ইতালি ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির একটি দেশ। ইতালির মুদ্রার বিনিময় হার অনেক বেশি হয়ে থাকে। অনেকে ইন্টারনেটে ইতালি টাকার মান কত লিখে সার্চ করে থাকে। এই দেশের অর্থনীতি মূলত কৃষি, শিল্প এবং সেবা খাতের উপর নির্ভরশীল।
বাংলাদেশ থেকে অনেকে ইউরোপের উন্নত এই দেশে যেতে চায়। ইতালিতে পড়াশোনা, চাকরি ও ভ্রমণের উদ্দেশ্যে যেতে আগ্রহীদের ইতালির টাকার মান কত জানতে হয়। ইতালি টাকার মান প্রতিদিন চাহিদা ও যোগানের কারণে পরিবর্তিত হয়ে থাকে।
ইতালির টাকার মান কত?
বর্তমান ইতালিতে বৈধ ও অবৈধ লাখ লাখ প্রবাসী বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে। প্রবাসীদের প্রতি মাসে কষ্টার্জিত টাকা নিজ দেশে পাঠাতে হয়। একজন বাংলাদেশী ইতালিয়ান প্রবাসীকে নিজ দেশে টাকা পাঠানোর পূর্বে অবশ্যই ইতালির টাকার মান কত সর্বশেষ আপডেট জানতে হবে।
বর্তমান ইতালির এক ইউরো সমান বাংলাদেশের প্রায় ১৪৪.৯৬ টাকা। ইতালির মুদ্রা শক্তিশালী হওয়ার কারণে বাংলাদেশে পাঠালে টাকার রেট অনেক বেশি পাবেন। ইতালিতে প্রবাসীদের অনেক বেশি টাকা ইনকামের সুযোগ রয়েছে।
ইতালির টাকার রেট কত?
ইতালিতে বাঙালি প্রবাসীরা বিভিন্ন মাধ্যমে প্রতিমাসে উপার্জনের টাকা দেশে পাঠিয়ে থাকে। হুন্ডি, ব্যাংক ও নন-ব্যাংকিং চ্যানেলের উপর ভিত্তি করে ইতালির টাকার রেট কম বেশি হয়ে থাকে। ইতালি থেকে ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠালে টাকা রেট সাধারণত একটু কম পাওয়া যায়।
তবে বৈধভাবে ব্যাংকের মাধ্যমে পাঠালে রেমিটেন্স হিসেবে গণ্য হবে। সরকার পরবর্তীতে এই রেমিটেন্স বৈদেশিক রিজার্ভ হিসেবে ব্যবহার করতে পারে।
| ইতালি ইউরো | বাংলাদেশী টাকা |
|---|---|
| ১ ইউরো | ১৪৪.৯৬ টাকা |
| ১০ ইউরো | ১,৪৪৯.৬ টাকা |
| ৫০ ইউরো | ৭,২৪৮ টাকা |
ইতালির ১ ইউরো বাংলাদেশের কত টাকা?
ইতালিতে প্রচলিত মুদ্রা হলো ইউরো। এই মুদ্রা ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। অনেকে ইন্টারনেটে কৌতুহলবশত ইতালির ১ ইউরো বাংলাদেশের কত টাকা লিখে সার্চ করে থাকে।
বাংলাদেশের মুদ্রার মানের চেয়ে ইতালির মুদ্রার মান অনেক বেশি। কারণ এটি পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী মুদ্রা। আজকের রেট অনুযায়ী ইতালির এক ইউরো সমান বাংলাদেশের প্রায় ১৪৪.৯৬ টাকা।
ইতালির ১০০ টাকা বাংলাদেশের কত টাকা?
প্রতিদিন ইতালির টাকার মান পরিবর্তিত হয়। বিভিন্ন কারণে ইউরোপের এই দেশের টাকার মান পরিবর্তন হতে পারে। যেমন: বাজারের চাহিদা ও সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য, সুদহার, অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি ইত্যাদি। আজকের সর্বশেষ রেট অনুযায়ী ইতালির ১০০ টাকা সমান বাংলাদেশের প্রায় ১৪,৪৯৬ টাকা।
ইতালি থেকে ব্যাংক কিংবা বিকাশের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে চাইলে অবশ্যই ইতালির টাকার মান কত সর্বশেষ আপডেট সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন।
ইতালির ১০০০ ইউরো টাকা বাংলাদেশের কত?
ইতালিতে প্রবাসীদের কাজের বেতন ৮০০ ইউরো থেকে ১,৫০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে। আজকের রেট অনুযায়ী ইতালির ১০০০ ইউরো সমান বাংলাদেশের প্রায় ১ লাখ ৪৪ হাজার ৯৬০ টাকা। ইতালির মুদ্রার মান প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে।
| 🌍 সম্পর্কিত এই আর্টিকেলগুলো আপনার পড়া উচিত!✈️ |
|---|
| ✅ ইতালির ভিসা কবে খুলবে |
| ⚡ ইতালি ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায় |
| 📌 ইতালি ভিসা খরচ কত |
| 🆕 ইতালি বেতন কত |
| 🔑 সরকারিভাবে ইতালি যাওয়ার উপায় |
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info
