বাংলাদেশ থেকে অনেকে ভিজিট ভিসা কিংবা কাজের ভিসা নিয়ে মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতে যেতে চায়। যদিও দুবাই এটি সংযুক্ত আরব আমিরাতের একটি ঝলমলে উন্নত শহর। তবে বেশিরভাগ বাংলাদেশী এই শহরকে দেশ মনে করে থাকে।
বাংলাদেশ থেকে মরুভূমির এই শহরে যেতে আগ্রহীদের দুবাই ভিসা কবে খুলবে ২০২৫ জানতে হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে যেকোনো সময়ে যেকোনো দেশ ভিসা নীতি পরিবর্তন করে থাকে। এজন্য দুবাই ভিসা কবে খুলবে সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে হবে।
দুবাই ভিসা কবে খুলবে ২০২৫
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ক ভিসা বাংলাদেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে সাম্প্রতিক এক ইতিবাচক অগ্রগতির মধ্য দিয়ে সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে দুবাই ভিজিট ভিসা।
২০২৫ সালের ৪ মে থেকে দুবাই ভিজিট ভিসা বাংলাদেশিদের জন্য শর্তসাপেক্ষে পুনরায় চালু হয়েছে। ভিসা প্রসেসিংয়ের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিসা আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ করছে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে ভ্রমণ ও ব্যক্তিগত উদ্দেশ্যে সফরের ক্ষেত্রগুলোতে এক নতুন সুযোগের দ্বার খুলে দেবে। যদিও ওয়ার্ক ভিসা এখনও বন্ধ, তবুও সীমিত পরিসরে ভিজিট ভিসা চালুর এ সিদ্ধান্ত অনেকের জন্য আশার আলো হয়ে এসেছে।
আরও পড়ুন: দুবাই যেতে কত টাকা লাগে
দুবাই ভিজিট ভিসা কবে খুলবে ২০২৫
দীর্ঘ অপেক্ষার পর ২০২৫ সালের মে মাসে দুবাই টুরিস্ট ভিসা সীমিত পরিসরে চালু করা হয়েছে। তবে এখনো এই ভিসা পুরোপুরি উন্মুক্ত নয়, অর্থাৎ সব শ্রেণির আবেদনকারীকে স্বাভাবিক নিয়মে ভিসা প্রদান করা হচ্ছে না। দুবাই ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতিদিন গড়ে মাত্র ৫০টি ভিসা আবেদন প্রক্রিয়াকরণ করা হচ্ছে।
এই সীমিত পরিসরে ভিসা দেওয়ার কারণে প্রতিযোগিতা যেমন বেশি, তেমনি আবেদনপত্রের নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো তথ্যভিত্তিক ভুল কিংবা অসম্পূর্ণ কাগজপত্রের কারণে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
তাই আবেদনকারীদের প্রতি পরামর্শ থাকবে—ভিসার জন্য আবেদনের পূর্বে প্রয়োজনীয় সব ডকুমেন্ট নির্ভুলভাবে প্রস্তুত করুন এবং অভিজ্ঞ ও বিশ্বস্ত এজেন্সির সহায়তা নিন।
আরও পড়ুন: দুবাই যেতে কত বছর বয়স লাগে
দুবাই ভিসা ২০২৫ আজকের খবর
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান গন্তব্য দুবাইয়ে কাজের ভিসা (ওয়ার্ক পারমিট) বাংলাদেশি নাগরিকদের জন্য পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে কেউ চাইলে এখনই দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে পারছেন না।
এই পরিস্থিতি কর্মসংস্থানের খোঁজে দুবাইমুখী অসংখ্য বাংলাদেশির জন্য হতাশার হলেও, চলতি বছরেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠছে। সংশ্লিষ্ট মহল ধারণা করছে, শ্রমবাজারের চাহিদা ও দ্বিপাক্ষিক আলোচনার অগ্রগতির প্রেক্ষাপটে ২০২৫ সালের মধ্যেই দুবাইয়ের ওয়ার্ক ভিসা আবার চালু হতে পারে।
আরও পড়ুন: দুবাই সর্বনিম্ন বেতন কত
লেখকের পরামর্শ
বাংলাদেশ থেকে দুবাই যেতে আগ্রহীদের দুবাই ভিসা কবে খুলবে ২০২৫ সর্বশেষ আপডেট তথ্য জানতে হবে। তবে ভিসা বিষয়ক যেকোনো সিদ্ধান্ত ও নীতিমালায় হঠাৎ পরিবর্তন আসতে পারে। তাই সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্য জানার জন্য অভিবাসনপ্রত্যাশী ব্যক্তিদের প্রতি অনুরোধ থাকবে—বিশ্বস্ত এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন অথবা সরাসরি দুবাই ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
আরও পড়ুন: দুবাই কোম্পানি ভিসা বেতন কত
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info
দুকানের ভিসা
Tecnisiyan