ইতালি ভিসা চেক করার নিয়ম জানতে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। বর্তমান তথ্য প্রযুক্তির কল্যাণে অনলাইনে ভিসা চেক করা যায়। অ্যান্ড্রয়েড ফোন কিংবা কম্পিউটার দিয়ে ঘরে বসে অনলাইনে ইতালি ভিসা চেক করতে পারবেন। ইতালি ভিসা আবেদন করার পর অনেকে ভিসা প্রসেসিং ট্র্যাকিং করতে চায়।
কারণ ইতালি ভিসা প্রসেসিং হতে সাধারণত ২ মাসের বেশি সময় লাগে। অনলাইনে সর্বশেষ ভিসা প্রসেসিং স্ট্যাটাস দেখতে পারবেন। ভিসা আসল নাকি নকল সত্যতা যাচাই করতে পারবেন। এই আর্টিকেলে ইতালি ভিসা চেক করার নিয়ম ধাপে ধাপে আলোকপাত করা হয়েছে।
ইতালি ভিসা চেক করার নিয়ম
বাংলাদেশি নাগরিকরা কয়েকটি ধাপে সহজে ইতালি ভিসা চেক করতে পারে। ভিএফএক্স গ্লোবালের ওয়েবসাইট ব্যবহার করে ঘরে বসে সহজে ভিসা চেক করা যায়। ভিসা চেক করতে রেফারেন্স নাম্বার এবং লাস্ট নেম প্রয়োজন হয়ে থাকে। এই দুটি ইনফরমেশন থাকলে যেকোনো ব্যক্তির ভিসা চেক করতে পারবেন।
ইতালি ভিসা চেক করার জন্য ভিএফএক্স গ্লোবালের ওয়েবসাইটে সরাসরি ভিজিট করতে হবে। VFS Global Italy Visa Check এই লিংকে ক্লিক দিলে সরাসরি ইতালি ভিসা চেক করার কাঙ্ক্ষিত পেইজে নিয়ে যাবে। এই লিংকে প্রবেশ করার পর যদি কোন কিছুর অনুমতি চায় তবে “Accept All Cookies” ক্লিক দিয়ে অনুমতি দিয়ে দিবেন।
TRACK YOUR APPLICATION ফর্মে Reference Number ও Last Name বসাতে হবে। উপরোক্তে লিংকে ক্লিক দিলে নিচের পিকচারের মত একটি ফর্ম পেজ চলে আসবে। রেফারেন্স নাম্বার বলতে আসলে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারকে বুঝিয়ে থাকে। ভিসা আবেদন করার পর যে ইনভয়েস দেওয়া হয় সেখানে রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন।লাস্ট নেম বলতে আবেদনকারীর নামের যতগুলো অংশ রয়েছে সেগুলোর শেষের অংশটি হবে। উদাহরণস্বরূপ: Sheikh Abdul Karim এটা হল পূর্ণ নাম। তবে এখানে লাস্ট নেম হলো “Karim”। ভিসা নাম্বার ও লাস্ট নেম সঠিকভাবে বসানোর পর একটি ক্যাপচা সমাধান করতে হবে।
সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিসা আবেদনকারীর ভিসা স্ট্যাটাস চলে আসবে। এভাবে সহজে অনলাইনে ইতালি ভিসা চেক করে সর্বশেষ ভিসা স্ট্যাটাস জানতে পারবেন। ইতালি ভিসা আবেদনটি অনুমোদিত হয়েছে কিনা বুঝতে পারবেন। যদি না আসে তাহলে বুঝবেন ভিসাটি নকল হওয়ার সম্ভাবনা বেশি।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info