জার্মানি ভিসা আবেদন ২০২৫

তথ্য প্রযুক্তির কল্যাণে বর্তমানে অনলাইনে জার্মানি ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যায়। তবে জার্মানি ভিসা আবেদন প্রক্রিয়া তুলনামূলক জটিল হয়ে থাকে। কেউ চাইলে অফলাইনে সরাসরি এম্বাসিতে গিয়ে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

বাংলাদেশ থেকে পড়াশোনা, চাকরি ও ভ্রমণের উদ্দেশ্যে সেনজেন দেশ জার্মানিতে যেতে চাইলে জার্মানি ভিসা প্রয়োজন হয়। উদ্দেশ্য অনুযায়ী ভিসা ক্যাটাগরি ভিন্ন হয়ে থাকে। যেমন: স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা ইত্যাদি।

বাংলাদেশ থেকে জার্মানি যেতে আগ্রহীদের জার্মানি ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এছাড়া ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ভিসার দাম কত, আবেদনকারীদের বয়স ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

জার্মানি ভিসা আবেদন করার নিয়ম

জার্মানি ভিসা আবেদন করার জন্য সরকার অনুমোদিত অফিশিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অনলাইনে ভিসা আবেদন ফর্ম পূরণ করার সময় ব্যক্তিগত তথ্য, ভ্রমণের উদ্দেশ্যে ও কাজের বিবরণ দিয়ে সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

অনলাইনে আবেদন করার সময় ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ভিসা আবেদন ফি সাবমিট করতে হয়। আবেদন করার পর জার্মানি ভিসা আবেদন অনলাইন কপি প্রিন্ট করতে হয়।  তারপর ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ এম্বাসিতে গিয়ে জার্মানি ভিসা আবেদন সম্পন্ন করতে হয়।

তবে কেউ চাইলে জার্মানি ভিসা আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে সম্পন্ন করতে পারে। এক্ষেত্রে এজেন্সিকে ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ভিসা আবেদন ফি জমা দিতে হবে। তারপর ইন্টারভিউ ফেস করতে হবে।

জার্মানি যেতে কি কি লাগে?

জার্মানি ভিসা আবেদন করার জন্য গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস লাগে। তবে জার্মানি ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিসা আবেদনের জন্য ভিন্ন ভিন্ন কাগজপত্র প্রয়োজন হয়। জার্মানি ভিসা আবেদন করতে যেসব কাগজপত্র লাগে:

  • পাসপোর্ট
  • ভিসা আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
  • ভোটার আইডি কার্ড
  • স্কিল সার্টিফিকেট
  • পুলিশ ক্লিয়ারেন্স
  • মেডিকেল সার্টিফিকেট
  • ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
  • কাজের চুক্তিপত্র
  • ওয়ার্ক পারমিট
  • ব্যাংক স্টেটমেন্ট
  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির অফার লেটার
  • ভাষা দক্ষতার সার্টিফিকেট
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • বৈধ কাজের অফার লেটার

জার্মানি ভিসার দাম কত?

জার্মানি যাওয়ার উদ্দেশ্য অনুযায়ী ভিসা ক্যাটাগরি আলাদা হয়ে থাকে। ভিসা ক্যাটাগরি অনুযায়ী জার্মানি ভিসার দাম ভিন্ন হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশীদের জন্য জার্মানি স্টুডেন্ট ও কাজের ভিসা  আবেদন ফি প্রায় ১০ হাজার টাকা।

তবে জার্মানি ভিজিট ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিসার দাম ৭ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা হয়ে থাকে। বাংলাদেশ থেকে জার্মানি যেতে আগ্রহীদের জার্মানি যেতে কত টাকা লাগে জানতে হবে।

জার্মানি যেতে কত বছর বয়স লাগে?

জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে বয়সের কোন রিকোয়ারমেন্ট নেই। তবে সার্কুলারে বয়সের উল্লেখ থাকলে রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে। জার্মানি ভিসা পাওয়ার ক্ষেত্রে বয়সের কোন সীমা নেই। তবে ভিসা আবেদনকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হলে ভালো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top