কানাডা লেবার ভিসা হলো এক ধরনের কাজের ভিসা। এই ভিসাকে অনেকে কানাডা শ্রমিক ভিসা বলে থাকে। যেকোনো ধরনের শ্রমিক হিসেবে কানাডা যেতে আগ্রহীদের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়া উচিত।
তাহলে কানাডা শ্রমিক ভিসা প্রসেসিং সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন। কানাডা একটি উন্নত দেশ এবং বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ রয়েছে। এজন্য অনেক মানুষ কানাডায় লেবার ভিসা নিয়ে যেতে এত আগ্রহী।
অধিক বেতন, উন্নত জীবনযাপনের মান ও স্থায়ী হওয়ার সুযোগ ইত্যাদি কারণে মানুষ কানাডা লেবার ভিসা নিয়ে যেতে চায়। আপনিও যেতে আগ্রহী হলে কানাডা শ্রমিক ভিসা সম্পর্কে সবকিছু বিস্তারিত জেনে নিন।
কানাডা শ্রমিক ভিসা আবেদন প্রক্রিয়া
কানাডা শ্রমিক ভিসা পাওয়ার জন্য আবেদন করা লাগে। আবেদনকারী চাইলে অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারে। তবে সরাসরি কানাডার দূতাবাসে গিয়েও কানাডা শ্রমিক ভিসা আবেদন করা যায়।
কেউ চাইলে বিশ্বস্ত এজেন্সির সহযোগিতা নিয়ে কানাডা শ্রমিক ভিসা প্রসেসিং করতে পারে। শ্রমিক ভিসার আবেদন করার জন্য কিছু আলাদা কাগজপত্র লাগে।একজন অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা নিয়ে কানাডা শ্রমিক ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
এছাড়া এজেন্সির সহযোগিতা নিলে সম্পূর্ণ ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে দেয়। এক্ষেত্রে এজেন্সিকে বড় এমাউন্টের টাকা ফি প্রদান করা লাগে। এভাবে কানাডা লেবার ভিসা প্রসেসিং করতে হয়।
আরও পড়ুন: সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়
কানাডা শ্রমিক ভিসা আবেদন করতে কি কি লাগে?
কানাডা শ্রমিক ভিসার আবেদন করতে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস লাগে। শ্রমিক ভিসা আবেদনকারীদের অবশ্যই কানাডা যাওয়ার যোগ্যতা থাকা লাগে। কানাডা শ্রমিক ভিসা আবেদন করতে যা যা লাগে:
- পাসপোর্ট
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
- ভোটার আইডি কার্ডের কপি
- বৈবাহিক সনদ
- LMIA
- একাডেমিক সার্টিফিকেট
- জব অফার লেটার
- দুই বছরের কাজের অভিজ্ঞতার প্রমাণ
- মেডিকেল পরীক্ষার সার্টিফিকেট
- পুলিশ ক্লিয়ারেন্স
- সিভি
- ইংরেজি ভাষায় দক্ষতা (যদি লাগে)
আরও পড়ুন: কানাডা যাওয়ার এজেন্সি
কানাডা শ্রমিকদের সর্বনিম্ন বেতন কত?
কানাডায় শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারিত রয়েছে। বৈধ প্রবাসী শ্রমিকদের সর্বনিম্ন বেতন প্রদানে দেশটির সরকার বাধ্য। তবে অবৈধ শ্রমিকদের সর্বনিম্ন বেতন কম হতে পারে। বর্তমানে কানাডার শ্রমিকদের সর্বনিম্ন বেতন প্রায় ৩ লক্ষ ৩০ হাজার টাকা।
এটি যেকোনো ধরনের কাজের জন্য প্রযোজ্য হবে। সাধারণত সর্বনিম্ন বেতন কাঠামোর চেয়ে প্রবাসী শ্রমিকরা অনেক বেশি টাকা উপার্জন করে থাকে। এই ইনকাম কাজের ক্যাটাগরি অনুযায়ী আলাদা হয়ে থাকে।
আরও পড়ুন: কানাডায় কোন কাজের চাহিদা বেশি
কানাডা শ্রমিক ভিসা খরচ কত?
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা অনেক ধরনের রয়েছে। এর মধ্যে অন্যতম একটি হলো কানাডা শ্রমিক ভিসা। কানাডা শ্রমিক ভিসার অফিসিয়াল খরচ ১৫৫ ডলার হয়ে থাকে। বাংলাদেশি টাকায় রূপান্তর করলে হয় প্রায় ২০ হাজার টাকা।
নিজে নিজে শ্রমিক ভিসা প্রসেসিং করা যায় ন্যূনতম অফিসিয়াল খরচে কানাডা যাওয়া যায়। তবে এজেন্সির মাধ্যমে কানাডা শ্রমিক ভিসা প্রসেসিং করলে শ্রমিক ভিসার খরচ ৫ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা হয়ে থাকে। এই টাকার পরিমাণ এজেন্সি অনুযায়ী আলাদা হয়ে থাকে।
আরও পড়ুন: কানাডা ড্রাইভিং ভিসা বেতন কত
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info