ইউরোপের যে কোন দেশে যাওয়ার পূর্বে ইউরোপ যেতে কত টাকা লাগে জানতে হবে। বর্তমানে ইউরোপে স্বাধীন ৫০ টি রাষ্ট্র রয়েছে। ব্যয়ের ভিত্তিতে ইউরোপে তিন ধরনের দেশ রয়েছে।
উচ্চ ব্যয়ের দেশ, মধ্যম ব্যয়ের দেশ এবং নিম্ন ব্যয়ের দেশ। এগুলোকে যথাক্রমে পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ ও মধ্য ইউরোপ নামে অভিহিত করা হয়েছে। বাংলাদেশ থেকে পশ্চিম ইউরোপের দেশগুলোতে যেতে সবচেয়ে বেশি টাকা লাগে।
তারপর মধ্য ইউরোপের দেশ এবং সর্বশেষ অবস্থানে রয়েছে পূর্ব ইউরোপের দেশগুলো। পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ইতালি, স্পেন, জার্মানি, ফ্রান্স ইত্যাদি দেশ।
মধ্য ইউরোপের দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড ইত্যাদি দেশ। পূর্ব ইউরোপের দেশগুলো হলো বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, লিথুনিয়া, পোল্যান্ড, রোমানিয়া ইত্যাদি দেশ।
ইউরোপে স্টুডেন্ট, ভিজিট এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে আগ্রহীদের অবশ্যই জানতে হবে ইউরোপ যেতে কত টাকা লাগে। ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে জানা থাকলে কেউ ঠকাতে পারবে না। কারণ দালালেরা হর-হামেশা প্রতারণা করে থাকে।
ইউরোপ যেতে কত টাকা লাগে?
ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে সেটা কেউ আপনাকে হুবহু সঠিকভাবে বলতে পারবে না। নিচের টেবিলটি পড়লে ইউরোপ যেতে কত টাকা লাগে সেটা সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন।
ইউরোপ মহাদেশের দেশগুলোর জীবনযাত্রার মান, শিক্ষার মান, স্বাস্থ্যসেবার মান এবং কাজের বেতন উচ্চ মানের হয়ে থাকে। তিন ধরনের ভিসা ক্যাটাগরিতে ইউরোপে যাওয়ার খরচ কত নিচের টেবিলে উল্লেখ করা হলো:
ইউরোপের অংশ | স্টুডেন্ট ভিসা | টুরিস্ট ভিসা | কাজের ভিসা |
---|---|---|---|
পূর্ব ইউরোপ | ৩-৭ লাখ | ৩.৫-৭ লাখ | ৫-১০ লাখ |
পশ্চিম ইউরোপ | ১০-২০ লাখ | ৮-১০ লাখ | ১০-২০ লাখ |
মধ্য ইউরোপ | ৫-১০ লাখ | ৪-৬ লাখ | ১০-১৫ লাখ |
ইউরোপের ভিসা খরচ বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভরশীল। উপরের টেবিল থেকে আনুমানিক একটি ধারণা পেতে পারেন। একেবারে সঠিক তথ্য পেতে আপনাকে কাঙ্খিত দেশের প্রবাসীদের কাছ থেকে তথ্য নিতে হবে। তবে ইউরোপে যাওয়ার প্রকৃত ভিসা খরচ অনেক কম।
আরও পড়ুন: ইউরোপের কোন দেশে বেতন বেশি
কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়?
ইউরোপের ভিসা খরচ তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে। যার কারণে মানুষ ইন্টারনেটে কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায় লিখে সার্চ করে থাকে।
কম টাকা খরচ করে ইউরোপের বেশ কয়েকটি দেশে যেতে পারবেন। যেমন: রোমানিয়া, ফ্রান্স, মালটা, পর্তুগাল, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড ইত্যাদি। তাছাড়া পূর্ব ইউরোপের দেশগুলোতে যেতে তুলনামূলক অনেক খরচ কম হয়।
তবে একটা সাধারণ কথা মনে রাখবেন, যেসব দেশে যেতে খরচ কম সেসব দেশে আপনি ইনকামের সুযোগও কম পাবেন। অর্থাৎ উক্ত দেশে কাজের বেতন কম হবে।
আরও পড়ুন: সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায়
ইউরোপের কোন দেশের ভিসা পাওয়া সহজ?
ইউরোপে যেতে আগ্রহীদের অবশ্যই ইউরোপের সেনজেন ও নন সেনজেন দেশের তালিকা সম্পর্কে অবগত থাকতে হবে। কারণ সেনজেন ভিসা পেলে প্রায় ২৮ টি দেশে অবাধে ভ্রমণ করতে পারবেন।
ইউরোপের সহজে ভিসা পাওয়া যায় এমন কিছু সেনজেন দেশের তালিকা নিচে দেওয়া হলো:
- ফিনল্যান্ড
- আয়ারল্যান্ড
- লিথুনিয়া
- লাতভিয়া
- স্লোভাকিয়া
উপরোক্ত দেশগুলোর ভিসা সহজে পাওয়া যায়। কারণ দেশগুলোর ভিসা অনুমোদনের হার বেশি। স্টুডেন্ট, টুরিস্ট ও কাজের ভিসার জন্য আবেদন করলে খুব সহজে ভিসা পেয়ে যাবেন। তারপর ইউরোপের নতুন জীবন উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন: ইউরোপ ভিসা আবেদন করার নিয়ম
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info