অস্ট্রেলিয়া উন্নত একটি দেশ। দেশটি উন্নত জীবনযাত্রার মান, অধিক আয়ের সুযোগ এবং উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য পৃথিবী বিখ্যাত। বাঙালি প্রবাসীদের কাছে অস্ট্রেলিয়া জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে।
অস্ট্রেলিয়া যেতে আগ্রহীদের অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে জানতে হবে। স্টুডেন্ট ও ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া গেলে অফুরন্ত কাজের সুযোগ পাবেন। পাশাপাশি দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগও পাবেন।
এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়া অস্ট্রেলিয়া যেতে কত বছর বয়স লাগে, কত সময় লাগে ইত্যাদি সবকিছু বিস্তারিত জানতে পারবেন।
অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে?
অস্ট্রেলিয়া ভিসা খরচ ভিসা ক্যাটাগরি অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে। বাংলাদেশ থেকে সাধারণত মানুষ অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা ও কাজের ভিসা নিয়ে যায়। প্রকৃত অস্ট্রেলিয়া ভিসা খরচ অনেক কম। নিজে নিজে ভিসা প্রসেসিং করতে পারলে প্রকৃত খরচে অস্ট্রেলিয়া যাওয়া যায়।
তবে বিভিন্ন এজেন্সি কিংবা দালালের সাথে চুক্তি করে অস্ট্রেলিয়া যেতে বেশি টাকা লাগে। বর্তমান অস্ট্রেলিয়া কাজের ভিসা খরচ হয় আনুমানিক ১২ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা। অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা খরচ হয় আনুমানিক ৬ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা।
বর্তমানে ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে আনুমানিক ৬ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা খরচ হয়। সরকারিভাবে ভিসা প্রসেসিং করে দেশটিতে যেতে পারলে অল্প খরচে পাড়ি জমানো যায়। অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে এটা কেউ আপনাকে হুবহু এমাউন্ট বলতে পারবে না।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া কাজের বেতন কত?
অস্ট্রেলিয়া যেতে কত বছর বয়স লাগে?
অস্ট্রেলিয়া ভিসা আবেদন করতে বয়সের রিকোয়ারমেন্ট রয়েছে। তবে সব ধরনের ভিসার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করার জন্য আবেদনকারীদের নূন্যতম বয়স ১৮ বছর থেকে ৪৯ বছরের মধ্যে হতে হবে।
তবে এমপ্লয়ার স্পন্সরশিপ ভিসার আবেদন করতে ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪৫ বছর হতে হবে। অস্ট্রেলিয়া ভিজিটর ভিসা পেতে আবেদনকারীদের ন্যূনতম কোনো বয়স সীমা নেই। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে কত সময় লাগে?
বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া দূরত্ব প্রায় ৭,১৭১ কিলোমিটার। বৈধভাবে বাংলাদেশ থেকে বিমানে করে অস্ট্রেলিয়া যেতে প্রায় ১৫ ঘণ্টা থেকে ১৮ ঘন্টা সময় লাগে। তবে অবৈধভাবে গেলে জাহাজের মাধ্যমে যাওয়া লাগে।
এক্ষেত্রে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে আনুমানিক কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে। মনে রাখবেন, অবৈধভাবে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে জীবনের ঝুঁকি রয়েছে। অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে শিরোনামে লেখা এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া কোন কাজের চাহিদা বেশি?
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info