ইউরোপ পৃথিবীর উন্নত ও জনপ্রিয় একটি মহাদেশ।শেনজেন ইউরোপের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক ও অর্থনৈতিক অঞ্চল। শেনজেন অঞ্চলের সদস্য রাষ্ট্রের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।
এজন্য ইউরোপ যেতে আগ্রহীদের ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে নিতে হবে। এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে সেনজেন ভুক্ত দেশ সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে পারবেন।
ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা ২০২৫
বর্তমানে ইউরোপের সেনজেন ভুক্ত দেশ মোট ২৯টি রয়েছে। ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা জানার পর সেনজেন দেশের সুবিধা কি জেনে রাখবেন।
ইউরোপে যেতে আগ্রহীদের সেনজেন ভুক্ত দেশ সম্পর্কে সর্বশেষ আপডেট ইনফরমেশন জানতে হবে। কারণ সেনজেন ভুক্ত দেশে গেলে বিভিন্ন ধরনের সুবিধা পাবেন যা নন-সেনজেন ভুক্ত দেশে গেলে পাবেন না।
সিরিয়াল নম্বর | দেশের নাম |
---|---|
১ | ফ্রান্স |
২ | বেলজিয়াম |
৩ | চেক রিপাবলিক |
৪ | ডেনমার্ক |
৫ | এস্তোনিয়া |
৬ | ফিনল্যান্ড |
৭ | অস্ট্রিয়া |
৮ | জার্মানি |
৯ | গ্রিস |
১০ | হাঙ্গেরি |
১১ | আইসল্যান্ড |
১২ | সুইডেন |
১৩ | লাটভিয়া |
১৪ | লিয়েসথেন্সটাইন |
১৫ | লিথুনিয়া |
১৬ | লুক্সেমবার্গ |
১৭ | মালটা |
১৮ | নেদারল্যান্ডস |
১৯ | স্পেন |
২০ | পোল্যান্ড |
২১ | পর্তুগাল |
২২ | স্লোভেকিয়া |
২৩ | স্লোভেনিয়া |
২৪ | নরওয়ে |
২৫ | ইতালি |
২৬ | সুইজারল্যান্ড |
২৭ | রোমানিয়া |
২৮ | বুলগেরিয়া |
২৯ | ক্রোয়েশিয়া |
আরও পড়ুন: ইউরোপ যেতে কত টাকা লাগে
সেনজেন দেশের সুবিধা কি?
বর্তমানে সেনজেন ভুক্ত ২৯টি দেশ রয়েছে। সেনজেন দেশের নাগরিকরা মুক্তভাবে সেনজেন ভুক্ত যে কোন দেশে ভ্রমণ, কাজ, বাণিজ্য এবং বসবাস করতে পারে। তবে সেনজেন ভিসাধারীরা সেনজেন ভুক্ত দেশে ভিসা কিংবা পাসপোর্ট ছাড়াই ৯০ দিন অবস্থান করতে পারে।
আরও পড়ুন: ইউরোপের সর্বনিম্ন বেতন কত
সেনজেন ভুক্ত সর্বশেষ দেশ
সর্বশেষ রোমানিয়া ও বুলগেরিয়া সেনজেন দেশের অন্তর্ভুক্ত হয়েছে। এই দুটি দেশ ২০২৫ সালে পুরোপুরি সেনজেন ভুক্ত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে আংশিকভাবে দেশ দুটি সেনজেনভুক্ত হয়েছিল। তার আগে ক্রোয়েশিয়া যেটি ২০২৩ সালে সেনজেন সদস্য পদ লাভ করেছে।
আরও পড়ুন: সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায়
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info
l am going to jerman /I am poor man.
Please help me..
এজেন্সির সাথে যোগাযোগ করুন।