ভিসা প্রসেসিং তুলনামূলক সহজ হওয়ায় অনেকে আলবেনিয়া যেতে চায়। কম খরচে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দেশটিতে যেতে আগ্রহী তাদের অবশ্যই আলবেনিয়া বেতন কত ধারণা রাখতে হবে।
দেশটিতে দক্ষ এবং অদক্ষ কর্মীদের চাহিদা রয়েছে। তুলনামূলক কম খরচে এই দেশে গিয়ে উন্নতমানের জীবনযাপন উপভোগ করতে পারবেন। বেশি বেতন এবং বিলাসবহুল লাইফস্টাইল দেশটিতে যেতে বাঙালি প্রবাসীদের একপ্রকার বাধ্য করে থাকে।
আলবেনিয়া ভালো বেতনে কাজের অফুরন্ত সুযোগ রয়েছে। দেশটিতে যেতে আগ্রহীরা অবশ্যই আলবেনিয়া বেতন কত আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন। এছাড়া আরও জানতে হবে আলবেনিয়া কোন কোন কাজের চাহিদা বেশি ইত্যাদি।
আলবেনিয়া বেতন কত?
এখন অবধি আলবেনিয়া দেশটি ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেন দেশের অন্তর্ভুক্ত হয়নি। যার কারণে তুলনামূলক অন্যান্য ইউরোপীয় দেশের চেয়ে বেতন কম। তবে জীবনযাপনের খরচও মাসিক আয়ের বেশি নয়।
প্রতি মাসে আয়ের বিপরীতে একটি স্ট্যান্ডার্ড খরচ মেইনটেইন করতে পারবেন। বর্তমানে আলবেনিয়া গড় মাসিক বেতন প্রায় ৯৫ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা। দেশটিতে যাওয়ার পর কাজের অভিজ্ঞতা হলে বেতন বৃদ্ধি পাবে।
নতুন অবস্থায় আলবেনিয়া বেতন কম হয়ে থাকে। তাছাড়া শিক্ষাগত যোগ্যতা ও কাজের ধরনের উপর নির্ভর করে আলবেনিয়া বেতন কত হবে সেটা টা পরিবর্তিত হতে পারে।
কাজের ক্যাটাগরি | মাসিক বেতন (টাকা) |
---|---|
কনস্ট্রাকশন শ্রমিক | ৬০,০০০-৯০,০০০ |
ড্রাইভিং | ৮০,০০০-১,২০,০০০ |
ফ্যাক্টরি জব | ৫০,০০০-৮০,০০০ |
হোটেল ও রেস্টুরেন্ট কর্মী | ৫০,০০০-১,০০,০০০ |
ইলেকট্রিশিয়ান | ৬০,০০০-১,০০,০০০ |
মেকানিক | ৭০,০০০-১,২০,০০০ |
আলবেনিয়া সর্বনিম্ন বেতন কত?
বর্তমানে আলবেনিয়া সর্বনিম্ন বেতন প্রায় ৩৪৩.২০ ডলার। যা বাংলাদেশী টাকায় রূপান্তর করলে প্রায় ৪০ হাজার টাকা হবে। এই দেশের কর্মীদের সপ্তাহে ৪০ ঘন্টা বেসিক ডিউটি পালন করতে হয়।
প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কর্মদিবস থাকে। ইউরোপের এই দেশটিতে কর্মীরা প্রতি সপ্তাহে সর্বোচ্চ ৮ ঘন্টা এবং প্রতিবছরে ২০০ ঘন্টা ওভারটাইম কাজ করতে পারে। ওভারটাইম কাজ করলে বেসিক কর্মঘন্টার চেয়ে ২৫% মজুরি বেশি পাবে।
আলবেনিয়া কোন কাজের চাহিদা বেশি?
আলবেনিয়া এখন বাংলাদেশী কর্মীদের জন্য নতুন কর্মের দিগন্ত উন্মোচন করেছে। ঐতিহ্যবাহী কারখানা ও শপিং মলের চাকরির পাশাপাশি, ফুড প্যাকিং, নির্মাণ, পরিচ্ছন্নতা, পাইপ ফিটিং এবং ড্রাইভিংয়ের মতো ক্ষেত্রে দক্ষ বাংলাদেশীদের চাহিদা দিন দিন বাড়ছে।
তবে সবচেয়ে আকর্ষণীয় হলো আলবেনিয়ার হোটেল ও রেস্টুরেন্ট শিল্পে কাজের সুযোগ। এই শিল্পে দক্ষ কর্মীদের জন্য আকর্ষণীয় বেতন, বোনাস এবং দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ রয়েছে। বর্তমানে অনেকেই এই শিল্পে সফলভাবে কর্মরত।
লেখকের পরামর্শ
কাজের ভিসা নিয়ে আলবেনিয়া যেতে আগ্রহীদের আলবেনিয়া বেতন কত জানতে হবে। এছাড়া আলবেনিয়া যেতে কত টাকা লাগে, কোন কাজের চাহিদা বেশি ইত্যাদি বিষয়ে সঠিক ধারণা রাখতে হবে। ভিসা প্রসেসিং করার পূর্বে অভিজ্ঞ কোন প্রবাসীর সহযোগিতা নিবেন।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info