কিরগিজস্তান ভিসা চেক 2025

কিরগিজস্তান ভিসা হাতে পাওয়ার পর অবশ্যই অনলাইনে কিরগিজস্তান ভিসা চেক করবেন। অধিকাংশ এজেন্সি ভিসা নিয়ে প্রতারণা করে থাকে। বিদেশে যেতে আগ্রহীদের ভুয়া ভিসা দিয়ে ভিসা মোটা অঙ্কের টাকা হাতিয়ে থাকে। এসব অনাকাঙ্ক্ষিত জালিয়াতি থেকে রেহাই পেতে অবশ্যই কিরগিজস্তান কাজের ভিসা চেক করবেন।

তথ্য প্রযুক্তির এই যুগে এখন ভিসা অফিসে না গিয়ে ঘরে বসে অনলাইনে হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিরগিজস্তান ভিসা চেক করতে পারবেন। মধ্য এশিয়ার এই দেশটিতে বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে সবচেয়ে বেশি মানুষ যায়। তাই কিরগিজস্তান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

পোষ্টের বিষয়বস্তু

কিরগিজস্তান ভিসা চেক করার নিয়ম

কিরগিজস্তান ই-ভিসা অনলাইনে চেক করতে পারবেন। কিরগিজস্তান ভিসা চেক করতে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হবে। নিম্নে ধাপে ধাপে ভিসা চেক করার নিয়ম বর্ণনা করা হলো:

কিরগিজস্তান ভিসা চেক করতে প্রথমে দেশটির অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইটে ভিজিট করতে হবে। রেফারেন্স নাম্বার দিয়ে সহজে ভিসা চেক করা যায়। ইমিগ্রেশন ওয়েবসাইটে ভিজিট করতে প্রথমে গুগলে গিয়ে “kyrgyzstan visa check” লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করে প্রবেশ করতে হবে।

উপরোক্ত ওয়েবসাইটে ভিজিট করলে নিচের পিকচারের মত ইন্টারফেস আসবে। Insert your reference number এই বক্সে ৮ ডিজিটের রেফারেন্স নাম্বার বসাতে হবে। রেফারেন্স নাম্বার ভিসার সিকিউরিটি কোডের উপরে থাকে। দ্বিতীয় বক্সে ক্যাপচাটি বসাতে হবে। ক্যাপচা রিফ্রেশ করলে সর্বদা পরিবর্তন হয়ে থাকে। সবার ক্যাপচা এক রকম হবে না।

ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে insert your security code বক্স আসবে সেটিতে সিকিউরিটি কোড সঠিকভাবে বসাতে হবে। সিকিউরিটি কোড বের করার জন্য যে জিমেইল দিয়ে ভিসা তৈরি করেছেন সেটিতে চেক করতে হবে। জিমেইল ইনবক্সে সিকিউরিটি কোড পেয়ে যাবেন।

সিকিউরিটি কোডটি সঠিকভাবে বসানোর পর Next অপশনে ক্লিক দিলে ভিসা আবেদনকারীর যাবতীয় ব্যক্তিগত তথ্য দেখতে পাবেন। এভাবে অনলাইনে কিরগিজস্তান ভিসা চেক করে স্ট্যাটাস দেখতে পারবেন। যদি ভিসা স্ট্যাটাস না আসে তাহলে বুঝবেন ভিসাটি নকল। ভিসা স্ট্যাটাস চেক করে ভিসার মেয়াদ, ভিসার ধরন ও ভিসা আবেদনকারী যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

লেখকের পরামর্শ

বাংলাদেশ থেকে কাজের ভিসা ও টুরিস্ট ভিসা নিয়ে কিরগিজস্তান যেতে আগ্রহীদের অবশ্যই ভিসা হাতে পাওয়ার পর কিরগিজস্তান ভিসা চেক করে এজেন্সি কিংবা দালালকে এজেন্সি ফি পরিশোধ করবেন। কারণ অগ্রিম টাকা দিলে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক সময় জাল ভিসা হাতে ধরিয়ে দিয়ে টাকা হাতিয়ে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top