সরকারিভাবে জাপান যাওয়ার উপায় ২০২৫

জাপান বিশ্বে সূর্যোদয়ের দেশ হিসেবে পরিচিত। এটি পৃথিবীর তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ। অনেকে সরকারিভাবে দেশটিতে যেতে চায়। কারণ সরকারিভাবে কম খরচে যাওয়া যায়। তবে এজন্য সরকারিভাবে জাপান যাওয়ার উপায় জানতে হবে।

জাপানের বিশাল অর্থনীতির কারণে দেশটিতে কাজের সুযোগ প্রচুর। পরিষ্কার-পরিচ্ছন্ন ও শান্তিপ্রিয় দেশ হিসেবে জাপানের সুখ্যাতি রয়েছে। যদিও এক সময় দেশটি শান্তি প্রিয় ছিল না। বাংলাদেশী নাগরিকদের জন্য জাপানের ভিসা পাওয়া বেশ জটিল।

সরকারিভাবে জাপানে যাওয়ার উপায় জানা না থাকলে দেশটির ভিসা পাওয়া কঠিন হয়ে যাবে। বেসরকারিভাবে জাপান যাওয়ার খরচ অনেক বেশি হয়ে থাকে। এজন্যই মানুষ অনলাইনে সরকারিভাবে জাপান যাওয়ার উপায় খুঁজে থাকে।

সরকারিভাবে জাপান যাওয়ার উপায়

স্টুডেন্ট কিংবা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে জাপানে যেতে আগ্রহীদের অবশ্যই সরকারিভাবে জাপান যাওয়ার উপায় সম্পর্কে সঠিক ধারণা রাখা দরকার। এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন তবেই সরকারিভাবে জাপান যাওয়ার নিয়ম জানতে পারবেন।

বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে সরকারিভাবে জাপানে যাওয়া যায়। এজন্য আপনাকে সরকারি প্রতিষ্ঠান বিএমইটি (BMET) এর শরণাপন্ন হতে হবে। তারা বাংলাদেশ থেকে সরকারিভাবে কর্মী বিদেশে নিয়োগ দিয়ে থাকে।

বিএমইটির ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে হবে। জাপানের সার্কুলার চালু হলে আপনাকে একাউন্ট তৈরি করে চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে। একাউন্ট তৈরি করার সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

বাংলাদেশ সরকারের এই প্রতিষ্ঠানটি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে থাকে।এজন্য তারা ফি নিয়ে থাকে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন হলে ভিসা প্রসেসিং করে বাংলাদেশ ফ্লাইটের মাধ্যমে জাপানের বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে থাকে।

এভাবে সরকারিভাবে কাজের ভিসা নিয়ে স্বপ্নের দেশ জাপানে পাড়ি জমানো যায়।

আরও পড়ুন: জাপান যেতে কত টাকা লাগে

স্টুডেন্ট ভিসায় জাপান যাওয়ার উপায়

স্টুডেন্ট ভিসা আবেদনকারীরা ভর্তির অফার লেটার পেলে নিজে নিজে জাপান স্টুডেন্ট ভিসা প্রসেসিং করা যায়। তবে চাইলে বেসরকারি এজেন্সির সহযোগিতা নিয়ে জাপান স্টুডেন্ট ভিসা প্রসেসিং করা যায়।

এক্ষেত্রে এজেন্সিকে ভিসা প্রসেসিং ফি পরিশোধ করতে হয়। এজেন্সি আবেদনকারীর পক্ষ হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত সবকিছু নিজ দায়িত্বে করে দেয়।

আরও পড়ুন: জাপান স্টুডেন্ট ভিসা খরচ কত

জাপানে যেতে কি কি লাগে?

জাপান যাওয়ার জন্য ভিসা আবেদন করতে হয়। জাপান ভিসা আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  • পাসপোর্ট
  • ভোটার আইডি কার্ড
  • জাপান ভাষা দক্ষতার সার্টিফিকেট
  • জীবন বৃত্তান্ত
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ
  • মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
  • পুলিশ ক্লিয়ারেন্স
  • ন্যূনতম উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি (পুরুষদের)
  • একাডেমিক সার্টিফিকেট (কমপক্ষে এসএসসি পাস)
  • ভর্তির অফার লেটার (স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে)
  • ব্যাংক স্টেটমেন্ট
  • একাডেমিক সকল সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট (স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে)
  • কাজের স্কিল সার্টিফিকেট (কাজের ভিসার ক্ষেত্রে)
  • রিকমেন্ডেশন লেটার (স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে)

আরও পড়ুন: জাপান যেতে কত বছর বয়স লাগে

জাপান যেতে শিক্ষাগত যোগ্যতা

জাপান যেতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে সেটা নির্ভর করে থাকে ভিসা ক্যাটাগরির উপর। স্টুডেন্ট ভিসা নিয়ে জাপান যাওয়ার জন্য জাপানের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির অফার লেটার প্রয়োজন হয়। বাংলাদেশী শিক্ষার্থীরা জাপানে মাস্টার্স কিংবা পিএইচডি ডিগ্রি নেয়ার জন্য সবচেয়ে বেশি যায়।

কাজের ভিসা নিয়ে জাপানে যেতে ভিসা আবেদনকারীদের ন্যূনতম এসএসসি পাস হতে হবে। এছাড়া কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজের ভিসার শিক্ষাগত যোগ্যতা আরও বেশি লাগতে পারে। এছাড়া ভিজিট ভিসা নিয়ে জাপানে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের অবশ্যই এসএসসি পাস হতে হবে।

আরও পড়ুন: জাপানে সর্বনিম্ন বেতন কত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top