বাহরাইন এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যে অবস্থিত। এই দেশে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী রয়েছে। প্রবাসীদের প্রতিমাসে উপার্জিত অর্থ বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে পাঠাতে হয়। রেমিটেন্স দেশে পাঠানোর পূর্বে অবশ্যই বাহরাইন টাকার রেট বাংলাদেশ জানতে হয়। অনেকে বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে এই দেশে যেতে চায়।
এজন্য ইন্টারনেটে বাহরাইন টাকার রেট বাংলাদেশ লিখে অনুসন্ধান করে থাকে। বাহরাইন নিরাপদ এবং কর্মবান্ধব দেশ যেখানে প্রবাসীরা উচ্চ আয়ের পাশাপাশি একটি উন্নত জীবনযাত্রা উপভোগ করতে পারেন। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে বাহরাইন টাকা রেট বাংলাদেশ সর্বশেষ আপডেট জানতে পারবেন।
বাহরাইন টাকার মান কত?
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের অর্থনীতি তেল ও গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বাহরাইন দিনার (BHD) বিশ্বের অন্যতম স্থিতিশীল এবং শক্তিশালী মুদ্রা হিসেবে পরিচিত। এটি আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যায়ন পেয়েছে এবং মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দিনারের মান বিশ্ব বাজারে প্রথম থেকেই শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। বাহরাইন দিনারের মান আন্তর্জাতিক মুদ্রার তুলনায় অত্যন্ত শক্তিশালী। বর্তমান ১ বাহরাইন দিনার সমান বাংলাদেশি প্রায় ৩২৩.৩৯ টাকা। প্রবাসী শ্রমিক এবং বিনিয়োগকারীদের জন্য বাহরাইন দিনারের স্থিতিশীলতা একটি বড় আকর্ষণ।
বাহরাইন ১ দিনার বাংলাদেশের কত টাকা ২০২৫
বাহরাইন একটি তেলসমৃদ্ধ দেশ। তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে দিনারের মানও বৃদ্ধি পায়। বাহরাইন তার মুদ্রার মান যুক্তরাষ্ট্রের ডলারের সঙ্গে সংযুক্ত রেখেছে যা একে স্থিতিশীল রাখে। বাংলাদেশি টাকার মান আন্তর্জাতিক বাজারে তুলনামূলকভাবে দুর্বল। ফলে বাহরাইন দিনারের মান বাংলাদেশি টাকায় অনেক বেশি। আজকের রেট অনুযায়ী বাহরাইন ১ দিনার বাংলাদেশের প্রায় ৩২৩.৩৯ টাকা।
বাহরাইন টাকার রেট বাংলাদেশ
বাহরাইন দিনার (BHD) বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রা যেটির মান বাংলাদেশি টাকার (BDT) তুলনায় বেশি হয়ে থাকে। বর্তমান ১ বাহরাইন দিনার সমান বাংলাদেশি প্রায় ৩২৩ টাকা ৩৯ পয়সা। বিনিময় হার প্রতিদিন পরিবর্তিত হতে পারে। বাহরাইন থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাহরাইন টাকার রেট বাংলাদেশ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিভিন্ন ব্যাংক এবং মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান বিনিময়ে হার নির্ধারণে ভিন্ন রেট প্রণয়ন করে থাকে। তাই বাহরাইন দিনারকে বাংলাদেশি টাকায় রূপান্তর করার আগে নির্ভরযোগ্য উৎস থেকে সর্বশেষ বিনিময় হার যাচাই করা সর্বোত্তম।
FAQs
বাহরাইন ১ টাকা বাংলাদেশের কত টাকা 2025
বাহরাইন ১ টাকা বাংলাদেশের প্রায় ৩২৩ টাকা ৩৯ পয়সা।
বাহরাইন ১০ টাকা বাংলাদেশের কত?
বাহরাইন ১০ টাকা বাংলাদেশের প্রায় ৩ হাজার ২ শত ৩৩ টাকা ৯০ পয়সা।
বাহরাইন ১০০ টাকা বাংলাদেশের কত?
বাহরাইন ১০০ টাকা বাংলাদেশের প্রায় ৩২ হাজার ৩৩৯ টাকা।
বাহরাইন ৫০০ টাকা বাংলাদেশের কত?
বাহরাইন ৫০০ টাকা বাংলাদেশের প্রায় ১ লাখ ৬১ হাজার ৬৯৫ টাকা।
বাহরাইন ১০০০ টাকা বাংলাদেশের কত?
বাহরাইন ১০০০ টাকা বাংলাদেশের প্রায় ৩ লাখ ২৩ হাজার ৩৯০ টাকা।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info