বিভিন্ন কারণে মানুষ ইন্টারনেটে সার্চ করে কোন দেশের টাকার মান সবচেয়ে কম জানতে চায়। ইন্টারনেটে সার্চ দিয়ে মানুষ কোন দেশের টাকার মান সবচেয়ে কম কেন জানতে চায়? এই প্রশ্নের উত্তর হতে পারে কয়েকটি। যেমন: কৌতুহলবশত, খরচ সম্পর্কে ধারণা পাওয়া, গরিব দেশ সম্পর্কে ধারণা পাওয়া ইত্যাদি।
তবে মনে রাখবেন, কোন দেশের টাকার মান সবচেয়ে কম এটার ভিত্তিতে কোনো দেশ গরিব কিন্তু ধনী সেটা বিবেচনা করা যাবে না। কারণ একটি দেশের মুদ্রার মান বিভিন্ন কারণে কমে যেতে পারে। যেমন: অতিরিক্ত মুদ্রা ছাপানো, যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি।
বাংলাদেশের চেয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার টাকার মান কম। তার মানে এই নয় যে, বাংলাদেশ জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে ধনী ও উন্নত দেশ। তো চলুন কথা না বাড়িয়ে জেনে নেই, কোন দেশের টাকার মান সবচেয়ে কম।
কোন দেশের টাকার মান সবচেয়ে কম?
কোন দেশে টাকার মান সবচেয়ে কম নামক টেবিলটি সর্বশেষ তথ্যের ভিত্তিতে উক্ত দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশের কত টাকা পাওয়া যায় সেটার ভিত্তিতে তৈরি করা হয়েছে। উদাহরণস্বরূপ: বর্তমানে ইরানের এক রিয়াল সমান বাংলাদেশের ৩৫৩ টাকা।
পৃথিবীতে বর্তমানে ইরানের মুদ্রার মান সবচেয়ে কম। এভাবে উল্লেখযোগ্য ১০টি দেশের মুদ্রার মানের তালিকা নিচের টেবিলটিতে তুলে ধরা হয়েছে।
অবস্থান | দেশের নাম | বাংলাদেশী ১ টাকা সমান কত |
---|---|---|
১ | ইরান | ৩৫৩ রিয়াল |
২ | ভিয়েতনাম | ২০৯ ডং |
৩ | সিয়েরা লিওন | ১৯২ লিওন |
৪ | লাওস | ১৮৫ কিপ |
৫ | ইন্দোনেশিয়া | ১৩২ রুপিয়া |
৬ | উজবেকিস্তান | ১০৮ সোম |
৭ | গিনি | ৭৩ ফ্র্যাঙ্ক |
৮ | প্যারাগুয়ে | ৬৫ গুয়ারানি |
৯ | উগান্ডা | ৩১ শিলিং |
১০ | ইরাক | ১১ দিনার |
আরও পড়ুন: কোন দেশের টাকার মান বেশি
পৃথিবীর সবচেয়ে গরিব দেশের তালিকা
পৃথিবীতে অনেক ধনী দেশ থাকার পাশাপাশি রয়েছে গরিব দেশ। যেসব দেশ এখনো চরম দারিদ্র সীমার নিচে অবস্থান করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মানুষের মাথাপিছু আয় ও ক্রয়ক্ষমতার উপর ভিত্তি করে পৃথিবীর সবচেয়ে গরিব দেশের তালিকা প্রকাশ করেছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্তৃক প্রকাশিত তালিকা অনুযায়ী পৃথিবীর সবচেয়ে গরিব দেশ হলো দক্ষিণ সুদান। নিচের টেবিলটিতে পৃথিবীর সবচেয়ে গরিব ১০টি দেশের তালিকা তুলে ধরে হলো:
অবস্থান | দেশের নাম |
---|---|
১ | দক্ষিণ সুদান |
২ | বুরুন্ডি |
৩ | মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র |
৪ | গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো |
৫ | মোজাম্বিক |
৬ | মালাউই |
৭ | নাইজার |
৮ | চাদ |
৯ | লাইবেরিয়া |
১০ | মাদাগাস্কার |
আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info