জাপানে সর্বনিম্ন বেতন কত ২০২৫

এশিয়ার অন্যতম একটি উন্নত দেশ জাপান। চীনের পরেই জাপানের অবস্থান। অর্থনৈতিকভাবে শক্তিশালী এই দেশটিতে অনেকে জাপান ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে আগ্রহী। কিন্তু, বেশিরভাগ মানুষই জানে না জাপানে সর্বনিম্ন বেতন কত।

জীবিকা নির্বাহের তাগিদে জাপানে যেতে আগ্রহীদের অবশ্যই জাপানে সর্বনিম্ন বেতন কত ধারণা রাখতে হবে। পাশাপাশি অবশ্যই জানতে হবে জাপানের কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি। এসব জেনে জাপানে গেলে দক্ষতার জন্য কাজের অভাব হবে না।

কাজের ভিসা নিয়ে জাপানে যেতে আগ্রহীদের শুধু জাপানে সর্বনিম্ন বেতন কত জানলেই হবে না।পাশাপাশি অবশ্যই সবাইকে জাপান ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায় জানতে হবে।

জাপান ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায়

সরকারিভাবে জাপান ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে জাপানে কাজের জন্য যাওয়া যায়। সরকারিভাবে জাপান ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে খরচ কম হয়ে থাকে। এজন্য অবশ্যই বাংলাদেশি সরকারি প্রতিষ্ঠান বিএমইটি এর সহযোগিতা নিয়ে জাপানে যেতে হয়। 

বিএমইটি এর ওয়েবসাইটে ভিজিট করে নিজের নামে প্রোফাইল তৈরি করে নিতে হবে। সরকারিভাবে সার্কুলার প্রকাশ করলে বিএমইটির ওয়েবসাইটে ভিজিট করে চাকরির জন্য আবেদন করতে হয়। কর্তৃপক্ষ পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে উপযুক্ত প্রার্থীকে বাছাই করে থাকে।

প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ উপযুক্ত আবেদনকারী নির্বাচন করার পর প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে থাকে। সরকারি এই প্রতিষ্ঠানটি জাপান ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করে দিয়ে থাকে।

সরকারিভাবে বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে জাপান যাওয়ার জন্য অবশ্যই সরকারি প্রতিষ্ঠান বিএমইটি এর মাধ্যমে যেতে হবে। জাপানে কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহীদের জাপানে সর্বনিম্ন বেতন কত জানতে হবে।

আরও পড়ুন: সরকারিভাবে জাপান যাওয়ার উপায়

জাপানে সর্বনিম্ন বেতন কত?

জাপানিজরা পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী জাতি।  জাপানে সর্বনিম্ন বেতন কত হবে সেটা প্রতি ঘন্টা অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। তবে দেশটির প্রিফেকচার (জেলা) অনুযায়ী সর্বনিম্ন প্রতি ঘন্টার বেতনের তারতম্য হয়ে থাকে।

বর্তমানে দেশটিতে নাগরিকদের সর্বনিম্ন বেতন প্রতি ঘন্টা ৭৯০ ইয়েন থেকে ১১১৩ ইয়েন প্রদান করা হয়।জাপানে শ্রমিকদের প্রতি সপ্তাহে ৪০ ঘন্টা বেসিক ডিউটি পালন করতে হয়। শ্রমিকেরা প্রতি সপ্তাহে সর্বোচ্চ ১৫ ঘন্টা ওভারটাইম কাজ করতে পারে।

প্রতিমাসে ৪৫ ঘণ্টা সর্বোচ্চ ওভারটাইম কাজ করা যায়। বর্তমানে জাপানে সর্বনিম্ন বেতন প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা।  তবে প্রবাসী শ্রমিকদের কাজের বেতন সর্বনিম্ন বেতনের চেয়ে কম হতে পারে।

বর্তমানে জাপানিজ নাগরিকদের গড় মাসিক বেতন প্রায় ৩৪৭০ ডলার যা বাংলাদেশি মুদ্রায় কনভার্ট করলে হবে ৪ লক্ষ ১৬ হাজার টাকা। বাঙালিরা কাজের ভিসা নিয়ে দেশটিতে গেলে অনায়াসে প্রতিমাসে কমপক্ষে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবে।

আরও পড়ুন: জাপান যেতে কত টাকা লাগে

জাপানে কোন কাজের চাহিদা বেশি?

জাপান পৃথিবীর অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ। উন্নত এই দেশটিতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এশিয়ার অন্যতম উন্নত দেশ জাপান বাংলাদেশ থেকে কনস্ট্রাকশন শ্রমিক, কৃষি শ্রমিক, নার্স, কেয়ারগিভার ও রেস্টুরেন্ট কর্মী নিয়োগ দিয়ে থাকে।

এছাড়া দেশটিতে ডেলিভারি ম্যান, প্লাম্বার, পেইন্টার ইত্যাদি কাজের চাহিদা রয়েছে। জাপানে বিভিন্ন উপায়ে যাওয়া যায়। আপনি সরকারিভাবে যেতে ব্যর্থ হলে হতাশ হওয়ার কিছু নেই। বেসরকারিভাবে প্রায় ৭০টি এজেন্সির মাধ্যমে জাপানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন।

আরও পড়ুন: জাপান যেতে শিক্ষাগত যোগ্যতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top