বাংলাদেশ থেকে অনেকে মাল্টা যেতে চায়। মাল্টা যেতে আগ্রহীদের বাংলাদেশ থেকে মাল্টা যেতে কত টাকা লাগে জানতে হবে। মাল্টা ইউরোপের একটি উন্নত দেশ।
বিভিন্ন উদ্দেশ্য নিয়ে অনেকে বাংলাদেশ থেকে ইউরোপের দেশ মাল্টায় যেতে চায়। যেমন: পড়াশুনা, চাকরি, ভ্রমণ ইত্যাদি। ইউরোপের মধ্যম আয়ের দেশ মাল্টায় কাজের বেতন বেশি হয়ে থাকে।
বাংলাদেশ থেকে যেকোনো উদ্দেশ্যে মাল্টা যেতে আগ্রহীদের মাল্টা যেতে কত টাকা লাগে সঠিক ধারণা রাখতে হবে। এছাড়া মাল্টা যাওয়ার সহজ উপায়, কত বয়স লাগে ইত্যাদি সম্পর্কে জানতে হবে।
বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে সরকারিভাবে ও বেসরকারিভাবে ইউরোপের দেশ মাল্টা যাওয়া যায়। সরকারিভাবে মাল্টা যেতে চাইলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (BOESL) মাধ্যমে যেতে হবে।
বিএমআইটি বা BOESL এর মাধ্যমে নিবন্ধন করে সরকারিভাবে মাল্টা যাওয়া যায়। উপরোক্ত সরকারি সংস্থাগুলোর ওয়েবসাইটে নিয়ে নিয়মিত চোখ রাখতে হবে। মাল্টা নিয়োগ সার্কুলার পাবলিশ করলে নিবন্ধনকারীদের আবেদন করতে হবে।
এছাড়া বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে সহজে ইউরোপের দেশ মাল্টায় যাওয়া যায়। এজন্য এজেন্সিকে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সরকারিভাবে যাওয়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলে আবেদনকারীকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে প্রেরণ করা হয়।
মাল্টা যেতে কত টাকা লাগে?
আপনি বিভিন্ন উপায়ে স্বপ্নের দেশ মাল্টায় পাড়ি জমাতে পারবেন। দেশটিতে সরকারি ও বেসরকারিভাবে যাওয়া যায়। আবার অনেকে পরিচিত আত্মীয়-স্বজন কিংবা দালালের মাধ্যমে যায়।
এসব মাধ্যমের উপর নির্ভর করে মাল্টা যেতে কত টাকা লাগে সেটা ভিন্ন হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশ থেকে মাল্টা যেতে আনুমানিক প্রায় ৮ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা লাগে। তবে বেসরকারিভাবে গেলে খরচ অনেকটা বাড়ে।
বেসরকারিভাবে কিংবা দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে মাল্টা যেতে আনুমানিক ১০ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা লাগে। মাল্টা যাওয়ার ভিসা খরচ সম্পর্কে আপডেট তথ্য জানতে একজন মাল্টায় থাকা প্রবাসীর হেল্প নিন।
স্টুডেন্ট ভিসায় মাল্টা যেতে কত টাকা লাগে?
বাংলাদেশ থেকে অল্প খরচে স্টুডেন্ট ভিসায় মাল্টা যাওয়া যায়। মাল্টা স্টুডেন্ট ভিসা প্রসেসিং করতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার ও আইইএলটিএস স্কোর প্রয়োজন হয়। নিজে নিজে ভিসা প্রসেসিং করলে অল্প খরচে স্টুডেন্ট ভিসায় মাল্টা যেতে পারবেন।
বর্তমানে স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে মাল্টা যেতে ৫ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা লাগে। এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করালে স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে মাল্টা যেতে খরচ বেশি লাগে।
মাল্টা যেতে কত বয়স লাগে?
মালটা যাওয়ার বয়স ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। সাধারণত ১৮ বছর বয়স হলে মাল্টা ভিসা আবেদন করা যায়। বাংলাদেশ থেকে মাল্টা সিজোনাল ওয়ার্ক ভিসা নিয়ে যেতে আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে স্টুডেন্ট ও টুরিস্ট ভিসা আবেদনকারীরা ১৮ বছর বয়স হলে ভিসা আবেদন করতে পারে।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info