ইতালি স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়ার আগে দেশটি সম্পর্কে জানা আবশ্যক। উচ্চশিক্ষার জন্য ইতালি জনপ্রিয় একটি দেশ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা অর্জনের জন্য ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকে।
ইউরোপের এই দেশটিতে বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে। স্বল্প খরচে দেশটিতে বসবাস করা যায়। এছাড়া পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজ করার সুযোগ রয়েছে। ইতালি কাজের বেতন তুলনামূলক অনেক বেশি।
স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়ার পূর্বে ইতালি স্টুডেন্ট ভিসা যোগ্যতা সম্পর্কে জানতে হবে। এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে ইতালি স্টুডেন্ট ভিসা যোগ্যতা ও খরচ সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে পারবেন।
ইতালি স্টুডেন্ট ভিসা যোগ্যতা
ইউরোপের দেশ ইতালিতে পড়াশোনা করে ক্যারিয়ার গড়ে তুলতে চাইলে ইতালির স্টুডেন্ট ভিসা আবশ্যক। বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট ভিসা রয়েছে। স্টুডেন্ট ভিসা পেতে হলে অবশ্যই ইতালি স্টুডেন্ট ভিসা যোগ্যতা থাকা আবশ্যক।
এই ভিসা পাওয়ার জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স ৬ বছর হতে হবে। ইতালির যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির অফার লেটার প্রয়োজন। দেশটির স্টুডেন্ট ভিসার মেয়াদ সাধারণত ৫ বছর হয়ে থাকে।
এই ভিসা পেতে হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য বীমা থাকা আবশ্যক। ইতালি স্টুডেন্ট ভিসার আবেদন করার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন:
- পাসপোর্ট
- ছবি
- জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয় পত্র
- অফার লেটার
- ব্যাংক স্টেটমেন্ট
- পুলিশ ক্লিয়ারেন্স
- মেডিকেল সার্টিফিকেট
- একাডেমিক সার্টিফিকেট
- রিকমেন্ডেশন লেটার
- আইইএলটিএস স্কোর (যদি লাগে)
ইতালি স্টুডেন্ট ভিসা প্রসেসিং
ইতালি স্টুডেন্ট ভিসা বিভিন্ন এজেন্সির সাহায্যে প্রসেসিং করা যায়। তবে আপনি চাইলে নিজে নিজে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে বিশ্বস্ত এজেন্সির শরণাপন্ন হতে পারেন।
নিজে নিজে আবেদন করলে আপনাকে ইতালির দূতাবাসে যোগাযোগ করতে হবে। স্টুডেন্ট ভিসার আবেদনপত্র জমা দেওয়ার পর দূতাবাস সাক্ষাৎকার নেবে। যদি আবেদনটি অনুমোদিত হয় তাহলে আপনি ইতালি স্টুডেন্ট ভিসা পেয়ে যাবেন।
বিভিন্ন এজেন্সির মাধ্যমে ইতালি স্টুডেন্ট ভিসা প্রসেসিং করলে আপনাকে শুধু কাগজপত্র জমা দিতে হবে। এজেন্সি টাকার বিনিময়ে সমস্ত কাজ করে দিবে। মাস্টার্স করতে গেলে আপনাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে।
যেটা এজেন্সি টাকার বিনিময়ে সুন্দরভাবে করে দিবে।ইতালি স্টুডেন্ট ভিসা প্রসেসিং করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা নিবেন। যারা ইতোমধ্যে পড়াশোনা করতে গিয়েছে তাদের সহযোগিতা নিলে ইতালি স্টুডেন্ট ভিসা সম্পর্কে সঠিক গাইডলাইন পাবেন।
ইতালি স্টুডেন্ট ভিসার খরচ
ইতালি ইউরোপীয় ইউনিয়নের সেনজেন দেশ। পড়াশোনার জন্য বাঙালি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় একটি দেশ হিসেবে পরিচিত। দেশটিতে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই ইতালি স্টুডেন্ট ভিসার খরচ সম্পর্কে ধারণা রাখতে হবে।
বাংলাদেশ থেকে অল্প খরচে ইউরোপের দেশ ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়া যায়। নিজে নিজে ইতালি স্টুডেন্ট ভিসা প্রসেসিং করলে ৫০,০০০ টাকার বেশি খরচ হবে না। তবে বেসরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে ইতালি স্টুডেন্ট ভিসা প্রসেসিং করলে ৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা লাগে।
আপনার একাডেমিক রেজাল্ট ভালো থাকলে স্কলারশিপ নিয়ে স্বপ্নের এই দেশটিতে পাড়ি জমাতে পারবেন। বাংলাদেশ থেকে বেশিরভাগ শিক্ষার্থী মাস্টার্স ডিগ্রী অর্জন করতে দেশটিতে যায়।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info