কানাডায় কোন কাজের চাহিদা বেশি ২০২৫

কানাডা ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করার পূর্বে কানাডায় কোন কাজের চাহিদা বেশি জেনে রাখা দরকার। কানাডা পৃথিবীর অন্যতম একটি বড় এবং শিল্প উন্নত রাষ্ট্র।  দেশটিতে বিভিন্ন শিল্পে কাজের সুযোগ রয়েছে। বিশাল অর্থনীতির এই দেশটিতে প্রায় সব ধরনের কাজের সুযোগ এবং প্রায় সমান চাহিদা রয়েছে।

তবে কিছু কাজের চাহিদা বেশি রয়েছে। কানাডায় কোন কাজের চাহিদা বেশি জানার জন্য এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে। কানাডায় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে আগ্রহীদের জন্য এই আর্টিকেলটি অনেক বেশি উপকারী হবে।

কানাডায় কোন কাজের চাহিদা বেশি?

কানাডায় বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে। বাঙালি প্রবাসীরা সাধারণত দক্ষতা নির্ভর কাজ করে থাকে। তবে অনেকে যোগ্যতা নির্ভর কাজও করে থাকে। কানাডায় কোন কাজের চাহিদা বেশি নিম্নে উল্লেখ করা হলো:

  • ট্রাক ড্রাইভার
  • ফুড ডেলিভারি ম্যান
  • ড্রাইভিং
  • ওয়েল্ডার
  • কনস্ট্রাকশন
  • ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান
  • কার্পেন্টার
  • প্লাম্বার
  • ফার্ম ওয়ার্কার
  • নার্স
  • প্রজেক্ট ম্যানেজার
  • ফার্মেসি টেকনিশিয়ান
  • ডেটা এনালিস্ট
  • ট্রাক শ্রমিক

কানাডা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার আগে উপরে উল্লেখিত যেকোনো এক বা একাধিক কাজে দক্ষতা অর্জন করে অভিজ্ঞ হয়ে যাবেন। কাজ শিখে দেশটিতে গেলে কাজের অভাব হবে না। ভালো দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে কানাডায় গিয়ে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।

আরও পড়ুন: কানাডা ওয়ার্ক পারমিট ভিসা

কানাডায় কোন কাজের বেতন বেশি?

কানাডা অভিবাসীদের মধ্যে প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। দেশটি চাকরির সুযোগ, মানসম্পন্ন শিক্ষা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং নিরাপত্তার কারণে এই জনপ্রিয়তা অর্জন করেছে।

কানাডার শ্রমশক্তি জরিপ অনুসারে, বেকারতার হার প্রায় ৫%, যা অভিবাসীদের জন্য একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যত নির্দেশ করে থাকে। কানাডায় কোন কাজের বেতন বেশি নিম্নে উল্লেখ করা হলো:

ক্রমিক নম্বরপেশাগড় বাৎসরিক বেতন (ডলার)
সার্জেন৩,২৫,০২০
ডেন্টিস্ট১,৭৫,১৪৯
ফিজিশিয়ান২,৬৪,৭৩৯
আইনজীবী১,০০,১৩০
মনোরোগ বিশেষজ্ঞ৩,১৪,৬৬১
আইটি ম্যানেজার৯০,৫৬৬
মার্কেটিং ম্যানেজার৭১,৮২৮
সেলস ম্যানেজার৮৩,৫৯৮
পাইলট১,১১,৩০০
১০পেট্রোলিয়াম ম্যানেজার১,০১,০৯৬
১১চক্ষু চিকিৎসক১,০৯,১৭২
১২স্থপতি৯০,৩১৫
১৩হৃদরোগ বিশেষজ্ঞ৩,০০,৮২৮

আরও পড়ুন: কানাডায় সর্বনিম্ন বেতন কত

কানাডায় সর্বোচ্চ বেতন কত?

কানাডায় সর্বোচ্চ বেতন ২৭,০৮৫ ডলার। এই বেতন পায় সার্জেন চিকিৎসকেরা। প্রতিবছর তাদের গড় বাৎসরিক বেতন হয়ে থাকে ৩ লক্ষ ২৫ হাজার ২০ ডলার। বাংলাদেশী টাকায় কানাডায় সর্বোচ্চ বেতন প্রায় ৩২ লক্ষ ২০ হাজার টাকা।

প্রতিমাসে একজন সার্জেন চিকিৎসক এই টাকা উপার্জন করে থাকে। কানাডায় যেতে চাইলে অবশ্যই জেনে নিবেন কানাডায় কোন কাজের চাহিদা বেশি হয়।

আরও পড়ুন: সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়

কানাডায় ক্লিনারের বেতন কত

একজন ক্লিনার কানাডায় প্রতি ঘন্টায় ১৭ ডলার ইনকাম করে থাকে। অনভিজ্ঞ ক্লিনার কানাডায় কম বেতন পায় এবং অভিজ্ঞ ক্লিনার বেশি বেতন পেয়ে থাকে। প্রদেশ অনুযায়ী ক্লিনারদের বেতন কম বেশি হয়ে থাকে।

বর্তমানে কানাডায় ক্লিনারদের বেতন প্রায় ৫ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা হয়ে থাকে। কানাডায় যেতে আগ্রহীদের কানাডায় কোন কাজের চাহিদা বেশি জানা অত্যাবশ্যক।

আরও পড়ুন: কানাডা যাওয়ার খরচ কত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top