লন্ডন যেতে কত টাকা লাগে ২০২৫

বাংলাদেশ থেকে অনেকে যুক্তরাজ্যের লন্ডনে পড়াশুনা, চাকরি ও ভ্রমণের উদ্দেশ্যে যেতে চায়। প্রতিবছর হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে ইউরোপের উন্নত এই দেশে পাড়ি জমাচ্ছে। এটি অনেকের স্বপ্নের শহর। এই দেশে যেতে আগ্রহীদের অবশ্যই লন্ডন যেতে কত টাকা লাগে জানতে হবে।

বাংলাদেশী নাগরিকদের জন্য লন্ডন একটি আকর্ষণীয় গন্তব্য। লন্ডনে বাংলাদেশি অনেক প্রবাসী রয়েছে। উন্নত জীবন ও ভাগ্য পরিবর্তনের আশায় যুক্তরাজ্যের এই শহরে যেতে আগ্রহীদের বাংলাদেশ থেকে লন্ডন যাওয়ার উপায় সম্পর্কে জানতে হবে। লন্ডন যেতে কত টাকা লাগে জানতে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

বাংলাদেশ থেকে লন্ডন যাওয়ার উপায়

বাংলাদেশ থেকে লন্ডনে থেকে বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। উদ্দেশ্য অনুযায়ী ভিসা ক্যাটাগরি ভিন্ন হয়ে থাকে। যেমন: ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা ইত্যাদি। উদ্দেশ্যে অনুযায়ী উপযুক্ত ভিসা ক্যাটাগরি নির্বাচন করে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে।

বাংলাদেশে বেসরকারি ভিসা প্রসেসিং অনেক এজেন্সি রয়েছে। উদ্দেশ্যে অনুযায়ী ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে এজেন্সিতে জমা দিয়ে সহজে ভিসা প্রসেসিং করতে পারবেন। নিজে নিজেই ভিসা প্রসেসিং করার জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তির অফার লেটার, চাকরিজীবীদের কাজের অফার লেটার এবং পর্যটকদের ট্রাভেল রেকর্ড ও ব্যাংক ব্যালেন্স থাকতে হবে।

লন্ডন যেতে কত টাকা লাগে?

হাজারো বাংলাদেশী নাগরিকদের স্বপ্ন লন্ডন। লন্ডন যাওয়ার উদ্দেশ্য অনুযায়ী ভিসা প্রসেসিং খরচ ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশ থেকে ইউরোপের এই দেশে যেতে আগ্রহীদের অবশ্যই লন্ডন যেতে কত টাকা লাগে সঠিক তথ্য জানতে হবে। লন্ডন যাওয়ার খরচ ভিসা ক্যাটাগরি, এয়ার টিকেট ক্লাস ও এজেন্সির উপর নির্ভর করে ভিন্ন হয়ে থাকে।

বর্তমান বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে লন্ডন যেতে প্রায় ৮ লাখ টাকা থেকে ১২ লাখ টাকা খরচ করতে হয়। বেসরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করলে খরচ বেশি হয়। তবে সরকারিভাবে যেতে পারলে খরচ কম হবে। লন্ডন টুরিস্ট ও স্টুডেন্ট ভিসা পেতে প্রায় ৫ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা খরচ করতে হয়।

লন্ডন সর্বনিম্ন বেতন কত ২০২৫

লন্ডন যুক্তরাজ্যের বিখ্যাত একটি শহর। ইউরোপের দেশ যুক্তরাজ্যে কাজের সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারিত রয়েছে। তবে কর্মীদের বয়স অনুযায়ী সর্বনিম্ন বেতন কাঠামো ভিন্ন হয়ে থাকে।

বর্তমান যুক্তরাজ্যে ১৮ থেকে ২০ বছর বয়সী কর্মীদের সর্বনিম্ন বেতন ৮.৬ পাউন্ড। ২১ বছর বা তার বেশি বয়সী কর্মীদের সর্বনিম্ন বেতন ১১.৪৪ পাউন্ড। ১৮ বছরের কম বয়সী কর্মীদের সর্বনিম্ন বেতন ৬.৪০ পাউন্ড।

যুক্তরাজ্যের লন্ডনে বাঙালি প্রবাসীরা সর্বনিম্ন বেতনের অনেক বেশি উপার্জন করে থাকে। তবে যেকোনো কাজের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন কাঠামো প্রযোজ্য হবে। বর্তমান যুক্তরাজ্যের এক পাউন্ড সমান বাংলাদেশের প্রায় ১৫১ টাকা।

লন্ডন কোন কাজের চাহিদা বেশি?

যুক্তরাজ্যের লন্ডনে বাঙালি প্রবাসীরা সাধারণত দক্ষতা নির্ভর কাজগুলো বেশি করে থাকে। অবৈধভাবে এই দেশে গেলে কাজ খুঁজে পেতে সমস্যা হয়। তবে পরিচিত ব্যক্তি থাকলে সহজে কাজ খুঁজে পাবেন। লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে আগ্রহীদের অবশ্যই লন্ডন কোন কাজের চাহিদা বেশি জানতে হবে।

বর্তমান লন্ডনে নার্স, কনস্ট্রাকশন শ্রমিক, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, ফুড ডেলিভারি সার্ভিস, দোকানের বিক্রয় কর্মী ইত্যাদি কাজের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে।

FAQs

লন্ডন যেতে ielts কত পয়েন্ট লাগে?

বাংলাদেশ থেকে পড়াশোনার উদ্দেশ্যে লন্ডন যেতে শিক্ষার্থীদের আইইএলটিএস স্কোর ৫.৫ লাগে।

বাংলাদেশ থেকে লন্ডন যেতে কত বয়স লাগে?

বাংলাদেশ থেকে লন্ডনে যেতে ভিসা আবেদনকারীদের কমপক্ষে ১৯ বছর বয়স হতে হয়। লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা প্রত্যাশীদের বয়সসীমা ১৯ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হয়। তবে টুরিস্ট ও স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বয়স ১৮ বছর হলেই যাওয়া যায়।

বাংলাদেশ থেকে লন্ডন যেতে কত সময় লাগে?

বাংলাদেশ থেকে বিমানে করে লন্ডন যেতে প্রায় ১৫ ঘন্টা সময় লাগে।

বাংলাদেশ থেকে লন্ডন বিমান ভাড়া কত?

বাংলাদেশ থেকে লন্ডন বিমান ভাড়া প্রায় ৫০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা হয়ে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top