ইন্দোনেশিয়া টাকার মান কত ২০২৬ (সর্বশেষ আপডেট)

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া। এই দেশের অর্থনীতি মূলত কৃষি, পর্যটন ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। বাংলাদেশ থেকে অনেকে এশিয়ার এই দেশে যেতে চায়। এদেশে যেতে আগ্রহীদের ইন্দোনেশিয়া টাকার মান কত 2026 ধারণা রাখতে হবে। এই দেশের অর্থনীতি অনেক বেশি অস্থিতিশীল।

ইন্দোনেশিয়ার টাকার মান বাংলাদেশের তুলনায় অনেক কম হয়ে থাকে। অবশ্যই ইন্দোনেশিয়া টাকার মান কেন কম জেনে নিবেন। বাংলাদেশ থেকে এই দেশের পড়াশোনা কিংবা কাজের উদ্দেশ্য যেতে চাইলে অবশ্যই ইন্দোনেশিয়া টাকার মান কত ২০২৬ সর্বশেষ আপডেট জানতে হবে।

ইন্দোনেশিয়া টাকার মান কত ২০২৬

ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের চতুর্থ সর্বাধিক জনবহুল দেশ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। বিভিন্ন কারণে ইন্দোনেশিয়ার টাকার মান ওঠানামা করে থাকে। বর্তমান ইন্দোনেশিয়ার টাকার মান কমে যাওয়ার অন্যতম কারণ হলো মুদ্রাস্ফীতি।

অনেকে কৌতুহলবশত  ইন্টারনেটে ইন্দোনেশিয়া টাকার মান কত জানতে জানতে সার্চ করে থাকে। অনেকে এই দেশে ভ্রমণ কিংবা কাজের উদ্দেশ্যে যেতে চায়। বর্তমান ইন্দোনেশিয়ান ১ রুপিয়াহ সমান বাংলাদেশি প্রায় ০.০০৭২ টাকা। গত বছরের চেয়ে তুলনামূলক ইন্দোনেশিয়া টাকার মান বৃদ্ধি পেয়েছে।

ইন্দোনেশিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা ২০২৬

ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়াহ। তবে বেশিরভাগ প্রবাসীরা এই দেশে গিয়ে রুফিয়াহকে টাকা বলে থাকে। অধিকাংশ প্রবাসীরা ইন্টারনেটে ইন্দোনেশিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা লিখে সার্চ করে থাকে। ইন্দোনেশিয়ার রফিয়াহ দুর্বল একটি মুদ্রা।

আজকের রেট অনুযায়ী ইন্দোনেশিয়া ১ টাকা সমান বাংলাদেশের প্রায় ০.০০৭২ টাকা। প্রবাসীদের কষ্টে উপার্জিত টাকা বিভিন্ন মাধ্যমে দেশে পাঠানোর আগে অবশ্যই ইন্দোনেশিয়া টাকার মান সম্পর্কে সর্বশেষ আপডেট জানতে হবে।

ইন্দোনেশিয়া টাকার রেট কত ২০২৬

ইন্দোনেশিয়া টাকার রেট বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে ভিন্ন হয়ে থাকে। ইন্দোনেশিয়ার মুদ্রার চেয়ে বাংলাদেশের মুদ্রা অনেক বেশি শক্তিশালী।  এই দেশের টাকার মান কম হলেও জীবনযাত্রার খরচ বেশি হয়ে থাকে।

বাংলাদেশ থেকে বিভিন্ন চ্যানেলে প্রবাসীরা রেমিটেন্স নিজ দেশে প্রেরণ করে থাকে। যেমন: ব্যাংক, হুন্ডি, বিকাশ ইত্যাদি। ইন্দোনেশিয়া টাকার মান চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে প্রতিদিন পরিবর্তন হয়।

আজকের ইন্দোনেশিয়া টাকার রেট ২০২৬
ইন্দোনেশিয়ান রুপিয়াহ (IDR)বাংলাদেশি টাকা (BDT)
১০০০.৭২
৫০০৩.৬
১,০০০৭.২
৫,০০০৩৬
১০,০০০৭২
২০,০০০১৪৪
৫০,০০০৩৬০
১,০০,০০০৭২০

ইন্দোনেশিয়া টাকার মান কম কেন?

বিভিন্ন কারণে ইন্দোনেশিয়া টাকার মান কম হয়ে থাকে। এদেশের সরকার অতিরিক্ত মুদ্রা ছাপানোর ফলে টাকার মান কমে গেছে। এই দেশের উচ্চ মুদ্রাস্ফীতির কারণে টাকার মান কমে গেছে।

এছাড়া অর্থনৈতিক সংকট, বাণিজ্যের ভারসাম্যহীনতা, বৈদেশিক ঋণ, অর্থনৈতিক অস্থিতিশীলতা, আন্তর্জাতিক বাজারে কম চাহিদা ইত্যাদির কারণে ইন্দোনেশিয়া টাকার মান কম হয়ে থাকে।

🌍 ভিসা সম্পর্কিত এই আর্টিকেলগুলো আপনার পড়া উচিত!✈️
ইউরোপ যেতে কত টাকা লাগে
ইউরোপের কোন দেশে বেতন বেশি
🚀 সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায়
📌 সরকারিভাবে বিদেশ যাওয়ার উপায়
🆕 বিদেশে কোন কাজের চাহিদা বেশি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top