বাংলাদেশ থেকে অনেকে স্বপ্নের দেশ আমেরিকা যেতে চায়। আমেরিকা যেতে আগ্রহীদের মনে একটা প্রশ্ন থাকে যে বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত টাকা লাগে। আমেরিকাকে বিশ্বের অর্থনৈতিক ও প্রশাসনিক শক্তির উৎস হিসেবে বিবেচনা করা হয়।
বাংলাদেশে বসবাসকারীরা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে স্বপ্নের দেশ আমেরিকায় যায়। যেমন: পড়াশোনা, চাকরি, বিজনেস এবং ভ্রমণ ইত্যাদি। উন্নত এই দেশটিতে কাজের সুযোগ ও বেতন অনেক বেশি হয়ে থাকে।
যেকোনো ধরনের ভিসা নিয়ে আমেরিকা যেতে আগ্রহীদের বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত টাকা লাগে জানতে হবে। এছাড়া আমেরিকা ভিসা প্রসেসিং, ভিসা আবেদন ফি, যেতে কত সময় লাগে ইত্যাদি বিষয়ে সঠিক ধারণা রাখতে হবে।
আমেরিকা ভিসা প্রসেসিং করার নিয়ম
আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতা থাকলে উদ্দেশ্য অনুযায়ী ভিসা ক্যাটাগরি নির্বাচন করতে হবে। অনলাইনে DS-160 ফর্ম পূরণ করতে হবে। ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিসা আবেদন ফি পরিশোধ করতে হবে।
ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমেরিকার দূতাবাসে নির্ধারিত কোন তারিখে সাক্ষাৎকার দিতে হবে। ইন্টারভিউ বোর্ডে ভ্রমণের উদ্দেশ্য ও আমেরিকায় অবস্থান সম্পর্কে কিছু প্রশ্ন করা হয়। সাক্ষাৎকার দেওয়ার পরে ভিসা অনুমোদনের ফলাফল জানিয়ে দেওয়া হয়।
কেউ চাইলে বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আমেরিকা ভিসা প্রসেসিং করতে পারে। এক্ষেত্রে এজেন্সিকে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এজেন্সি নির্দিষ্ট পরিমাণ ফি নিয়ে ভিসা আবেদনকারীর পক্ষ হয়ে যাবতীয় কাজ সম্পাদন করে থাকে।
আমেরিকা যেতে কত টাকা লাগে?
বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার খরচ ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। পরিচিত আত্মীয়-স্বজনের মাধ্যমে আমেরিকা গেলে খরচ কম লাগে। তবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমেরিকা ভিসা প্রসেসিং করিয়ে গেলে খরচ বেশি লাগে।
বর্তমানে বাংলাদেশ থেকে আমেরিকা যেতে প্রায় ১৫ লাখ টাকা থেকে ৩০ লাখ টাকা লাগে। তবে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে তুলনামূলক খরচ কম হয়ে থাকে। এই খরচের ভেতর যাবতীয় খরচ অন্তর্ভুক্ত রয়েছে।
যেমন: পাসপোর্ট, ভিসা আবেদন ফি, এজেন্সি ফি, ফ্লাইট বুকিং, মেডিকেল রিপোর্ট ফি, পুলিশ ভেরিফিকেশন খরচ, ইংরেজি দক্ষতার সার্টিফিকেট ইত্যাদি।
আমেরিকার ভিসা ফি কত?
আমেরিকার ভিসা ফি ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশ থেকে ইউএসএ স্টুডেন্ট ভিসার আবেদন ফি ১৪ হাজার টাকা। আমেরিকা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন ফি ১৭ হাজার টাকা।
ইউএসএ টুরিস্ট ভিসা আবেদন ফি ১৪ হাজার টাকা। ইউএসএ মেডিকেল ভিসা আবেদন ফি ১৪ হাজার টাকা।
আমেরিকা যেতে কত সময় লাগে?
বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইটে আমেরিকা যাওয়া যায় না। প্রথমে বাংলাদেশ থেকে ফ্লাইটে করে দুবাই শহরে যেতে হয়। তারপর দুবাই থেকে আমেরিকা যেতে হয়।
বাংলাদেশ থেকে বিমানে আমেরিকা যেতে প্রায় ২৫ ঘণ্টা থেকে ৩৫ ঘণ্টা সময় লাগে। তবে বাংলাদেশ থেকে জাহাজে করে আমেরিকা যেতে প্রায় ৩৫ দিন থেকে ৪৫ দিন সময় লাগে।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info