শুধু বিশাল অর্থনীতি নয়, পাশাপাশি জাপান বিশ্বের সেরা উন্নত প্রযুক্তির একটি দেশও বটে। উন্নত এই দেশটিতে অনেকেই যেতে চায়। এজন্য তারা ইন্টারনেটে জাপান যেতে কত টাকা লাগে লিখে সার্চ করে থাকে।
আপনি স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা কিংবা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে জাপানে যেতে আগ্রহী হলে অবশ্যই জাপান যেতে কত টাকা লাগে জেনে নিবেন। তাহলে দালাল কিংবা বেসরকারি বিভিন্ন ভিসা এজেন্সি আপনার কাছ থেকে ভিসার জন্য বেশি টাকা হাতিয়ে নিতে পারবে না।
সূর্যোদয়ের দেশ জাপান পড়াশোনা, কর্মসংস্থান ও ভ্রমণের জন্য বিশ্ব বিখ্যাত। দেশটিতে রয়েছে বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয়, বড় বড় শিল্প কারখানা ও পর্যটকদের জন্য রয়েছে ঐতিহাসিক নিদর্শন।
জাপান যেতে কত টাকা লাগে?
জাপান ভিসা খরচ ভিসা ক্যাটাগরি অনুযায়ী আলাদা হয়ে থাকে। অনেকেই স্টুডেন্ট ভিসা, কাজের ভিসা এবং টুরিস্ট ভিসা নিয়ে বিশ্বের শান্তিপ্রিয় ও পরিষ্কার-পরিচ্ছন্ন এশিয়ার এই দেশটিতে যেতে চায়। কিন্তু, বেশিরভাগ মানুষই জানে না জাপান যেতে কত টাকা লাগে।
বাংলাদেশ থেকে জাপানে সরকারিভাবে যেতে খরচ কম হয়ে থাকে। তবে বেসরকারিভাবে বাংলাদেশ থেকে যাওয়ার খরচ অনেক বেশি হয়ে থাকে। বর্তমানে স্টুডেন্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে জাপানে যেতে আনুমানিক ৫ লক্ষ থেকে ৮ লক্ষ টাকা লাগে।
ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে জাপানে যেতে বর্তমানে আনুমানিক ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা লাগে। জাপানে ভিজিট ভিসা নিয়ে যাওয়া অনেক কঠিন। এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে জাপানে ভিজিট ভিসা নিয়ে যেতে আনুমানিক ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা লাগে।
জাপানে যেতে কত টাকা লাগে এই প্রশ্নের সঠিক উত্তর পেতে একজন জাপানি প্রবাসীর সহযোগিতা নিন। তবেই প্রকৃত জাপান ভিসা খরচ সম্পর্কে জানতে পারবেন।
আরও পড়ুন:
জাপান যেতে কত বছর বয়স লাগে?
জাপান ভিসা আবেদনকারীদের জাপানে যেতে কত বছর বয়স লাগে সেটা নির্ভর করে ভিসা ক্যাটাগরির উপর। কারণ ভিসা ক্যাটাগরি অনুযায়ী আবেদনকারীদের বয়স ভিন্ন হয়ে থাকে। কাজের ভিসা নিয়ে জাপানে যেতে আবেদনকারীদের বয়স সীমা ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বিজনেস ভিসাধারীদের ক্ষেত্রে ন্যূনতম বয়স ২১ বছর। তবে টুরিস্ট ভিসা আবেদনকারীদের বয়সের কোন সীমা নেই। স্টুডেন্ট ভিসা নিয়ে জাপানে যেতে আগ্রহীদের স্নাতক প্রোগ্রামে ভর্তি হতে নূন্যতম বয়স ১৮ বছর হতে হবে এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে ন্যূনতম বয়স ২১ বছর হতে হবে।
বাংলাদেশ থেকে জাপানে যেতে কত সময় লাগে?
বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে বাংলাদেশ থেকে জাপানে যেতে বর্তমানে আনুমানিক প্রায় ৬ ঘন্টা সময় লাগে। তবে অন্য এয়ারলাইন্সের ফ্লাইটে গেলে ১২ ঘন্টা থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। বাংলাদেশ থেকে জাপানে যাওয়ার টিকিটের মূল্য কম।
কিন্তু, জাপান থেকে বাংলাদেশে ফেরার টিকিটের মূল্য বেশি। ঢাকা থেকে নারিতা রুটের একমুখী সর্বনিম্ন বিমান ভাড়া জনপ্রতি ৭০ হাজার ৮২৮ টাকা এবং ফিরতি টিকিটের মূল্য ১ লাখ ১১ হাজার ৬৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন:
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info