অনেকে কানাডায় স্টুডেন্ট কিংবা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে আগ্রহী। এজন্য ইন্টারনেটে কানাডায় সর্বনিম্ন বেতন কত লিখে সার্চ করে থাকে। কানাডা পড়াশোনা কিংবা কাজের জন্য পৃথিবীর অন্যতম সেরা একটি দেশ। দেশটি উন্নত হওয়ায় সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারিত রয়েছে এবং বেতন বাংলাদেশের চেয়ে অনেক গুণ বেশি।
কাজের জন্য কানাডা যেতে আগ্রহীদের কানাডায় সর্বনিম্ন বেতন কত হয় সেটা সম্পর্কে আনুমানিক একটা ধারণা রাখা দরকার। কারণ দেশটিতে যাওয়ার আগে কানাডার আয় ও ব্যয় সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা উচিত। এজন্য অবশ্যই কানাডায় সর্বনিম্ন বেতন কত হয় জানতে হবে।
কানাডায় সর্বনিম্ন বেতন কত?
কানাডায় অনেকগুলো প্রদেশ রয়েছে। প্রদেশ অনুযায়ী কানাডায় সর্বনিম্ন বেতন প্রতি ঘন্টা আলাদা হয়ে থাকে। বর্তমানে কানাডায় সর্বনিম্ন বেতন প্রতি ঘন্টা ১৭.৩০ মার্কিন ডলার।
দেশটির কর্মীরা প্রতিদিন ৮ ঘন্টা ডিউটি পালন করে থাকে। সেই হিসেবে বর্তমানে মাসে কানাডায় সর্বনিম্ন বেতন হয় ৩ লক্ষ ৩০ হাজার টাকা। এটা কানাডায় যেকোনো ধরনের কাজের ন্যূনতম বেতন কাঠামো হবে।।
ওভারটাইম ডিউটি করলে বেতন আরো অনেক বেশি পাওয়া যাবে। দেশটির নাগরিকদের মাসিক গড় বেতন অনেক বেশি। তবে স্টুডেন্ট ও প্রবাসী শ্রমিকেরা একটু কম বেতন পেয়ে থাকে।
আরও পড়ুন: কানাডা যাওয়ার খরচ কত
কানাডা কাজের বেতন কত?
কানাডায় বিভিন্ন ধরনের কাজ রয়েছে। কাজের ক্যাটাগরি অনুযায়ী কানাডা কাজের বেতন কত হবে সেটা আলাদা হয়ে থাকে। যেমন: ড্রাইভিং পেশার বেতনের কোন নির্দিষ্ট লিমিট নেই। যত কাজ করবেন তত বেতন পাবেন। কানাডার নাগরিকদের গড় মাসিক বেতন প্রায় ৫৪০৪ ডলার।
যা বাংলাদেশী টাকায় রূপান্তর করলে দাঁড়াবে ৬ লক্ষ ৪৩ হাজার টাকা। কাজের ক্যাটাগরি অনুযায়ী কানাডা কাজের বেতন আনুমানিক প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা থেকে ৭ লক্ষ টাকা হয়ে থাকে। তবে কানাডায় সর্বনিম্ন বেতন কত সেটা কাজের ক্যাটাগরি অনুযায়ী একই থাকে।
আরও পড়ুন: কানাডা ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায়
কানাডা ড্রাইভিং ভিসা বেতন কত?
কানাডায় বিভিন্ন ধরনের ড্রাইভিং পেশা রয়েছে। যেমন: ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, ডেলিভারি ম্যান, উইবার ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার ইত্যাদি। এসব ড্রাইভিং ক্যাটাগরি অনুযায়ী কানাডা ড্রাইভিং ভিসা বেতন আলাদা হয়ে থাকে। কাজের ধরন অনুযায়ী বর্তমানে কানাডা ড্রাইভিং ভিসা বেতন আনুমানিক প্রায় ৪ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা হয়ে থাকে।
ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করলে প্রতি মাসে আরো বেশি উপার্জন করা সম্ভব। একজন ফুড ডেলিভারি ম্যান কানাডায় প্রতিমাসে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে সক্ষম।
আরও পড়ুন: সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়
কানাডা কৃষি কাজের বেতন কত?
কানাডায় কৃষি শ্রমিকদের বেতন অনেক বেশি হয়ে থাকে। এরা প্রতি ঘন্টায় গড়ে ৩০ ডলারের বেশি ইনকাম করে থাকে। তবে প্রবাসী শ্রমিকদের কৃষি কাজের বেতন এত বেশি দেয় না। একজন বৈধ কানাডিয়ান প্রবাসী হলে প্রতি মাসে কৃষি কাজ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা যায়।
বর্তমানে কানাডার কৃষি কাজের বেতন ন্যূনতম ৫ লক্ষ থেকে সর্বোচ্চ ৭ লক্ষ টাকা হয়ে থাকে। কঠোর পরিশ্রম করলে প্রতি মাসে ৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব। কারণ কানাডার আবাসন খরচ অনেক বেশি। এজন্যই কানাডায় সর্বনিম্ন বেতন কত হয় জানার এত আগ্রহ।
আরও পড়ুন: কানাডা যাওয়ার যোগ্যতা
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info
I want to go to canada
বিশ্বস্ত এজেন্সির সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে পরিচিত অভিজ্ঞ মানুষের সহযোগিতা নিন। আমরা কোন ধরনের ভিসা প্রসেসিং করি না। পাঠকদের শুধু গাইডলাইন দিয়ে থাকি। ধন্যবাদ!
কানাডা থেকে কন্টাক্ট ম্যারেজ করলে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে কতদিন সময় লাগে
যদি কেউ বৈধভাবে বিবাহ করে, তবে স্পাউস স্পন্সরশিপের মাধ্যমে পার্মানেন্ট রেসিডেন্সি (PR) পেতে সাধারণত ১২-২৪ মাস সময় লাগে।