অনলাইনে পাসপোর্ট চেক করার একাধিক পদ্ধতি রয়েছে। সহজে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করা সম্ভব। নতুন আবেদনকারীরা বা রিনিউ আবেদনকারীরা মাত্র দুই মিনিটেই ঘরে বসে তাদের পাসপোর্টের বর্তমান অবস্থা জানতে পারেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করে ডেলিভারির আপডেটসহ প্রয়োজনীয় সব তথ্য সহজেই পাওয়া যায়। আপনার কাছে থাকা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাসপোর্টটি আসল কিনা তা যাচাই করার সুযোগ রয়েছে।
অনেকেই দালাল বা এজেন্টের মাধ্যমে পাসপোর্ট তৈরি করে থাকেন। কিছু অসাধু দালাল নকল পাসপোর্ট প্রদান করে প্রতারণা করে। এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার সঠিক পদ্ধতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
বিএমইটি নিবন্ধনকৃত ব্যক্তিরা অনলাইনে সহজে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন। অনলাইনে পাসপোর্ট চেক করতে পাসপোর্ট নাম্বার এবং জন্ম নিবন্ধন এই দুটি গুরুত্বপূর্ণ তথ্যের প্রয়োজন হয়। পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার জন্য উল্লিখিত ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করতে হবে।
প্রথমে বিএমইটির পুরাতন ওয়েবসাইটে ভিজিট করতে হবে। মোবাইল কিংবা ল্যাপটপের ব্রাউজারে গিয়ে সরাসরি www.old.bmet.gov.bd লিংকটি ভিজিট করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর উপরে “Searching” অপশন পাবেন সেখানে ক্লিক করতে হবে। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে একটি ফর্ম চলে আসবে।
“Database Searching” ফর্মটি পাসপোর্ট নাম্বার ও জন্ম নিবন্ধন তারিখ দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। Pass Id মানে হলো পাসপোর্ট নাম্বার আর DoB মানে হলো জন্ম তারিখ। তিনটি বক্সের মধ্যে প্রথম বক্সটি খালি রাখতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় বক্সে সঠিকভাবে পাসপোর্ট নাম্বার ও জন্ম তারিখ বসানোর পর Find অপশনে ক্লিক দিতে হয়।
দুটি তথ্য সঠিকভাবে ইনপুট করে ফাইন্ড অপশনে ক্লিক দিলে পাসপোর্টের যাবতীয় তথ্য চলে আসবে। এভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করে নিশ্চিত হতে পারবেন পাসপোর্টটি আসল নাকি নকল! বিএমইটি রেজিস্ট্রেশন করা না থাকলে এভাবে পাসপোর্ট চেক করতে পারবেন না।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info