ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ২০২৫ [A to Z তথ্য]

অনেকেই ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চাচ্ছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে আগ্রহীদের অবশ্যই ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখতে হবে। ‌সুখী দেশের নাম আসলেই ফিনল্যান্ডের কথা মনে পড়ে!

এটি ইউরোপীয় ইউনিয়নের সেনজেন দেশ। দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার জন্য ফিনল্যান্ড হতে পারে প্রথম পছন্দ। দেশটিতে প্রযুক্তিগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। পড়াশোনার পরিবেশও উন্নত।

তাছাড়া স্কলারশিপ নিয়ে দেশটিতে যাওয়ার সুযোগ রয়েছে। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা প্রসেসিং সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন। এছাড়া ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসার খরচ কত ও যোগ্যতা সম্পর্কে জানতে পারবেন।

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা প্রসেসিং

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা প্রসেসিং করার জন্য দেশটির কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার প্রয়োজন পড়বে। যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পে স্লিপ সংগ্রহ করতে হবে। টিউশন ফি পরিশোধ করলে পে স্লিপ পাবেন। ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ইমেইল করতে হবে।

ভর্তির জন্য উপযুক্ত হলে অফার লেটার পাঠাবে। ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা নিজে নিজে খুব সহজে প্রসেসিং করা যায়। তবে অনেকে ঝামেলা এড়ানোর জন্য বিশ্বস্ত এজেন্সির শরণাপন্ন হয়।

এক্ষেত্রে এজেন্সিকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা প্রসেসিং করে দেয়। এজন্য অবশ্যই এজেন্সিকে প্রসেসিং ফি দিতে হবে। এজেন্সি ভর্তি আবেদন থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত যাবতীয় কাজ নিজ দায়িত্ব করে থাকে।

ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার পর অনলাইনে স্টুডেন্ট ভিসার আবেদন করতে হবে। তবে সরাসরি ফিনল্যান্ডের দূতাবাসে গিয়ে ভিসার আবেদন করা যায়। আবেদন করার সময় অবশ্যই ভিসা আবেদন ফি পরিশোধ করতে হবে।

আবেদন করার কিছুদিন পর দূতাবাসে গিয়ে ইন্টারভিউ দিতে হয়। এভাবে ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা প্রসেসিং করতে হয়।

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা যোগ্যতা

স্টুডেন্ট ভিসা ফিনল্যান্ড যেতে হলে যোগ্যতা থাকা আবশ্যক। ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা যোগ্যতা পূরণের জন্য নিম্নে উল্লেখিত কাগজপত্র সংগ্রহ করতে হবে:

  • পাসপোর্ট
  • ছবি
  • ভর্তি অফার লেটার
  • টিউশন ফি পরিশোধের স্লিপ
  • একাডেমিক সার্টিফিকেট
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • ফাইনেন্সিয়াল সলভেন্সি ডকুমেন্টস (ব্যাংক স্টেটমেন্ট, সম্পদের দলিল)
  • স্পন্সরের টিন সার্টিফিকেট
  • আইইএলটিএস স্কোর (যদি লাগে)
  • স্বাস্থ্য বীমা
  • ভোটার আইডি কার্ড

ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসার খরচ কত?

স্টুডেন্ট ভিসা নিয়ে ফিনল্যান্ডে যেতে হলে অবশ্যই ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসার খরচ কত ধারণা রাখতে হবে। ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা প্রসেসিং করার জন্য স্বাস্থ্য বীমা থাকা আবশ্যক। এই স্বাস্থ্য বীমা করতে ২৫ থেকে ৭৫ ইউরো প্রয়োজন।

দেশটির বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এক বছরের জন্য টিউশন ফি বাবদ বাংলাদেশি টাকায় প্রায় ৯ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স প্রদর্শন করতে হয়। অবশ্যই স্পন্সরের ইনকামের উৎস থাকতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে।

বর্তমানে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে ফিনল্যান্ডে যেতে আনুমানিক প্রায় ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা খরচ হয়। একাডেমিক রেজাল্ট ভালো থাকলে ফুল কিংবা হাফ স্কলারশিপ নিয়ে স্বপ্নের এই দেশটিতে স্টুডেন্ট ভিসা নিয়ে পাড়ি জমাতে পারবেন।

পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স না থাকলে ব্যাংকের লোকের মাধ্যমে যোগাযোগ করে ২ লক্ষ টাকা জমা দিয়ে চুক্তির ভিত্তিতে ব্যাংক স্টেটমেন্টে বেশি টাকা প্রদর্শন করানো যায়।

1 thought on “ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা ২০২৫ [A to Z তথ্য]”

  1. MD SAlim
    Father – Fuzlul Karim
    Mrs. Chatara Begum
    Address- Ram Narayanpur Ward No-06
    Post-Kalyan Nagar
    Thana-Chatkhil
    District-Noakhali
    Post Code No-3870
    Contact – Manjuma Akhter
    City Address-T@T Colony Agrabad
    Double Mooring Chittagong Bangladesh
    Post Code No-4100
    Chittagong

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top