কসোভো টাকার মান কত ২০২৫ (আজকের রেট)

কসোভো ইউরোপের উন্নয়নশীল একটি দেশ। এটি দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত। বাংলাদেশ থেকে অনেকে ইউরোপের এই দেশে যেতে চায়। পড়াশোনা ও কাজের উদ্দেশ্যে এই দেশে যেতে আগ্রহীদের  কসোভো টাকার মান কত ২০২৫ জানতে হবে।

অনেকে কৌতুহলবশত ইন্টারনেটে কসোভো টাকার মান কত লিখে সার্চ করে জানতে চায়। বর্তমানে ইউরোপের এই দেশটিতে অসংখ্য বাংলাদেশী প্রবাসী বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত রয়েছে। নিজ দেশে টাকা পাঠানোর আগে প্রবাসীদের আজকের কসোভো টাকার মান কত ২০২৫ টাকা জানতে হয়।

কসোভো টাকার মান কত ২০২৫

ইউরোপের এই দেশটিতে বেকারত্বের হার বেশি রয়েছে। এই দেশের জিডিপি বাংলাদেশের তুলনায় কম। অনেকে বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে এই দেশে যাওয়ার পূর্বে কসোভো টাকার মান কত জানতে চায়। এদেশের নিজস্ব কোন মুদ্রা নেই।

এটি ইউরোপে ইউনিয়নের মুদ্রা ইউরো ব্যবহার করে থাকে। বর্তমান কসোভো ১ ইউরো সমান বাংলাদেশের প্রায় ১২৪.৩২ টাকা।  ইউরো আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পর সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা। এই মুদ্রার বিনিময় হার বাংলাদেশি টাকায় অনেক বেশি হয়ে থাকে।

কসোভো ১ টাকা বাংলাদেশের কত টাকা?

ইউরোপের উন্নয়নশীল দেশ কসোভোতে বাঙালি প্রবাসীরা বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করছে। প্রতি মাসের শেষে প্রবাসীদের উপার্জিত অর্থ নিজ দেশে বিভিন্ন মাধ্যমে প্রেরণ করতে হয়। প্রবাসীরা বিদেশি গিয়ে বিভিন্ন দেশের মুদ্রাকে সাধারণত টাকা বলে থাকে।

বর্তমান কসোভো ১ ইউরো বাংলাদেশের প্রায় ১২৪.৩২ টাকা। বিভিন্ন কারণে ইউরোর চাহিদা কম বেশি হতে পারে। চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে কসোভো টাকার মান পরিবর্তন হয়ে থাকে।

কসোভো টাকার রেট কত?

ইউরোপের উন্নয়নশীল এই দেশের নিজস্ব মুদ্রা না থাকার কারণে মুদ্রার বিনিময় হিসেবে বহুল প্রচলিত ইউরোপীয় মুদ্রা ইউরো ব্যবহার করে থাকে। কসোভো টাকার রেট বিভিন্ন কারণে পরিবর্তন হয়ে থাকে।

ইউরোপের এই দেশ থেকে বাংলাদেশে প্রবাসীরা বিভিন্ন মাধ্যমে স্বদেশে রেমিটেন্স পাঠিয়ে থাকে। কসোভো টাকার মান প্রবাসীরা বিভিন্ন এজেন্সি ও ব্যাংকের উপর ভিত্তি করে ভিন্ন পেয়ে থাকে। অবৈধভাবে টাকা পাঠালে সাধারণত ইউরোর রেট বেশি পাওয়া যায়।

আজকের কসোভো টাকার রেট
ইউরো (EUR)বাংলাদেশি টাকা (BDT)
১০১,২৪৩.২০
৫০৬,২১৬.০০
১০০১২,৪৩২.০০
৫০০৬২,১৬০.০০
১,০০০১,২৪,৩২০.০০

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top