সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম ২০২৫

সিঙ্গাপুর যেতে আগ্রহীদের সিঙ্গাপুর ভিসা প্রসেসিং করতে হয়। ভিসা প্রসেসিং করে ভিসা হাতে পেলে অবশ্যই সিঙ্গাপুর ভিসা চেক করতে হবে। কারণ বাংলাদেশে অসংখ্য ভুয়া সিঙ্গাপুর ভিসা প্রসেসিং এজেন্সি রয়েছে। এজেন্সিকে টাকা দেওয়ার পূর্বে অবশ্যই সিঙ্গাপুর ভিসা অনলাইনে স্ট্যাটাস চেক করে নিবেন।

সিঙ্গাপুর পৃথিবীর অন্যতম উন্নত দেশ। এই দেশে অনেকে টুরিস্ট ও ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চায়। বিভিন্ন দালাল কিংবা এজেন্সির মাধ্যমে সিঙ্গাপুর ভিসা প্রসেসিং করলে অবশ্যই অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করবেন। সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম জানতে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

সিঙ্গাপুর ওয়ার্ক ভিসা চেক করার নিয়ম

সিঙ্গাপুর কাজের ভিসা অনুমোদন পেলে অবশ্যই অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করবেন। বিভিন্ন এজেন্সি কিংবা দালালের মাধ্যমে কাজের ভিসা প্রসেসিং করলে ভুয়া হওয়ার সম্ভাবনা থাকে। তাই অনাকাঙ্ক্ষিত আর্থিক প্রতারণা থেকে রক্ষা পেতে অবশ্যই ভিসা হাতে পাওয়ার পর সিঙ্গাপুর ভিসা চেক করবেন।

তথ্য প্রযুক্তির এই যুগে ঘরে বসে অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করা যায়। সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম জানা থাকলে পাসপোর্ট নাম্বার ও জন্ম তারিখ দিয়ে খুব সহজে ভিসা চেক করতে পারবেন। সিঙ্গাপুর ভিসা অনলাইনে চেক করার জন্য প্রথমে মোবাইলে যেকোনো ব্রাউজারে গিয়ে গুগলে “Singapore visa check mom” লিখে সার্চ করতে হবে।

সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর “Service is online” লেখার উপরে কমলা কালারের একটি লিংক দেখতে পাবেন। “Check work pass and application status” লিংকে ক্লিক দেয়ার পর ভাষা সিলেক্ট করার অপশন আসলে বাংলা ভাষা সিলেক্ট করে নিতে হবে।

তারপর “ওয়ার্ক পাস পরীক্ষা করুন” নামে একটি নতুন পেইজ আসলে “শুরু করুন” লেখায় ক্লিক করতে হবে। তারপর একটি ফর্ম আসবে। সেখানে জন্ম তারিখ ও পাসপোর্ট নম্বার বসিয়ে জমা দিন অপশনে ক্লিক করতে হবে। দুটি অপশনের মধ্যে অবশ্যই পাসপোর্ট নম্বর অপশনটি সিলেক্ট করতে হবে।

জমা দিন অপশনে ক্লিক দেয়ার সাথে সাথে ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন। যদি “Valid” লেখা থাকে তাহলে বুঝবেন ভিসাটি আসল। এভাবে খুব সহজে সিঙ্গাপুর ভিসা চেক করতে পারবেন।

সিঙ্গাপুর টুরিস্ট ভিসা চেক করার নিয়ম

বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ প্রতি বছর টুরিস্ট ভিসা নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে। বিভিন্ন এজেন্সি কিংবা দালালের মাধ্যমে ভিসা প্রসেসিং করলে অবশ্যই সিঙ্গাপুর টুরিস্ট ভিসা চেক করবেন। সিঙ্গাপুর টুরিস্ট ভিসা চেক করার জন্য আলাদা ওয়েবসাইট রয়েছে।

সিঙ্গাপুর টুরিস্ট ভিসা চেক করার জন্য প্রথমে সিঙ্গাপুরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। গুগলে “ICA gov sg” লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করতে হবে। ওয়েবসাইটে ভিজিট করার পর ” Check Status / Make Appointment” অপশনে ক্লিক দিতে হবে।

তারপর দুইটি অপশন আসবে সেখান থেকে “Check Status of Online Application” অপশনে ক্লিক দিয়ে “Entry Visa” লিংকে ভিজিট করতে হবে। “Entry Visa” অপশনে ক্লিক দিলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে “Enquire Application Status” অপশনে ক্লিক দিতে হবে।

ক্লিক দেওয়ার পরে অনলাইন ফর্ম চলে আসবে। সেখানে প্রথম বক্সে “Individual/Family Visa Reference Number” জায়গায় ভিসা রেফারেন্স নাম্বার বসাতে হবে। ‌ দ্বিতীয় বক্সটিতে “Applicant’s Travel Document Number” জায়গায় পাসপোর্ট নাম্বর বসাতে হবে। তারপর গুগল ক্যাপচা সমাধান করে “Next” অপশনে ক্লিক দিতে হবে।

পরবর্তী পেইজে “Visa application is approved” লেখা আসলে বুঝবেন ভিসাটি আসল। চাইলে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। এভাবে অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top