অনেকেই ইউরোপের ধনী দেশের তালিকা সম্পর্কে জানতে চেয়েছে। ইউরোপ পৃথিবীর অন্যতম একটি উন্নত মহাদেশ। এই মহাদেশে ধনী দেশের পাশাপাশি রয়েছে গরিব দেশ।
এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে ইউরোপের ধনী দেশের তালিকা ও ইউরোপের গরীব দেশের তালিকা সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন।
ইউরোপের ধনী দেশের তালিকা
নিম্নোক্ত টেবিলে মাথাপিছু জিডিপি অনুসারে ইউরোপের সেরা দশটি ধনী দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশগুলো সাধারণত উন্নত মানের চিকিৎসা সেবা, উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, উন্নত মানের নিরাপত্তা ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক অংশগ্রহণ, উচ্চ শিক্ষার হার, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ইত্যাদি কারণে ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে।
নিম্নে সর্বোচ্চ ধনী থেকে ধারাবাহিকভাবে ক্রম অনুযায়ী তালিকা তৈরি করা হলো। প্রতিটি দেশের মাথাপিছু জিডিপির পরিমাণ অনুযায়ী ক্রমিক নম্বর তৈরি করা হয়েছে।
ক্রমিক নম্বর | দেশের নাম |
---|---|
১ | লুক্সেমবার্গ |
২ | আয়ারল্যান্ড |
৩ | সুইজারল্যান্ড |
৪ | নরওয়ে |
৫ | সান মারিনো |
৬ | ডেনমার্ক |
৭ | আইসল্যান্ড |
৮ | নেদারল্যান্ডস |
৯ | ফিনল্যান্ড |
১০ | জার্মানি |
আরও পড়ুন: সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায়
ইউরোপের গরিব দেশের তালিকা
ইউরোপ মহাদেশে ধনী দেশের পাশাপাশি রয়েছে কিছু গরিব দেশ যেগুলো প্রতিনিয়ত দারিদ্র্যের সাথে লড়াই করে এগিয়ে চলছে। দেশগুলোতে দারিদ্র্যের হার বেশি। জীবনযাত্রার মান অনেক কম। শিক্ষার হার কম। নাগরিকদের মাথাপিছু আয় কম।
ইউরোপের এই দেশগুলো গরিব হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী যুদ্ধ, দুর্বল অর্থনীতি, ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি ইত্যাদি। চলুন দেখে নেই ইউরোপের গরিব দেশের তালিকা।
নিম্নোক্ত টেবিলটি দেশগুলোর নাগরিকদের মাথাপিছু জিডিপির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
ক্রমিক নম্বর | দেশের নাম |
---|---|
১ | মলদোভা |
২ | ইউক্রেন |
৩ | কসোভো |
৪ | জর্জিয়া |
৫ | আলবেনিয়া |
৬ | উত্তর মেসিডোনিয়া |
৭ | বসনিয়া ও হার্জেগোভিনা |
৮ | মন্টিনিগ্রো |
৯ | সার্বিয়া |
১০ | তুরস্ক |
আরও পড়ুন: ইউরোপের কোন দেশে বেতন বেশি
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info