ইউরোপ পৃথিবীর অন্যতম একটি উন্নত মহাদেশ। ইউরোপের দেশগুলোতে যাওয়ার আগে আগ্রহীরা ইন্টারনেটে ইউরোপের কোন দেশে বেতন বেশি পাওয়া যায় জানতে চায়।
উন্নত মহাদেশ হওয়া সত্বেও এই মহাদেশে উচ্চ, মধ্যম ও নিম্ন আয়ের দেশ রয়েছে। এজন্য ইউরোপের কোন দেশে বেতন বেশি জানা দরকার।
কারণ উক্ত দেশে যেতে পারলে সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যাবে। পাশাপাশি আপনাকে ইউরোপে কোন কাজের চাহিদা বেশি জানতে হবে।
ইউরোপের কোন দেশে বেতন বেশি ২০২৬
ইউরোপে পৃথিবীর সমৃদ্ধ মহাদেশ। উন্নত জীবনযাপনের আশায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউরোপের দেশগুলোতে লোকজন যায়। যাদের গন্তব্য ইউরোপ তাদের অবশ্যই ইউরোপের কোন দেশে বেতন বেশি জানতে হবে।
নিচের টেবিলে ইউরোপের যেসব দেশের বেতন বেশি সেসব দেশের প্রতি মাসের সর্বনিম্ন ও গড় বেতনের পরিমাণ উল্লেখ করা হয়েছে।
টেবিলটি পড়লে ইউরোপের যে দেশের বেতন বেশি জানতে পারবেন। পাশাপাশি আরো কিছু ইউরোপের বেশি বেতনের দেশের নাম জানতে পারবেন।
| সিরিয়াল | দেশের নাম | সর্বনিম্ন বেতন | গড় বেতন |
|---|---|---|---|
| ১ | লুক্সেমবার্গ | ২,৭০৩+ ইউরো | ৬,০০০ ইউরো |
| ২ | আয়ারল্যান্ড | ২,২৭২ ইউরো | ৩,৬৮৩ ইউরো |
| ৩ | নেদারল্যান্ডস | ২,২০০+ ইউরো | ৩,৬৬৬ ইউরো |
| ৪ | জার্মানি | ২,২২৪ ইউরো | ৩,৫০০ ইউরো |
| ৫ | বেলজিয়াম | ২,১১১ ইউরো | ২২০২ ইউরো |
| ৬ | ফ্রান্স | ১,৮২৩ ইউরো | ৪,০০০ ইউরো |
আরও পড়ুন: ইউরোপ ভিসা আবেদন করার নিয়ম
ইউরোপের সর্বনিম্ন বেতন কত ২০২৬
ইউরোপ মহাদেশে উচ্চ বেতনের দেশের পাশাপাশি রয়েছে নিম্ন বেতনের দেশ। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বেতন রয়েছে এমন দুটি দেশ হলো বুলগেরিয়া ও হাঙ্গেরি।
নিম্ন আয়ের দেশগুলোতে গেলে অভিবাসীরা অনেক কম টাকা বেতন পেয়ে থাকে। দক্ষতা, অভিজ্ঞতা ও ভাষা দক্ষতার অভাবে বেশিরভাগ প্রবাসীরা অল্প বেতনে কাজ করতে বাধ্য হয়।
নিচের দেশগুলোতে গেলে আপনি সর্বনিম্ন বেতনের চেয়ে কিছু টাকা বেশি ইনকাম করতে পারবেন। বর্তমানে ইউরোপের সর্বনিম্ন বেতন ৫৫০ ইউরো।
| ক্রমিক নম্বর | দেশের নাম | সর্বনিম্ন বেতন |
|---|---|---|
| ১ | বুলগেরিয়া | ৫৫০ ইউরো |
| ২ | হাঙ্গেরি | ৭০০ ইউরো |
| ৩ | লাটভিয়া | ৭৪০ ইউরো |
| ৪ | রোমানিয়া | ৮০০ ইউরো |
| ৫ | স্লোভাকিয়া | ৮১০ ইউরো |
আরও পড়ুন: সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায়
ইউরোপে কোন কাজের চাহিদা বেশি ২০২৬
ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে। কিছু সাধারণ দক্ষতাভিত্তিক কাজ রয়েছে যেগুলোর চাহিদা ইউরোপের প্রতিটি দেশে রয়েছে।
আপনি যদি চাহিদাসম্পন্ন একাধিক কাজের উপর দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে ইউরোপে আপনার কাজের অভাব হবে না।
যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপে ইউরোপে যেতে চান তাদের অবশ্যই জানতে হবে ইউরোপে কোন কাজের চাহিদা বেশি। ইউরোপে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এমন কিছু কাজের তালিকা নিম্নে উল্লেখ করা হলো:
- প্লাম্বার
- ওয়েল্ডার
- ইলেকট্রিশিয়ান
- ড্রাইভিং
- ফুড ডেলিভারি ম্যান
- কনস্ট্রাকশন শ্রমিক
- ওয়েটার
- ক্লিনার
আরও পড়ুন: ইউরোপ যেতে কত টাকা লাগে
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info

Jasim 181120@gmail.com