ক্রোয়েশিয়া বেতন কত ২০২৫

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত একটি দেশ। কাজের ভিসা নিয়ে ক্রোয়েশিয়া যেতে আগ্রহীদের ক্রোয়েশিয়া বেতন কত জানতে হবে।

ক্রোয়েশিয়া বেতন সম্পর্কে সঠিক ধারণা না থাকলে এজেন্সি কিংবা দালাল ভুল তথ্য দিয়ে প্রলুব্ধ করে ভিসা প্রত্যাশীদের কাছ থেকে অধিক টাকা হাতিয়ে নিয়ে থাকে। তাছাড়া যেকোনো দেশে যাওয়ার আগে সে দেশের বেতন ও খরচ সম্পর্কে ধারণা নিয়ে যাওয়া উচিত হবে।

এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে ক্রোয়েশিয়া বেতন কত জানতে পারবেন। এছাড়া ক্রোয়েশিয়া সর্বনিম্ন বেতন, কোন কাজের চাহিদা বেশি, নাগরিকত্ব পাওয়ার উপায় ইত্যাদি বিষয়ে বিস্তারিত সঠিক তথ্য জানতে পারবেন।

ক্রোয়েশিয়া বেতন কত?

ক্রোয়েশিয়া ইউরোপের সেনজেনভুক্ত দেশ হওয়ায় কাজের বেতন বেশি হয়ে থাকে। দেশটিতে সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারিত রয়েছে। কাজের ক্যাটাগরি, দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে ক্রোয়েশিয়া বেতন আলাদা হয়ে থাকে।

বর্তমানে ক্রোয়েশিয়া কাজের বেতন প্রায় ৮০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা হয়ে থাকে। ক্রোয়েশিয়ার নাগরিকরা প্রতি মাসে গড় ইনকাম করে থাকে প্রায় ২ লক্ষ টাকা। তবে বাঙালি প্রবাসীদের ক্ষেত্রে অনেক সময় বৈষম্য লক্ষ্য করা যায়।

ক্রোয়েশিয়া সর্বনিম্ন বেতন কত?

ইউরোপের প্রায় প্রতিটি দেশে সরকার কর্তৃক সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারিত রয়েছে। ক্রোয়েশিয়া কর্মীদের ৮ ঘন্টা বাধ্যতামূলক ডিউটি থাকে। এদেশের কর্মীদের সপ্তাহে ৪০ ঘন্টা ডিউটি পালন করতে হয়।

বর্তমানে ক্রোয়েশিয়া সর্বনিম্ন বেতন প্রায় ৮৪০ ইউরো যা বাংলাদেশী মুদ্রায় রূপান্তরিত করলে হবে প্রায় ১ লক্ষ ৭ হাজার। ক্রোয়েশিয়াতে যেকোনো কাজের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন কাঠামো প্রযোজ্য হবে। তবে ওভারটাইম কাজ করলে কর্মীরা দেশটিতে আরো বেশি বেতন পেয়ে থাকে।

ক্রোয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি?

ক্রোয়েশিয়াতে প্রায়ই শ্রমিক সংকট দেখা যায়। এজন্য ক্রোয়েশিয়া যেতে আগ্রহীরা ইন্টারনেটে ক্রোয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি লিখে সার্চ করে থাকে। ক্রোয়েশিয়া ইউরোপের মধ্যম আয়ের দেশ।

বর্তমানে ক্রোয়েশিয়াতে বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে। যেমন: কনস্ট্রাকশন, মেকানিক, ইলেকট্রনিক, ড্রাইভিং, প্লাম্বিং ও ফুড ডেলিভারি ইত্যাদি। ক্রোয়েশিয়া কাজের ভিসা প্রসেসিং করার পূর্বে অবশ্যই ক্রোয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি জেনে নিবেন।

ক্রোয়েশিয়ায় নাগরিকত্ব পাওয়ার সহজ উপায়

ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় বৈধভাবে ৮ বছর বসবাস করলে নাগরিকত্ব পাওয়া যায়। কেউ ক্রোয়েশিয়ার নাগরিককে বিয়ে করলে ১ বছর পরে নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ পাবে। তবে মনে রাখবেন, দেশটিতে বিনিয়োগ করে নাগরিকত্ব লাভ করা যায় না।

উপরোক্ত যেকোনো একটি উপায় অবলম্বন করে যে কেউ চাইলে ক্রোয়েশিয়ার নাগরিকত্ব লাভ করতে পারেন। ধন্যবাদ ক্রোয়েশিয়া বেতন কত শিরোনামে লেখা এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top