কানাডা যাওয়ার যোগ্যতা থাকলে সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় জেনে দেশটিতে পাড়ি জমানো সম্ভব। আপনি কি কানাডা যেতে আগ্রহী? কানাডা যাওয়ার এজেন্সি ও যোগ্যতা নিয়ে বিস্তারিত এই আর্টিকেলটি লেখা হয়েছে।
এছাড়া কানাডা যেতে কত পয়েন্ট লাগে, কত বয়স লাগে ইত্যাদি সবকিছু জানতে পারবেন। কানাডা যেতে আগ্রহীদের কানাডা যাওয়ার যোগ্যতা অর্জন করতে হয়। দেশটিতে যাওয়ার যোগ্যতা না থাকলে কানাডা যাওয়ার এজেন্সি আপনাকে পাঠাতে পারবে না।
এজন্য আপনাকে কানাডা যাওয়ার যোগ্যতা, এজেন্সি, আইইএলটিএস কত পয়েন্ট লাগে, আবেদনকারীর কত বয়স লাগে ইত্যাদি প্রশ্নের সঠিক উত্তর জানতে হবে।
কানাডা যাওয়ার যোগ্যতা
অনেকে শুধু সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় জেনে থাকে। কিন্তু, কানাডা যাওয়ার যোগ্যতা সম্পর্কে ধারণা রাখে না। এজন্য স্বপ্নের দেশটিতে যেতে ব্যর্থ হয়। কানাডা যাওয়ার উপায় জানার আগে অবশ্যই কানাডা যোগ্যতা সম্পর্কে অবগত থাকতে হবে।
উন্নত এই দেশটির ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করতে হবে। নতুবা কানাডা ভিসার আবেদন করে ব্যর্থ হবেন। কানাডা যাওয়ার যোগ্যতা ভিসা কানাডা ক্যাটাগরি অনুযায়ী কিছুটা আলাদা হয়ে থাকে।
কানাডা ভিসা আবেদন করার জন্য নিম্নে উল্লেখিত যোগ্যতাসমূহ আবেদনকারীদের মধ্যে থাকতে হবে:
- বৈধ পাসপোর্ট
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
- পুলিশ ক্লিয়ারেন্স
- মেডিকেল সার্টিফিকেট
- করোনা ভ্যাকসিন সার্টিফিকেট (যদি লাগে)
- ফাইনান্সিয়াল সলভেন্সি ডকুমেন্ট (ব্যাংক স্টেটমেন্ট)
- জন্ম নিবন্ধন/ভোটার আইডি কার্ড
- একাডেমিক সার্টিফিকেট
- একাডেমিক পরীক্ষার ট্রান্সক্রিপ্ট
- এলএমআইএ নাম্বার (ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে)
- জব অফার লেটার (ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে)
- হোটেল বুকিং (টুরিস্ট ভিসার ক্ষেত্রে)
- ট্রাভেল রেকর্ড (টুরিস্ট ভিসার ক্ষেত্রে)
- ন্যূনতম আইইএলটিএস স্কোর
- স্কিল সার্টিফিকেট (ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে)
- ওয়ার্ক এক্সপেরিয়েন্স ডকুমেন্ট (ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে)
- আবেদনকারীর ন্যূনতম বয়স
কানাডা যেতে কত ielts পয়েন্ট লাগে?
কানাডা যেতে স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা আবেদনকারীদের ন্যূনতম আইইএলটিএস স্কোর ৬.০ থাকতে হবে। প্রত্যেক ব্যান্ডে ন্যূনতম স্কোর ৫.৫ থাকতে হবে। অর্থাৎ লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং এ ন্যূনতম ৫.৫ পয়েন্ট পেতে হবে।
আর মোটের উপর স্কোর ৬.০ থাকলে স্টুডেন্ট ও ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করা যায়। কানাডায় ভিজিটর ভিসা নিয়ে যেটা আগ্রহীদের ক্ষেত্রেও এই ন্যূনতম পয়েন্ট লাগবে।
আরও পড়ুন: কানাডা যাওয়ার খরচ কত
কানাডা যেতে কত বয়স লাগে?
কানাডা ভিজিটর ভিসা ও স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য আবেদনকারীদের নূন্যতম বয়স ১৮ বছর হতে হবে। কানাডা ওয়ার্ক পারমিট ভিসা আবেদনকারীদের নূন্যতম বয়স ১৮ বছর থেকে ৩৫ বছর হলে ভালো হয়।
বিজনেস ভিসা পাওয়ার ক্ষেত্রে ভিসা আবেদনকারীদের বয়স ২৫ থেকে ৩৫ বছর হলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে মনে রাখবেন, কানাডার অভিবাসী হওয়ার নির্দিষ্ট কোন বয়সসীমা নেই।
আরও পড়ুন: কানাডা ওয়ার্ক পারমিট ভিসা
কানাডা যাওয়ার এজেন্সি
বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার অনেক এজেন্সি রয়েছে। নিচের টেবিলে কানাডা যাওয়ার কয়েকটি এজেন্সির নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে। অবশ্যই নিজ দায়িত্বে এজেন্সির সাথে ভিসা চুক্তি করবেন। কারণ ভিসা নিয়ে প্রতারণা অহরহ ঘটছে।
আমাদের টিম অনলাইন থেকে কানাডা যাওয়ার এজেন্সির তথ্য সংগ্রহ করেছে। তাই এজেন্সির সাথে কোন ধরনের প্রতারণা সংগঠিত হলে আমরা দায়ী থাকবো না।
ক্রমিক নং | এজেন্সির নাম | ঠিকানা |
---|---|---|
১ | কানাডা ভিসা প্রসেসিং সেন্টার | ১১৬ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ১২০৫ |
২ | ওয়েস্টফোর্ড ইমিগ্রেশন সার্ভিসেস | হাউস নং ১৫, রোড নং ০৭, ঢাকা ১২১২ |
৩ | লেগাটো ইমিগ্রেশন অ্যান্ড ভিসা কনসাল্ট্যান্টস (LIVC) | এপ্ট# বি২, সুপার নোভা, হাউস# ১০৭, ১২১৩ রোড নং ১৩, ঢাকা ১২১৩ |
৪ | স্টাডি ইন কানাডা এডমিশন সেন্টার | ৯৯, ঢাকা ট্রেড সেন্টার, করিমন বাজার, লেভেল -১৩, ঢাকা ১২১৫ |
৫ | স্কোশিয়া কন্সাল্ট্যান্টস | হাউস নং-৪০, কনকর্ড রয়েল কোর্ট, ৪র্থ ফ্লোর, রোড নং-১৬ নতুন, ২৭ পুরাতন, ধানমন্ডি র/এ, ঢাকা ১২০৯ |
আরও পড়ুন: কানাডায় সর্বনিম্ন বেতন কত
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info