মালয়েশিয়া ভিসা হাতে পাওয়ার সকলের মালয়েশিয়া ভিসা চেক করে নেওয়া উচিত। ভিসা প্রতারণা বাংলাদেশে সাধারণ একটি সমস্যা। দুশ্চিন্তা মুক্ত বিদেশ সফর করতে চাইলে অবশ্যই ভিসা হাতের পাওয়ার পর চেক করে নিবেন। তাহলে অনাকাঙ্ক্ষিত প্রতারণা থেকে রেহাই পাবেন।
বিভিন্ন দালাল কিংবা এজেন্সির মাধ্যমে প্রতারিত হতে না চাইলে অবশ্যই ভিসা হাতে পাওয়ার পর অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক নিশ্চিত করবেন। এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত করলে অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে সহজে অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন। এজন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। “মালয়েশিয়া ভিসা চেক লিংক” এই লেখায় ক্লিক দিলে সরাসরি ভিসা চেক করার ওয়েবসাইটটিতে নিয়ে যাবে। তারপর পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন।
উপরোক্ত সাইটে ভিজিট করার পর নিচের ছবির মত একটি ফর্ম চলে আসবে। কিছু ইনফরমেশন দিয়ে সার্চ অপশনে ক্লিক দিতে হবে। ‘ডকুমেন্ট নম্বর’ এই বক্সে আবেদনকারীর পাসপোর্ট নাম্বার দিতে হবে। ‘কান্ট্রি ইস্যু’ এই বক্সে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। ডকুমেন্ট ডিউ ডেট হচ্ছে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ। তারপর সার্চ অপশনে ক্লিক দিতে হবে।
সঠিকভাবে তথ্য পূরণ করে সার্চ অপশনে ক্লিক দিলে ভিসা আবেদনকারীর যাবতীয় ইনফরমেশন চলে আসবে। যদি না আসে তাহলে বুঝে নেবেন ভিসাটি নকল। তবে তার আগে মালয়েশিয়া ভিসা চেক করার সকল পদ্ধতি প্রয়োগ করতে হবে।
মালয়েশিয়া ই ভিসা চেক
মালয়েশিয়া ই-ভিসা আবেদন করার পর অনলাইনে সর্বশেষ ভিসা স্ট্যাটাস চেক করতে পারবেন। এজন্য মালয়েশিয়া ই-ভিসা চেক সম্পর্কে জানতে হবে। ই-ভিসা চেক করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। “মালয়েশিয়া ই ভিসা চেক লিংক” এই লেখায় ক্লিক দিলে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে।
তারপর পাসপোর্ট নাম্বার, স্টিকার নাম্বার ও ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করতে হবে। ই-ভিসার আবেদন কপিতে স্টিকার নাম্বার খুঁজে পাবেন। এটা সাধারণত EV এমন লেখা দিয়ে শুরু হয়। “I have obtained my eVISA” এই লেখায় অবশ্যই ঠিক চিহ্ন তুলে দিতে হবে। তারপর চেক অপশনে ক্লিক দিতে হবে।
চেক অপশনে ক্লিক দিলে ই ভিসা আবেদনকারীর যাবতীয় তথ্য চলে আসবে। ভিসার সর্বশেষ স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন। ভিসা আসল কিংবা নকল সনাক্ত করতে পারবেন। এভাবে অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করতে হয়।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info