আপনি কি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন বা পুরনো পাসপোর্ট রিনিউ করতে চান? অনলাইনে ই-পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাই করা এখন খুবই সহজ। ই-পাসপোর্ট প্রস্তুত হয়েছে কিনা তা জানতে চাইলে ঘরে বসেই অনলাইনে দুই মিনিটের মধ্যে পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন।
অনলাইনে ই-পাসপোর্ট চেক করার মাধ্যমে শুধু পাসপোর্ট হয়েছে কিনা চেক নয়, ডেলিভারি কবে হবে সেটিও জানা সম্ভব। পাসপোর্ট চেক করার সঠিক নিয়ম জানা থাকলে ঘরে বসেই সহজে আপনার পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।
ই-পাসপোর্ট চেক করার নিয়ম
অনলাইন কিংবা অফলাইন পদ্ধতি অনুসরণ করে ই-পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে দুটি পদ্ধতিতেই ই-পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন। অনলাইনে পাসপোর্ট চেক করতে অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ (Dob) প্রয়োজন হয়।
গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংগ্রহ করার পর পাসপোর্ট চেক করার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। “Passport Status Check Link” এই লিংকে ক্লিক দিলে সরাসরি কাঙ্খিত ওয়েব সাইটে নিয়ে যাবে। বায়োমেট্রিক ইনফরমেশন দেওয়ার পর ডেলিভারি স্লিপ দেওয়া হয়। সেখানে Application ID পেয়ে যাবেন।
ছবিতে চিহ্নিত বক্সে অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ সঠিকভাবে বসিয়ে ক্যাপচাটি পূরণ করতে হবে। তারপর চেক অপশনে ক্লিক দিলে ই-পাসপোর্টের বর্তমান অবস্থান দেখতে পাবেন। পাসপোর্ট প্রিন্ট করা হলে ডেলিভারি তারিখ দেখতে পাবেন।
এসএমএস দিয়ে পাসপোর্ট হয়েছে কিনা চেক
অনলাইনে পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে ব্যর্থ হলে অবশ্যই অফলাইনে এসএমএস দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন। এই পদ্ধতিতে পাসপোর্ট চেক করতে হলে প্রথমে ডিভাইসের মেসেজ অপশনে গিয়ে START <space> EPP <space> Application ID লিখে 16445 নাম্বারে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ: START EPP 000000 এভাবে লিখে 16445 নাম্বারে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পাসপোর্টের বর্তমান স্ট্যাটাস জানিয়ে দিবে।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info