গ্রিসে বেতন কত ২০২৫

গ্রিস ভূমধ্যসাগরের পাহাড়ি ভূখণ্ডের সুন্দর একটি দেশ। দেশটির উচ্চ বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বিভিন্ন দেশের প্রবাসীদের আকৃষ্ট করে থাকে। কাজের ভিসা কিংবা স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে আগ্রহীদের মাথায় গ্রিসে বেতন কত এই প্রশ্ন সবচেয়ে বেশি ঘুরপাক খায়।

গ্রিস দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ। দেশটি সেনজেন দেশের অন্তর্ভুক্ত। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দেশটিতে যেতে আগ্রহীদের অবশ্যই গ্রিসে বেতন কত জানতে হবে।

এছাড়া গ্রিসে কোন কাজের চাহিদা বেশি, সর্বনিম্ন বেতন কত, কোন কাজের বেতন বেশি ইত্যাদি বিষয়ে সঠিক ধারণা রাখতে হবে। তাই ধৈর্য ধরে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

গ্রিসে বেতন কত?

গ্রিসের অর্থনীতি কৃষি ও পর্যটন খাতের উপর নির্ভরশীল। দেশটিতে পর্যটন শিল্পে ব্যাপক কাজের সুযোগ রয়েছে। তাছাড়া দেশটি জাহাজ শিল্পের জন্যও বিখ্যাত। দেশটিতে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে।

গ্রিসে বেতন কত হবে সেটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করবে। যেমন: কাজের ক্যাটাগরি, যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা ও কাজের লোকেশন। অনেক ক্ষেত্রে দেখা যায়, অবৈধ প্রবাসীদের কম বেতন দেওয়া হয়।

বর্তমানে গ্রিসে কাজের বেতন প্রায় ১ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা হয়ে থাকে। কাজের ক্যাটাগরি অনুযায়ী কাজের বেতন অনেক কম বেশি হয়ে থাকে। গ্রিসের নাগরিকদের গড় মাসিক বেতন প্রায় ১,০০০ ইউরো থেকে ১,৫০০ ইউরো হয়ে থাকে।

গ্রিসে সর্বনিম্ন বেতন কত?

ইউরোপের দেশ গ্রিসে সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারিত রয়েছে। যেকোনো ক্যাটাগরির কাজের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন কাঠামো প্রযোজ্য হবে।

তবে অবৈধ প্রবাসীদের ক্ষেত্রে বেশিরভাগ সময় সর্বনিম্ন বেতন কাঠামো মানা হয় না। বর্তমানে গ্রিসে সর্বনিম্ন বেতন ৮৩৪ ইউরো। দেশটির সর্বনিম্ন বেতন প্রতিবছর পরিবর্তন হয়ে থাকে।

গ্রিসে কোন কাজের চাহিদা বেশি?

গ্রিস পর্যটন শিল্পের উপর অত্যধিক নির্ভরশীল হলেও দেশটিতে কৃষিকাজের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে।

এছাড়া দেশটিতে হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, কনস্ট্রাকশন শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, প্লাম্বার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ড্রাইভিং, ডেলিভারি ম্যান ইত্যাদি কাজের প্রচুর চাহিদা রয়েছে। তবে দেশটিতে ড্রাইভিং ও কৃষি কাজের বেতন সবচেয়ে বেশি হয়ে থাকে।

গ্রিসে কোন কাজের বেতন বেশি?

গ্রিসে বিভিন্ন ধরনের কাজের বেতন বেশি হয়ে থাকে। সাধারণত যেসব কাছে শিক্ষাগত যোগ্যতা , দক্ষতা ও অভিজ্ঞতা বেশি প্রয়োজন হয় সেসব কাজের বেতন বেশি হয়ে থাকে।

বর্তমানে গ্রিসে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ম্যানেজার ইত্যাদি কাজের বেতন বেশি হয়ে থাকে। তবে গ্রিসে প্রবাসীদের ক্ষেত্রে ওয়েটার, ডিসওয়াশার, ক্লিনার, কৃষিকাজ, নির্মাণ শ্রমিক, ড্রাইভিং ইত্যাদি কাজের বেতন বেশি হয়ে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top