ইতালি ভিসা খরচ 2026 (আপডেটেড তথ্য)

বিভিন্ন উদ্দেশ্যে মানুষ ইতালিতে যেতে চায়। উদ্দেশ্য অনুযায়ী ভিসা ক্যাটাগরি আলাদা হয়ে থাকে। তেমনিভাবে ভিসা ক্যাটাগরি অনুযায়ী ইতালি ভিসা খরচ আলাদা হয়ে থাকে। ইতালি অভিবাসীদের কাছে জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে।

পড়াশোনা, চাকরি ও ভ্রমণের জন্য ইউরোপের এই দেশটি সেরা একটি গন্তব্য হতে পারে। ইতালি ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ। দেশটির বিশাল অর্থনীতি বিভিন্ন ধরনের কাজের সুযোগ সৃষ্টি করেছে।

এজন্য দেশটির সরকার প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। বাংলাদেশ থেকে ইতালি যেতে আগ্রহীদের ইতালি ভিসা খরচ কত ও ইতালি যেতে কত টাকা লাগে জানতে হবে।

ইতালি ভিসা খরচ 2026

ইতালি সরকার বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি অফার করে থাকে। ভিসা ক্যাটাগরি অনুযায়ী ইতালি ভিসা খরচ আলাদা হয়। বাংলাদেশ থেকে সরকারিভাবে ইতালি যাওয়ার খরচ তুলনামূলক অনেক কম হয়ে থাকে।

তবে বেসরকারিভাবে কিংবা দালালের মাধ্যমে ইতালি গেলে ইতালি ভিসা খরচ অনেক পড়ে। বর্তমানে ইতালি ওয়ার্ক পারমিট ভিসা খরচ ৭ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা হয়ে থাকে।

বর্তমানে ইতালি স্টুডেন্ট ভিসা খরচ প্রায় ৪ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা হয়ে থাকে। অনেকেই ইতালি টুরিস্ট ভিসা খরচ কত জানতে চেয়েছে। বর্তমানে ইতালি টুরিস্ট ভিসা খরচ প্রায় ৩ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা হয়ে থাকে।

আরও পড়ুন: ইতালি সর্বনিম্ন বেতন কত

ইতালি যেতে কত টাকা লাগে ২০২৬

বাংলাদেশ থেকে অনেকে ইতালি ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা ও ভিজিট ভিসা নিয়ে ইউরোপের দেশ ইতালি যেতে আগ্রহী। তবে তাদের অনেকেই ইতালি যেতে কত টাকা লাগে সঠিক তথ্য জানে না।

বাংলাদেশ থেকে ইতালি যেতে কত টাকা লাগে সেটা ভিসা ক্যাটাগরি অনুযায়ী আলাদা হয়ে থাকে।সরকারিভাবে ইতালিতে যেতে খরচ কম লাগে। অন্যদিকে, বেসরকারিভাবে ইতালি যেতে খরচ বেশি লাগে।

বর্তমানে বাংলাদেশ থেকে ইতালি যেতে আনুমানিক ৫ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা লাগে। ইতালি ভিসা খরচ সম্পর্কে ধারণা নিলে ভিসা ক্যাটাগরি অনুযায়ী বাংলাদেশ থেকে ইতালি যেতে কত টাকা লাগে সঠিক তথ্য জানতে পারবেন।

আরও পড়ুন: ইতালি যেতে কত বছর বয়স লাগে

বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায় ২০২৬

বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভিন্নভাবে ইউরোপের দেশ ইতালিতে পাড়ি জমাচ্ছে। কেউ যাচ্ছে সরকারিভাবে, কেউ যাচ্ছে বেসরকারিভাবে, আবার কেউ যাচ্ছে অবৈধভাবে।

বাংলাদেশ থেকে সরকারিভাবে ইতালি যাওয়ার জন্য বোয়েসেল, বিএমইটি, ভিএফএস গ্লোবাল এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইত্যাদি সরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে।

এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রতিনিয়ত আপডেট তথ্য শেয়ার করে থাকে। বাংলাদেশ থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার জন্য দালালের শরণাপন্ন হতে হয়।

তবে কেউ যদি বেসরকারিভাবে বৈধ উপায় ইতালি যেতে চায় তবে তাকে সরকার অনুমোদিত বিশ্বস্ত কোন এজেন্সির শরণাপন্ন হতে হবে। কেউ চাইলে ব্যক্তিগতভাবে ইতালি ভিসা প্রসেসিং করে ইউরোপের এই দেশটিতে যেতে পারবে।

আরও পড়ুন: ইতালিতে নাগরিকত্ব পাওয়ার উপায়

FAQs

বাংলাদেশ থেকে ইতালি যেতে কত সময় লাগে?

বৈধভাবে বাংলাদেশ থেকে বিমানে করে ইতালি যেতে আনুমানিক ৯ ঘন্টা সময় লাগে। অবৈধভাবে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ থেকে ইতালি যেতে আনুমানিক প্রায় ১ মাস থেকে ৩ মাস পর্যন্ত সময় লাগতে পারে।

বাংলাদেশ থেকে ইতালি কত কিলোমিটার?

বাংলাদেশ থেকে ইতালির দূরত্ব প্রায় ৭,২৯৫ কিলোমিটার।

বাংলাদেশ থেকে ইতালি বিমান ভাড়া কত ২০২৬

বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সর্বনিম্ন বিমান ভাড়া প্রায় ৮০ হাজার টাকা।

আরও পড়ুন: ইতালি ভিসা আবেদন লিংক

6 thoughts on “ইতালি ভিসা খরচ 2026 (আপডেটেড তথ্য)”

  1. MdRajuyan Hosen

    আমি যেতে চাই আমার পাসপোর্ট আছে কিভাবে কি করে হবে আমাকে একটু জানান আমি এ

  2. কি ভাবে Work permid ভিসার জন্য আবেদন করা যায়। এবং দালাল ছাড়া কিআ ভাবে বিদপফ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top