কানাডা পৃথিবীর অন্যতম একটি উন্নত ও বৃহৎ অর্থনীতির দেশ। দেশটিতে অনেকে কানাডা জব ভিসা নিয়ে যেতে চায়। বিশাল অর্থনীতির কারণে দেশটিতে কাজের ব্যাপক সুযোগ রয়েছ।
কর্মী সংকটের কারণে দেশটির সরকার প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে কানাডা জব ভিসার মাধ্যমে কর্মী নিয়োগ দিয়ে থাকে। উন্নত দেশ হওয়ায় কানাডায় উচ্চ বেতনে চাকরি করা যায়।
জীবনযাত্রার ব্যয় এবং মান পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। একারণে অনেকে কানাডা জব ভিসা নিয়ে যেতে আগ্রহী। এজন্য অবশ্যই কানাডা জব ভিসা আবেদন, কানাডা জব ভিসা খরচ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
কানাডা জব ভিসা আবেদন প্রক্রিয়া
কানাডা জব ভিসা পাওয়ার জন্য আবেদন করতে হয়। এজন্য কানাডা জব ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিতে হবে। নিজে নিজে জব ভিসার আবেদন করতে না চাইলে এজেন্সির মাধ্যমে কানাডা জব ভিসা প্রসেসিং করা যায়।
এক্ষেত্রে কানাডা জব ভিসা খরচ অনেক বেশি হয়। আবেদন করার অনলাইনে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেগুলোতে একাউন্ট তৈরি করে কানাডা জব ভিসার আবেদন করা যায়।
Jobbank নামক কানাডার ওয়েবসাইটে ভিজিট করে একটি একাউন্ট তৈরি করতে হবে। উক্ত ওয়েবসাইটে একাউন্ট তৈরি সম্পন্ন করার পর জব সার্চ করতে হয়।
দক্ষতা, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী উপযুক্ত জব খুঁজে পাওয়ার পর উক্ত জবে আবেদন করতে হয়। “how to apply” লেখায় ক্লিক দিয়ে জবের জন্য আবেদন করতে হয়। আবেদন করার সময় প্রয়োজনীয় সকল তথ্য অবশ্যই সঠিক দিতে হবে।
কানাডা জব ভিসার আবেদন করার জন্য অবশ্যই কানাডা ভিসা আবেদন ফরম সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। জব ভিসার আবেদন সরাসরি কানাডার দূতাবাসে গিয়েও করা যায়।
আবেদন করার পর সাক্ষাৎকার দিতে হবে। তারপর জানতে পারবেন কানাডা জব ভিসা অনুমোদন পেয়েছেন কিনা।
আরও পড়ুন: কানাডা ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায়
কানাডা জব ভিসা প্রসেসিং করতে কি কি লাগে?
কানাডা জব ভিসা প্রসেসিং করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের প্রয়োজন হবে। এছাড়া জব ভিসা আবেদনকারীর কানাডা যাওয়ার যোগ্যতা থাকা আবশ্যক। কানাডা জব ভিসার জন্য আবেদন করতে যা যা লাগে:
- পাসপোর্ট
- পুলিশ ক্লিয়ারেন্স
- মেডিকেল সনদ
- ভোটার আইডি কার্ড
- জব অফার লেটার
- ব্যাংক স্টেটমেন্ট
- অভিজ্ঞতার প্রমাণ
- দক্ষতার প্রমাণ
- একাডেমিক সার্টিফিকেট
- ন্যূনতম আইইএলটিএস স্কোর
- কানাডা ভিসা এপ্লিকেশন ফর্ম
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ
আরও পড়ুন: কানাডায় সর্বনিম্ন বেতন কত
কানাডা জব ভিসা খরচ
কানাডা জব ভিসার খরচ ভিসার মেয়াদের উপর নির্ভর করে। কানাডা জব ভিসার সাধারণত ১ থেকে ৩ বছর মেয়াদ থাকে। জব ভিসার খরচের মধ্যে আবেদনকারীর সকল ধরনের খরচ অন্তর্ভুক্ত রয়েছে। যেমন: কানাডা জব ভিসা ফি, এজেন্সি ফি, পাসপোর্ট তৈরি এবং অন্যান্য খরচ।
বর্তমানে বাংলাদেশ থেকে কানাডা জব ভিসা নিয়ে যেতে আনুমানিক ৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা খরচ হয়। এটা প্রকৃত খরচ নয়। কারণ প্রকৃত খরচ অনেক কম হয়ে থাকে।
নিজে নিজে ভিসার সবকিছু প্রসেসিং করলে প্রকৃত খরচে কানাডা যাওয়া সম্ভব। কানাডা জব ভিসা প্রসেসিং করতে প্রকৃত খরচ হয় ৫০ হাজার টাকা। কিন্তু দালাল কিংবা বিভিন্ন এজেন্সির সহযোগিতা প্রসেসিং করলে খরচ কয়েক লক্ষ টাকা হয়ে থাকে।
আরও পড়ুন: কানাডায় কোন কাজের চাহিদা বেশি
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info