ডেনমার্ক স্টুডেন্ট ভিসা ২০২৫ (যোগ্যতা, প্রসেসিং, খরচ)

অনেকে ডেনমার্ক স্টুডেন্ট ভিসা নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাচ্ছে। এজন্য অবশ্যই ডেনমার্ক স্টুডেন্ট ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। আপনি যদি ডেনমার্কে পড়াশোনা করার স্বপ্ন দেখে থাকেন তবে এই আর্টিকেলটি আপনার জন্য।

ডেনমার্ক উত্তর ইউরোপের একটি দেশ। দেশটি হাজারো দ্বীপের সমন্বয়ে গঠিত। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের শিক্ষা প্রদান করে থাকে। দেশটিতে গেলে পড়াশোনার পাশাপাশি পার্টটাইম জব করার সুযোগ রয়েছে।

এজন্য অবশ্যই ডেনমার্ক স্টুডেন্ট ভিসা আবশ্যক। এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে ডেনমার্ক স্টুডেন্ট ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। এছাড়া ডেনমার্ক স্টুডেন্ট ভিসা খরচ ও যোগ্যতা সম্পর্কে জানতে পারবেন।

ডেনমার্ক স্টুডেন্ট ভিসা প্রসেসিং

ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের সেনজেন দেশ। এটি পৃথিবীর অন্যতম সুখী দেশ হিসেবে পরিচিত। স্নাতক সম্পন্ন করার পর নির্দিষ্ট সময় পর্যন্ত দেশটিতে কাজ করার সুযোগ রয়েছে। স্বপ্নের এই দেশটিতে যাওয়ার জন্য অবশ্যই স্টুডেন্ট ভিসা আবশ্যক।

স্টুডেন্ট ভিসা পেতে হলে আপনাকে ভিসা আবেদন করতে হবে। পাশাপাশি স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা থাকা লাগবে। স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিজে নিজে ডেনমার্ক স্টুডেন্ট ভিসা প্রসেসিং করা যায়।

তবে আপনি চাইলে বিশ্বস্ত এজেন্সির শরণাপন্ন হতে পারেন। নিজে নিজে ভিসা প্রসেসিং করতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ডেনিশ দূতাবাসের ওয়েবসাইটে অনলাইনে ভিসার জন্য আবেদন করতে হবে।

অনলাইনে ভিসার জন্য আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র আপলোড দিতে হবে। অনলাইনে ডুয়েল কারেন্সি পেমেন্ট করে ভিসা ফি পরিশোধ করতে হবে। আবেদন করার পর নির্ধারিত তারিখে সাক্ষাৎকার দিতে হবে।

ভিসা প্রসেসিং হতে কয়েক মাস সময় লাগতে পারে। এভাবে খুব সহজে ডেনমার্ক স্টুডেন্ট ভিসা প্রসেসিং করতে পারবেন।

ডেনমার্ক স্টুডেন্ট ভিসা যোগ্যতা

ডেনমার্ক নিম্ন ভূমির দেশ। দেশটির আবহাওয়া নাতিশীতোষ্ণ। ডেনমার্ক স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য নিম্নে উল্লেখিত যোগ্যতা থাকা আবশ্যক:

  • পাসপোর্ট
  • একাডেমিক সার্টিফিকেট
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • ন্যূনতম আইইএলটিএস স্কোর ৭
  • পাসপোর্ট সাইজের ছবি
  • বিশ্ববিদ্যালয়ে ভর্তির লেটার
  • ফাইন্যান্সিয়াল সলভেন্সি ডকুমেন্ট (ব্যাংক স্টেটমেন্ট)
  • স্বাস্থ্য বীমা
  • পুলিশ ক্লিয়ারেন্স
  • মেডিকেল সার্টিফিকেট

ডেনমার্ক স্টুডেন্ট ভিসা খরচ

উচ্চশিক্ষার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে ইউরোপের এই দেশটিতে অসংখ্য শিক্ষার্থী পাড়ি জমাচ্ছে। বিশ্বের অন্যতম সুখী দেশটির শিক্ষা ব্যবস্থা ও উন্নত জীবনযাপন মান শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয়। স্টুডেন্ট ভিসা নিয়ে দেশটিতে যাওয়ার আগে ডেনমার্ক স্টুডেন্ট ভিসা খরচ সম্পর্কে ধারণা রাখতে হবে।

বর্তমানে স্টুডেন্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ডেনমার্কে যেতে প্রায় ৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা খরচ হয়ে থাকে। নিজে নিজে ভিসা প্রসেসিং করলে অনেক কম টাকা লাগে। ডেনমার্কে বিশ্ববিদ্যালয়ে ভর্তির টিউশন ফি ভিসা আবেদন করার আগে পরিশোধ করতে হয়।

সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় অনুযায়ী টিউশন ফি ৪ হাজার ইউরো থেকে ১০ হাজার ইউরো হয়ে থাকে।যেটা প্রতিবছর অগ্রিম পরিশোধ করতে হয়। ডেনমার্ক স্টুডেন্ট ভিসার মোট খরচ (ভিসা প্রসেসিং + টিউশন ফি) ৫ লক্ষ  থেকে ১০ লক্ষ টাকা হয়ে থাকে।

তাছাড়া আলাদা করে ব্যাংক ব্যালেন্স প্রদর্শন করতে হয়। সেটার পরিমাণ ৮ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top