ফ্রান্সে সর্বনিম্ন বেতন কত ২০২৫

বাংলাদেশ থেকে অনেকে কাজের উদ্দেশ্যে ফ্রান্স যেতে চায়। বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ফ্রান্সে যেতে আগ্রহীদের ফ্রান্সে সর্বনিম্ন বেতন কত ধারণা রাখতে হবে। ফ্রান্স ইউরোপের শক্তিশালী একটি রাষ্ট্র।

সামাজিক নিরাপত্তা, কাজের পরিবেশ ও কাজের বেতন বিবেচনায় প্রবাসীদের জন্য এটি সেরা গন্তব্য হতে পারে। ফ্রান্সে কাজের বেতন অনেক বেশি হয়ে থাকে। এটি উন্নত দেশ হওয়ার কারণে বিভিন্ন সেক্টরে কাজের জন্য শ্রমিকের প্রয়োজন হয়।

বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপের এই দেশে যেতে আগ্রহীদের ফ্রান্সে সর্বনিম্ন বেতন কত জানতে হবে। এছাড়া ফ্রান্স কাজের বেতন, কোন কাজের চাহিদা ও বেতন বেশি ইত্যাদি বিষয়ে ধারণা রাখতে হয়।

ফ্রান্স কাজের বেতন কত?

ফ্রান্স কাজের বেতন কাজের ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। বড় কোম্পানিতে চাকরি করলে কাজের বেতন সাধারণত বেশি হয়ে থাকে। কাজের উদ্দেশ্যে ফ্রান্সে যেতে আগ্রহীদের ফ্রান্স কাজের বেতন জানতে হবে।

বর্তমানে ফ্রান্স কাজের বেতন প্রায় ২ লক্ষ টাকা থেকে ৪ লক্ষ টাকা হয়ে থাকে। কিছু কিছু কাজের ক্ষেত্রে বেতন আরও বেশি পাওয়া যায়। এছাড়া অঞ্চল ভেদে অনেক সময় কাজের বেতনের তারতম্য হয়ে থাকে।

আরও পড়ুন: ফ্রান্স ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায়

ফ্রান্সে সর্বনিম্ন বেতন কত ?

ফ্রান্স ইউরোপের সেনজেনভুক্ত ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি উন্নত দেশ। এই দেশে কাজের সর্বনিম্ন বেতন কাঠামো সরকার কর্তৃক নির্ধারিত রয়েছে। ফ্রান্সে যেকোনো কাজের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন কাঠামো প্রযোজ্য হয়।

বর্তমানে ফ্রান্সে সর্বনিম্ন বেতন প্রায় ১৭৬৬.৯২ ইউরো বা ২ লক্ষ ২০ হাজার টাকা। ফ্রান্সে শ্রমিকদের সপ্তাহে ৩৫ ঘণ্টা বেসিক ডিউটি করতে হয়। সপ্তাহে সর্বোচ্চ ১০ ঘন্টা ওভারটাইম টাইম কাজ করা যায়।

এই দেশে সাধারণত সপ্তাহে ৫ দিন কাজ করতে হয়। শ্রম আইন অনুযায়ী, ১৮-৩৫ বছর বয়সী কর্মীরা সপ্তাহে ৩৫ ঘন্টার বেশি কাজ করতে পারবে না। উল্লেখ্য, শ্রমিকদের ফ্রেঞ্চ ভাষা জানা থাকা আবশ্যক।

আরও পড়ুন: ফ্রান্স যেতে কত টাকা লাগে

ফ্রান্স কোন কাজের চাহিদা বেশি?

ফ্রান্স অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি রাষ্ট্র। এই দেশে বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে এই দেশে যেতে আগ্রহীদের ফ্রান্স কোন কাজের চাহিদা বেশি জানতে হবে।

বর্তমানে ফ্রান্সে কনস্ট্রাকশন, কৃষি, ক্লিনার, ড্রাইভিং, রেস্টুরেন্ট ও ফাস্টফুড সার্ভিস, কারখানার শ্রমিক, ফুড ডেলিভারি সার্ভিস ইত্যাদি কাজের চাহিদা বেশি রয়েছে।

ফ্রান্স কোন কাজের বেতন বেশি?

ফ্রান্স ইউরোপের একটি উন্নত দেশ। এই দেশে কিছু কিছু কাজ রয়েছে যেগুলো করলে কাজের বেতন বেশি পাওয়া যায়। কাজের ভিসা নিয়ে এই দেশে যেতে চাইলে ফ্রান্স কোন কাজের বেতন বেশি জেনে নিবেন।

বর্তমান ফ্রান্সে ড্রাইভিং, ফুড ডেলিভারি ম্যান, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, নির্মাণ শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, হোটেল ও রেস্টুরেন্ট ওয়েটার, কিচেন স্টাফ, হাউজকিপিং, টেকনিশিয়ান, অটোমোবাইল সার্ভিস, কৃষি শ্রমিক ইত্যাদি কাজের বেতন বেশি হয়ে থাকে।

আরও পড়ুন: ফ্রান্স ভিসা আবেদন ২০২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top