ফিনল্যান্ড কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহীদের অনেকেরই ফিনল্যান্ড বেতন কত হয় ধারণা নেই। ফিনল্যান্ড ইউরোপের উন্নত এবং শান্তিপ্রিয় একটি দেশ। দেশটি শিল্প প্রধান হওয়ায় কাজের বেতন বেশি হয়ে থাকে।
শ্রমিক সংকটের কারণে প্রতিবছর দেশটির সরকার বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ করে থাকে। ফিনল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা ও স্টুডেন্ট ভিসা নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে হয়।
এজন্য ইউরোপের এই দেশটিতে যেতে আগ্রহীদের ফিনল্যান্ড বেতন কত সঠিক ধারণা রাখতে হয়। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে ফিনল্যান্ড বেতন কত, কোন কাজের চাহিদা বেশি, নাগরিকত্ব পাওয়ার উপায় ইত্যাদি বিষয়ে সঠিক তথ্য জানতে পারবেন।
ফিনল্যান্ড বেতন কত?
ফিনল্যান্ড ইউরোপের উন্নত দেশ। ইউরোপের এই দেশটির অর্থনীতি শিল্প খাতের উপর নির্ভরশীল। শিল্প প্রধান দেশ হওয়ার কারণে শ্রমিকদের বেতন অনেক বেশি হয়ে থাকে।
কাজের ভিসা ও স্টুডেন্ট ভিসা নিয়ে ফিনল্যান্ডে যেতে আগ্রহীদের ফিনল্যান্ড বেতন কত জানতে হয়। কাজের ক্যাটাগরি, কর্মীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার উপর নির্ভর করে ফিনল্যান্ড কাজের বেতন আলাদা হয়ে থাকে।
বর্তমান ফিনল্যান্ড কাজের বেতন প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা হয়ে থাকে। কাজের অভিজ্ঞতা বাড়লে ধীরে ধীরে বেতন বেশি হবে। ড্রাইভিং ও প্লাম্বিং কাজ করে দেশটিতে বেশি টাকা ইনকাম করতে পারবেন।
ফিনল্যান্ড সর্বনিম্ন বেতন কত?
ইউরোপের উন্নত ছোট একটি দেশ ফিনল্যান্ড। দেশটি ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত হওয়ায় সরকার কর্তৃক কাজের সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারিত রয়েছে। যেকোনো কাজের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন কাঠামো প্রযোজ্য।
বর্তমান ফিনল্যান্ড সর্বনিম্ন বেতন প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা। দেশটিতে কর্মীদের দৈনিক ন্যূনতম ৮ ঘন্টা বেসিক পালন করতে হয়। সপ্তাহে মোট ডিউটি থাকে ৪০ ঘন্টা।
আরও পড়ুন: ফিনল্যান্ড যেতে কত টাকা লাগে
ফিনল্যান্ড কোন কাজের চাহিদা বেশি?
উত্তর ইউরোপের উন্নত দেশ ফিনল্যান্ড। দেশটিতে দক্ষ ও অদক্ষ শ্রমিকের সংকট রয়েছে। ফিনল্যান্ডে বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে। কাজের ভিসা নিয়ে দেশটিতে যেতে আগ্রহীদের ফিনল্যান্ড কোন কাজের চাহিদা বেশি জানতে হবে।
বর্তমান ফিনল্যান্ডে ফ্যাক্টরি কাজের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে। কারণ এটি শিল্পপ্রধান দেশ। এছাড়া ফিনল্যান্ডে কনস্ট্রাকশন, প্লাম্বিং, ড্রাইভিং, ইলেকট্রনিক, ওয়েল্ডিং এবং ফুড ডেলিভারি সার্ভিস ইত্যাদি কাজের চাহিদা বেশি রয়েছে।
আরও পড়ুন: ফিনল্যান্ড যেতে কত বছর বয়স লাগে
ফিনল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার উপায়
ফিনল্যান্ডে বৈধভাবে ৫ থেকে ৭ বছর বসবাস করলে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। একটানা ৫ বছর বসবাস করতে না পারলে ৭ বছর বসবাস করতে হবে।
তবে শেষের ২ বছর একটানা বসবাস করতে হবে। দেশটির নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। এছাড়া নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ফিনল্যান্ডের ভাষা জানা আবশ্যক।
আরও পড়ুন: ফিনল্যান্ড যাওয়ার নিয়ম
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info