কাতারের ভিসার দাম কত ২০২৫

বাংলাদেশ থেকে অনেকে কাতারে যেতে চায়। কাতার আরব সাগরের তীরে অবস্থিত ছোট মুসলিম একটি দেশ। এই দেশে যেতে আগ্রহীদের কাতারের ভিসার দাম কত জানতে হবে।

কাতারের অর্থনীতি মূলত তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে গড়ে উঠা দেশ কাতারে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার শ্রমিক সরকারিভাবে ও বেসরকারিভাবে এই দেশে যাচ্ছে।

এই দেশে যেতে আগ্রহীদের কাতারের ভিসার দাম কত ধারণা রাখতে হয়। এছাড়া কাতার ভিসা প্রসেসিং, যেতে কত টাকা লাগে, ভিসা আবেদনকারীদের বয়স ও ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি সম্পর্কে জানতে হবে।

কাতারের ভিসার দাম কত?

কাতার ভিসার দাম ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়ে থাকে।  এছাড়া কাজের ধরন, বেতন ও ভিসার মেয়াদ অনুযায়ী ভিসার দাম আলাদা হয়ে থাকে। বাংলাদেশ থেকে এজেন্সি কিংবা দালালের মাধ্যমে যেতে সাধারণত খরচ বেশি লাগে।

তবে সরকারিভাবে কিংবা পরিচিত আত্মীয়-স্বজনের মাধ্যমে যেতে পারলে কাতার ভিসার দাম কম লাগে। অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে বেশিরভাগ ভিসা প্রত্যাশীরা ভিসা এজেন্সির শরণাপন্ন হয়ে থাকে।

কাতার ভিসার দাম
ভিসা ক্যাটাগরিভিসার দাম (টাকা)
মজলিস ভিসা২.৫-৪ লক্ষ
কোম্পানি ভিসা৫-৫.৫ লক্ষ
ফ্রি ভিসা৫-৭ লক্ষ
রেস্টুরেন্ট ভিসা৩.৫-৫ লক্ষ
ড্রাইভিং ভিসা৫-৬ লক্ষ
ওয়ার্ক পারমিট ভিসা৪-৫ লক্ষ
টুরিস্ট ভিসা২-৩ লক্ষ

আরও পড়ুন: কাতার বেতন কত

কাতার যেতে কত টাকা লাগে?

বাংলাদেশ থেকে ভাগ্য পরিবর্তনের আশায় অনেকে কাজের সুযোগের জন্য কাতারে যেতে চায়। কাতার যাওয়ার খরচ ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশ থেকে এই দেশে যেতে আগ্রহীদের কাতার যেতে কত টাকা লাগে জানতে হবে।

বর্তমান বাংলাদেশ থেকে কাতার যেতে প্রায় ৩ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা লাগে। স্টুডেন্ট ও টুরিস্ট ভিসায় কাতার যেতে সাধারণত কম টাকা লাগে। সরকারিভাবে যেতে সাধারণত খরচ কম লাগে। তবে বেসরকারিভাবে কাতার ভিসা প্রসেসিং করলে খরচ বেশি লাগে।

আরও পড়ুন: কাতারের বর্তমান কাজের অবস্থা

কাতার ভিসা প্রসেসিং করার নিয়ম

কাতার ভিসা দুইভাবে প্রসেসিং করা যায়। যথা: সরকারিভাবে ও বেসরকারিভাবে। বাংলাদেশ থেকে সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে ভিসা প্রসেসিং করে কাতারে যেতে পারবেন।

বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিংবা দালালের মাধ্যমে কাতার ভিসা প্রসেসিং করা যায়। তবে নিজে নিজে ভিসা প্রসেসিং করতে কাজের অফার লেটার প্রয়োজন হয়।

কাতার ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে এজেন্সিকে দিয়ে প্রসেসিং করতে পারবেন। কেউ চাইলে নিজে নিজে কাতার এম্বাসিতে গিয়ে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  • পাসপোর্ট
  • ভোটার আইডি কার্ড
  • পাসপোর্ট সাইজের ছবি
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • কাজের দক্ষতার সার্টিফিকেট
  • কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
  • পুলিশ ক্লিয়ারেন্স
  • মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট

কাতার যেতে কত বছর বয়স লাগে?

কাতার কাজের ভিসা আবেদনকারীদের বয়সসীমা ২০-৫৫ বছরের মধ্যে হতে হবে। তবে কাতার স্টুডেন্ট ও টুরিস্ট ভিসা আবেদনকারীদের বয়স ১৮ বছর হতে হবে। বয়সের এই শর্ত সকল দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য।

আরও পড়ুন: কাতার ভিসা কবে খুলবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top