হাঙ্গেরি টাকার মান কত ২০২৫ (সর্বশেষ আপডেট)

হাঙ্গেরি মধ্য ইউরোপের মধ্যম আয়ের দেশ। বাংলাদেশি অসংখ্য প্রবাসী এই দেশে বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত রয়েছে। অনেকে ইউরোপের এই দেশে পড়াশোনা, ভ্রমণ ও কাজের উদ্দেশ্যে যেতে চায়। এজন্য আগ্রহীদের হাঙ্গেরি টাকার মান কত জানতে হয়।

অনেক বাংলাদেশি নাগরিক কৌতূহলবশত হাঙ্গেরি টাকার মান কত লিখে ইন্টারনেটে সার্চ করে থাকে। হাঙ্গেরি টাকার মান চাহিদা ও যোগানের ভিত্তি করে প্রতিদিন পরিবর্তন হয়ে থাকে। প্রবাসীদের উচিত হবে দেশে টাকা পাঠানোর পূর্বে সর্বশেষ হাঙ্গেরি টাকার মান কত জেনে নেওয়া।

হাঙ্গেরি টাকার মান কত ২০২৫

হাঙ্গেরি ইউরোপের উন্নয়নশীল একটি দেশ। মধ্যম আয়ের এই দেশটির টাকার মান ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম হয়ে থাকে। হাঙ্গেরিতে অবস্থানরত প্রবাসীরা বিভিন্ন মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে থাকে। প্রবাসীদের অবশ্যই হাঙ্গেরি টাকার মান কত জেনে টাকা পাঠাতে হবে।

বর্তমান হাঙ্গেরি ১ ফরিন্ট সমান বাংলাদেশের প্রায় ০.৩৬ টাকা। এটি ইউরোপের মোটামুটি উন্নত দেশ হওয়া সত্বেও হাঙ্গেরি টাকার মান বাংলাদেশের চেয়ে অনেক কম। মুদ্রাস্ফীতির কারণে এই দেশের টাকার মান এত কমে গেছে। তবে টাকার মান কম বলে এদেশকে গরিব মনে করা যাবে না।

হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের কত টাকা?

ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে বাঙালি প্রবাসীরা সাধারণত বিভিন্ন দেশের মুদ্রাকে টাকা বলে অভিহিত করে থাকে। হাঙ্গেরি ইউরোপের দেশ হওয়া সত্বেও এই দেশে প্রচলিত মুদ্রা হলো ফরিন্ট। ইউরোপের মধ্যম আয়ের এই দেশে বসবাসরত প্রবাসীরা হাঙ্গেরি ১ টাকা বাংলাদেশের কত টাকা লিখে ইন্টারনেটে সার্চ করে থাকে।

বর্তমান হাঙ্গেরি ১ টাকা সমান বাংলাদেশি প্রায় ০.৩৬ টাকা। এদেশের মুদ্রার মান বাংলাদেশের চেয়ে কম হলেও প্রবাসীদের কাজের বেতন বাংলাদেশের তুলনায় প্রায় ৮ থেকে ১০ গুণ হয়ে থাকে। অতিরিক্ত টাকা ছাপানোর ফলে মূলত হাঙ্গেরি টাকার মান কমে গেছে।

হাঙ্গেরি টাকার রেট কত?

হাঙ্গেরিতে থাকা বাঙালি প্রবাসীরা বিভিন্ন চ্যানেলে কষ্টে অর্জিত রেমিটেন্স দেশে প্রেরণ করে থাকে। ব্যাংকিং চ্যানেল, হুন্ডি ও বিকাশ ইত্যাদি মাধ্যমের উপর ভিত্তি করে হাঙ্গেরি টাকার রেট পরিবর্তন হয়ে থাকে। হুন্ডির মাধ্যমে স্বদেশে টাকা পাঠালে টাকার মান বেশি পাওয়া যায়।

তবে এই পদ্ধতি অবৈধ এবং প্রেরিত অর্থ রেমিটেন্স হিসেবে গণ্য না হওয়ার কারণে দেশের কোন কাজে আসে না। হাঙ্গেরি থেকে টাকা নিজ দেশে পাঠাতে কিংবা বাংলাদেশ থেকে হাঙ্গেরি টাকা পাঠাতে অবশ্যই মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান কিংবা ব্যাংকের শরণাপন্ন হতে হয়।

আজকের রেট অনুযায়ী হাঙ্গেরি টাকার মান
হাঙ্গেরিয়ান ফরিন্ট (HUF)বাংলাদেশি টাকা (BDT)
১ ফরিন্ট০.৩৬ টাকা
১০ ফরিন্ট৩.৬০ টাকা
১০০ ফরিন্ট৩৬ টাকা
৫০০ ফরিন্ট১৮০ টাকা
১,০০০ ফরিন্ট৩৬০ টাকা
১০,০০০ ফরিন্ট৩,৬০০ টাকা
১,০০,০০০ ফরিন্ট৩৫,০০০ টাকা

FAQs

হাঙ্গেরি মুদ্রার নাম কি?

হাঙ্গেরি মুদ্রার নাম হচ্ছে ফরিন্ট।

হাঙ্গেরি ১০০ টাকা বাংলাদেশের কত টাকা?

হাঙ্গেরি ১০০ টাকা বাংলাদেশের প্রায় ৩৬ টাকা।

হাঙ্গেরি ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা?

হাঙ্গেরি ১০০০ টাকা বাংলাদেশের প্রায় ৩৬০ টাকা।

এই রিলেটেড আরো আর্টিকেল পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top