উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে অনেকে পৃথিবীর অন্যতম সেরা মহাদেশ ইউরোপের বিভিন্ন দেশে যেতে চায়। এই মহাদেশে যেতে আগ্রহীদের অবশ্যই সরকারি ভাবে ইউরোপ যাওয়ার উপায় জেনে নিতে হবে। তারপর ইউরোপ ভিসা আবেদন সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে।
ইউরোপে যাওয়ার সহজ উপায় না জানার কারণে অনেকে ভুল পথে স্বপ্নের এই মহাদেশের বিভিন্ন দেশে পাড়ি জামানের চেষ্টা করে থাকে। অবৈধভাবে যাওয়ার কারণে অধিকাংশ মানুষ মাঝপথে গিয়ে বিপদে পড়ে থাকে। এজন্য আপনাকে সরকারি ভাবে ইউরোপ যাওয়ার উপায় সম্পর্কে জানতে হবে।
তারপর আপনাকে ইউরোপ ভিসা আবেদন সম্পন্ন করতে হবে। ইউরোপ ভিসা প্রসেসিং সম্পর্কে সঠিক গাইডলাইন পেতে চাইলে এই আর্টিকেলটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে প্রতিটি লাইন পড়ুন।
সরকারি ভাবে ইউরোপ যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে মানুষ পাড়ি জমাচ্ছে। তবে বেশিরভাগ মানুষ সরকারি ভাবে ইউরোপ যাওয়ার উপায় না জানার কারণে অবৈধভাবে যাচ্ছে। অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে গেলে আপনাকে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে হবে।
এজন্য আপনাকে সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায় সম্পর্কে জানতে হবে। বাংলাদেশ থেকে সরকারিভাবে ইউরোপ যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো স্টুডেন্ট ভিসা। যদি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আদর্শ রেজাল্ট নিয়ে পাস করে বের হতে পারেন তাহলে ইউরোপের বিভিন্ন দেশে স্কলারশিপ নিয়ে যেতে পারবেন।
স্টুডেন্ট ভিসা পেতে অবশ্যই ইউরোপের যেকোনো বিশ্ববিদ্যালয়ের অফার লেটার লাগবে। তাছাড়া ওয়ার্ক পারমিট ভিসা ও টুরিস্ট ভিসা নিয়ে এই মহাদেশের বিভিন্ন দেশে যাওয়া যায়। ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য অবশ্যই জব অফার লেটার লাগবে।
আর টুরিস্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার ভ্রমণের ইতিহাস থাকা লাগবে। উপরের তিনটি ক্যাটাগরিতে ইউরোপের বিভিন্ন দেশে যেতে অবশ্যই ফাইনান্সিয়াল সলভেন্সি থাকা আবশ্যক।
ইউরোপে যাওয়ার সহজ উপায় জানার পর অবশ্যই চেষ্টা করবেন সেনজেন দেশের তালিকা জেনে যে কোন একটি দেশে যাওয়ার। এজন্য অবশ্য আপনাকে ইউরোপ ভিসা আবেদন সম্পর্কে জানতে হবে।
আরও পড়ুন: ইউরোপের সর্বনিম্ন বেতন কত
ইউরোপ ভিসা আবেদন ২০২৫
ইউরোপে যেতে ইউরোপ ভিসা আবেদন করতে হয়। পৃথিবীর অন্যতম একটি বড় ও ঐতিহ্য সমৃদ্ধ মহাদেশ ইউরোপ। এই মহাদেশটিতে প্রায় ৫০টি দেশ রয়েছে।
দেশগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা: সেনজেন ও নন সেনজেন দেশ। সেনজেন দেশের অন্তর্ভুক্ত রয়েছে প্রায় ২৮টি দেশ। এসব দেশের জন্য সেনজেন ভিসা রয়েছে।
তবে আপনি চাইলে সেনজেনের যে কোন দেশে নির্দিষ্টভাবে জাতীয় ভিসার মাধ্যমে যেতে পারবেন। বিভিন্ন এজেন্সির মাধ্যমে ইউরোপ ভিসা প্রসেসিং করা যায়। আপনি চাইলে নিজে নিজে আবেদন করতে পারবেন।
কাজের ভিসা নিয়ে ইউরোপে যেতে চাইলে অবশ্যই সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে যেতে হবে। অন্যদিকে স্টুডেন্ট ও টুরিস্ট ভিসা নিয়ে যেতে চাইলে আপনি বিভিন্ন ধরনের বিশ্বস্ত এজেন্সির সহযোগিতা নিতে পারেন। ইউরোপ ভিসা প্রসেসিং করতে যেসব ডকুমেন্ট প্রয়োজন:
- লিগ্যাল পাসপোর্ট
- জব অফার লেটার (ওয়ার্ক পারমিট ভিসা)
- অফার লেটার (স্টুডেন্ট ভিসা)
- সমৃদ্ধ ভ্রমণ ইতিহাস (টুরিস্ট ভিসা)
- মেডিকেল সনদ
- পুলিশ ক্লিয়ারেন্স
- কাজের অভিজ্ঞতার প্রমাণ (ওয়ার্ক পারমিট ভিসা)
- স্কিল সার্টিফিকেট (ওয়ার্ক পারমিট ভিসা)
- ভোটার আইডি কার্ড
- ফাইন্যান্সিয়াল সলভেন্সি ডকুমেন্ট
- একাডেমিক সার্টিফিকেট
- ভাষা দক্ষতার সার্টিফিকেট (যদি লাগে)
আরও পড়ুন: ইউরোপের কোন দেশে বেতন বেশি
ইউরোপের কোন কোন দেশের ভিসা চালু আছে ২০২৫
ইউরোপ মহাদেশে প্রায় ৫০টি দেশ রয়েছে। ২৮টি দেশ সেনজেনভুক্ত। ইউরোপের অধিকাংশ দেশের দূতাবাস বাংলাদেশে নেই। এজন্য আপনাকে জানতে হবে বাংলাদেশ থেকে ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়।
কারণ বাংলাদেশ থেকে ইউরোপের সবগুলো দেশে আপনি যেতে পারবেন না। ইউরোপের কোন কোন দেশের ভিসা চালু আছে তা নিম্নে উল্লেখ করা হলো:
- স্লোভাকিয়া
- সার্বিয়া
- সান মেরিনো
- রোমানিয়া
- পর্তুগাল
- পোল্যান্ড
- নরওয়ে
- উত্তর মেসিডোনিয়া
- নেদারল্যান্ড
- মন্টিনিগ্রো
- মাল্টা
- মোনাকো
- লুক্সেমবার্গ
- ইতালি
- গ্রিস
- জার্মানি
- আয়ারল্যান্ড
- আইসল্যান্ড
- বুলগেরিয়া
- বেলজিয়াম
- অস্ট্রিয়া
- ফ্রান্স
- হাঙ্গেরি
- আলবেনিয়া
- রাশিয়া
- সাইপ্রাস
- ডেনমার্ক ইত্যাদি
- ফিনল্যান্ড
আরও পড়ুন: ইউরোপে কোন কাজের চাহিদা বেশি
ইউরোপ যেতে বয়স কত লাগে?
ইউরোপ যেতে কত বয়স লাগে সেটা ভিসা ক্যাটাগরি অনুযায়ী তারতম্য হতে পারে। ইউরোপের বিভিন্ন দেশে কাজের ভিসা নিয়ে যেতে আবেদনকারীদের ন্যূনতম বয়স ২১ বছর হলে সবচেয়ে ভালো হয়।
বিভিন্ন দেশের কন্ডিশন অনুযায়ী ইউরোপে কাজের ভিসা নিয়ে যেতে বয়সের সীমা ২১ থেকে ৫৫ বছর। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের সীমা নেই। টুরিস্ট ভিসার ক্ষেত্রে কারো বয়স যদি ১৮ বছরের কম হয় তাহলে অবশ্যই একজন অভিভাবককে সঙ্গে নিয়ে যেতে হবে।
আরও পড়ুন: ইউরোপ যেতে কত টাকা লাগে
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info
MD. SALIM
Father:- FUZLUL KARIM
MST CHATARA BEGUM
Address- RAM NARAYANPUR.WARD NO-06.CHATKHIL.KALYAN.NAGAR-3870.NOAKHALI
CONTACT- MANJUMA AKHTER
Relationship Address- TNT COLONY AGRABAD.
DOUBLE MOORING.CHITTAGONG.
BANGLADESH
POST OFFICE-4100
CHATTOGRA
Itali
বিশ্বস্ত এজেন্সির সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে পরিচিত অভিজ্ঞ মানুষের সহযোগিতা নিন। আমরা কোন ধরনের ভিসা প্রসেসিং করি না। পাঠকদের শুধু গাইডলাইন দিয়ে থাকি। ধন্যবাদ!
Serbia or Russia
Any one help me for r8 information plz or r8 way.
বিশ্বস্ত এজেন্সির সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে পরিচিত অভিজ্ঞ মানুষের সহযোগিতা নিন। আমরা কোন ধরনের ভিসা প্রসেসিং করি না। পাঠকদের শুধু গাইডলাইন দিয়ে থাকি। ধন্যবাদ! আমাদের টেলিগ্রাম চ্যানেল: https://t.me/+icyOuiY4RIg5NGI1