হওয়ায় দেশটির মুদ্রার মান খুব বেশি নয়। কম্বোডিয়ার মুদ্রার নাম হলো রিয়েল। বর্তমানে কম্বোডিয়ার এক রিয়াল সমান বাংলাদেশি প্রায় ০.০৩১ টাকা।

অর্থাৎ বাংলাদেশের তুলনায় কম্বোডিয়ার টাকার মান প্রায় ৩৫ গুন কম। এই দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গেলে খুব বেশি টাকা ইনকাম করতে পারবেন না। তবে কম্বোডিয়া কাজের বেতন বাংলাদেশের তুলনায় কিছুটা বেশি।

আরও পড়ুন: কম্বোডিয়া ভিসা প্রসেসিং

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top