বর্তমান বিশ্বায়নের যুগে উন্নত দেশগুলোতে কাজের সুযোগ খোঁজার প্রবণতা বেড়ে চলেছে। দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ সার্বিয়া যেখানে বৈধভাবে কাজ করার জন্য প্রয়োজন ওয়ার্ক পারমিট। বিভিন্ন দালাল কিংবা এজেন্সির কাছ থেকে ওয়ার্ক পারমিট পেপার পাওয়ার পর সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক করা উচিত।
অনেক সময় ভুল তথ্য কিংবা দালালদের প্রতারণার শিকার হয়ে মানুষ বিভ্রান্তিতে পড়ে। ওয়ার্ক পারমিট আবেদন করে হাতে পাওয়ার পর অনলাইনে সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক করতে পারেন। এই আর্টিকেলে সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক করার নিয়ম তুলে ধরা হয়েছে।
সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক করার নিয়ম
অনলাইনে ওয়ার্ক পারমিট নাম্বার দিয়ে সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক করতে পারবেন। অনলাইনে যাচাই করে তথ্যের সত্যতা নিশ্চিত করা উচিত। ওয়ার্ক পারমিট পেপারে ওয়ার্ক পারমিট নাম্বার রয়েছে। সেখান থেকে নাম্বারটি সংগ্রহ করে নিম্নে উল্লেখিত উপায়ে সহজে সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক করতে পারবেন।
প্রথমে সরকারি পোর্টাল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। “সার্বিয়া ওয়ার্ক পারমিট চেকিং লিংক” এই লেখায় ক্লিক দিলে সরাসরি সার্বিয়ার সরকারি ওয়েবসাইটে নিয়ে যাবে। প্রবেশের পর বুঝার সুবিধার্থে পেজটি ইংরেজি ভাষায় অনুবাদ করে নিবেন। প্রদত্ত লিংকটি কাজ না করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
উক্ত লিংকটিতে ক্লিক দিলে পেজটি লোড হতে সময় নেবে। তারপর থ্রি ডট মেনুতে ক্লিক দিয়ে গুগল ট্রান্সলেট করে নিবেন। “Search” বক্সে ওয়ার্ক পারমিট নাম্বারটি সঠিকভাবে বসাতে হবে। তারপর নিচের ছবির মত “Search” বাটনে ক্লিক দিতে হবে। সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক মোবাইল দিয়ে করতে পারবেন।
সার্চ অপশনে ক্লিক দিলে যদি ওয়ার্ক পারমিট আসল হয় এবং ইনপুটকৃত তথ্য সঠিক হয় তাহলে কোম্পানির সকল ইনফরমেশন দেখতে পাবেন। আর যদি নকল ওয়ার্ক পারমিট হয় তবে নট ফাউন্ড এরকম কোন কিছু লেখা আসে। এভাবে অনলাইনে খুব সহজে সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক করে নিশ্চিত হতে পারবেন।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info