বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে ইউরোপের দেশ সাইপ্রাস যেতে আগ্রহীদের সাইপ্রাসের বর্তমান অবস্থা ২০২৫ সম্পর্কে জানতে হবে। সাইপ্রাস নামে দুই ধরনের দেশ রয়েছে। যথা: গ্রিক সাইপ্রাস ও তুর্কি সাইপ্রাস।
গ্রিক সাইপ্রাস ইউরোপের নন-সেনজেন একটি দেশ। তুর্কি সাইপ্রাস ইউরোপের দেশ নয়। তুর্কি সাইপ্রাসের চেয়ে গ্রিক সাইপ্রাস কাজের বেতন বেশি হয়ে থাকে। সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে আগ্রহীদের সাইপ্রাসের বর্তমান অবস্থা ২০২৫ সর্বশেষ আপডেট খবর জানতে হবে।
সাইপ্রাসের বর্তমান অবস্থা ২০২৫
ইউরোপের দেশ সাইপ্রাসের বর্তমান অবস্থা খুব বেশি ভালো নয়। ইউরোপীয় ইউনিয়নের সবগুলো দেশের মধ্যে সবচেয়ে বেশি অভিবাসী রয়েছে এই দেশে। তাই লেবানন থেকে যাওয়া অভিবাসীদের আশ্রয় দেওয়া বন্ধ করেছে দেশটির সরকার।
সাইপ্রাস সরকার অনিয়মিত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে, অনেক অভিবাসীকে ফেরত পাঠিয়েছে।
আরও পড়ুন: সাইপ্রাস বেতন কত
তুর্কি সাইপ্রাসের বর্তমান অবস্থা ২০২৫
বাংলাদেশ থেকে তুর্কি সাইপ্রাস সরাসরি ফ্লাইটে যাওয়া যায় না। প্রথমে বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে তুরস্ক, তুরস্ক থেকে তুর্কি সাইপ্রাস যেতে হয়। অনেক সময় দুবাই ভিসা বন্ধ থাকার কারণে সাইপ্রাস যাওয়া যায় না।
নর্থ সাইপ্রাস সাধারণত তুর্কি সাইপ্রাস হিসেবে পরিচিত। এটি তুরস্কের অধীনে থাকা একটি দেশ। এই দেশের মুদ্রার নাম লিরা। এই দেশে কাজের বেতন প্রতি বছর দুইবার বৃদ্ধি করা হয়।
বর্তমান তুর্কি সাইপ্রাস কাজের ভিসা চালু রয়েছে। কোন কারণে যদি দুবাই ভিজিট ভিসা বন্ধ হয়ে যায়, তবে তুর্কি সাইপ্রাস যেতে পারবেন না। এজন্য তুর্কি সাইপ্রাস যেতে আগ্রহীদের দুবাই ভিসা কবে খুলবে সর্বশেষ তথ্য জানতে হবে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগ দেশ উত্তর সাইপ্রাসকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই। শুধুমাত্র তুরস্ক একে স্বীকৃতি দিয়েছে। তুরস্কের উপর উত্তর সাইপ্রাসের অর্থনীতি অনেকটা নির্ভরশীল। পর্যটন এবং কৃষি হলো তাদের প্রধান অর্থনৈতিক খাত।
আরও পড়ুন: সাইপ্রাস যেতে কত টাকা লাগে
গ্রিক সাইপ্রাসের বর্তমান অবস্থা ২০২৫
গ্রিক সাইপ্রাসকে বিশ্বের বেশিরভাগ দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই দেশের অর্থনীতি মূলত পর্যটন ও কৃষি খাতের উপর নির্ভরশীল। বর্তমান গ্রিক সাইপ্রাসের কাজের ভিসা চালু রয়েছে।
এই দেশের ভিসা পর্যটকের উপর নির্ভর করে প্রসেসিং করে থাকে। পর্যটন সেক্টরে চাহিদা বাড়লে কাজের ভিসা দ্রুত প্রসেসিং করা হয়। অন্যথায়, ভিসা প্রসেসিং হতে দেরি হয়। সার্বিকভাবে বিবেচনা করলে দেখা যায়, গ্রিক সাইপ্রাসের চেয়ে তুর্কি সাইপ্রাসের বর্তমান অবস্থা ভালো।
আরও পড়ুন: সাইপ্রাস যাওয়ার উপায়
FAQs
তুর্কি সাইপ্রাস মুদ্রার নাম কি?
তুর্কি সাইপ্রাস মুদ্রার নাম হলো লিরা।
গ্রিক সাইপ্রাস মুদ্রার নাম কি?
গ্রিক সাইপ্রাস মুদ্রার নাম হলো ইউরো। কারণ এটি ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত একটি দেশ।
নর্থ সাইপ্রাস বেতন কত?
নর্থ সাইপ্রাস কাজের বেতন প্রায় ৬০ হাজার টাকা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা।
তুর্কি সাইপ্রাস টাকার মান কত?
বর্তমানে তুর্কি সাইপ্রাসের ১ লিরা সমান বাংলাদেশের ৩.৪৪ টাকা।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info