অনেকে কাজের ভিসা ও স্টুডেন্ট ভিসা নিয়ে উন্নত দেশ লুক্সেমবার্গে যেতে আগ্রহী। তবে লুক্সেমবার্গ বেতন কত ধারণা নেই। ইউরোপের উন্নত এই দেশটিকে স্বর্গ বলা হয়ে থাকে।
সেনজেনভুক্ত এই দেশটির অর্থনীতি শক্তিশালী হওয়ার কারণে বেকারত্বের হার নেই বললেই চলে। এদেশে বিশ্বমানের জীবনযাপন মান পাওয়া যায়। এজন্য কাজের বেতন পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে বেশি হয়ে থাকে।
লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে আগ্রহীদের লুক্সেমবার্গ বেতন কত হয় অবশ্যই জানতে হবে। এছাড়া লুক্সেমবার্গ কোন কাজের চাহিদা বেশি, সর্বনিম্ন বেতন, টাকার মান ইত্যাদি জানতে হবে। তাই ধৈর্য ধরে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
লুক্সেমবার্গ বেতন কত?
লুক্সেমবার্গ পৃথিবীর অন্যতম ধনী ও উন্নত দেশ হওয়ায় কাজের বেতন হয়ে থাকে। আপনি লুক্সেমবার্গ বেতন কত জানলেই বিষয়টি বুঝতে পারবেন। ইউরোপের প্রতিটি দেশে ন্যূনতম বেতন কাঠামো নির্ধারিত থাকে।
বর্তমান লুক্সেমবার্গ কাজের বেতন প্রায় ৩ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা হয়ে থাকে। লুক্সেমবার্গ বেতন কাজের ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে আলাদা হয়ে থাকে। আইটি ও ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজের বেতন বেতন বেশি।
তবে দক্ষতাভিত্তিক কাজ (যেমন: কনস্ট্রাকশন, শ্রমিক, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি মেকানিক, ওয়েল্ডার, ফুড ডেলিভারি ম্যান, ক্লিনার ইত্যাদি) করলে লক্সেমবার্গের বেতন তুলনামূলক একটু কম হবে।
আরও পড়ুন: লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে
লুক্সেমবার্গ সর্বনিম্ন বেতন কত?
লুক্সেমবার্গ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ায় কাজের সর্বনিম্ন বেতন কাঠামো সরকার কর্তৃক নির্ধারিত রয়েছে। যেকোনো কাজের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন কাঠামো প্রযোজ্য হয়।
বর্তমানে লুক্সেমবার্গ সর্বনিম্ন বেতন প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা। দেশটিতে সাধারণত দৈনিক আট ঘন্টা বেসিক ডিউটি করতে হয়। তাছাড়া ওভারটাইম করার সুযোগ রয়েছে।
আরও পড়ুন: লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার নিয়ম
লুক্সেমবার্গ কোন কাজের চাহিদা বেশি?
লুক্সেমবার্গ একটি শিল্পোন্নত দেশ। ছোট্ট এই উন্নত দেশটিতে বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে। লুক্সেমবার্গ কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহীদের লুক্সেমবার্গ কোন কাজের চাহিদা বেশি জানতে হবে।
বর্তমানে লুক্সেমবার্গে কনস্ট্রাকশন, ড্রাইভিং, প্লাম্বিং, ইঞ্জিনিয়ারিং, আইটি ও টেকনোলজি, চিকিৎসক ও নার্স ইত্যাদি কাজের চাহিদা বেশি রয়েছে।
আরও পড়ুন: লুক্সেমবার্গ যাওয়ার উপায়
লুক্সেমবার্গ টাকার মান কত?
লুক্সেমবার্গের মুদ্রার নাম ইউরো। বর্তমানে লুক্সেমবার্গের ১ ইউরো সমান বাংলাদেশি প্রায় ১৩০ টাকা।
লেখকের কথা
স্টুডেন্ট ও ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে লুক্সেমবার্গ যেতে আগ্রহীদের লুক্সেমবার্গ বেতন কত জানতে হবে। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে থাকলে লুক্সেমবার্গ কাজের বেতন সম্পর্কে সঠিক ধারণা পাবেন।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info