সৌদি আরবের বাংলাদেশী প্রবাসীরা উন্নত জীবনের আশায় সৌদি আরব থেকে ইতালি যেতে চায়। এজন্য সৌদি আরবিয়ান বাঙালি প্রবাসীরা ইন্টারনেটে সৌদি আরব থেকে ইতালি যাওয়ার উপায় লিখে সার্চ করে থাকে। কারণ ইতালিতে কাজের বেতন অনেক বেশি হয়ে থাকে।
ইতালি ইউরোপের সেনজেন ও ইইউভুক্ত একটি উন্নত দেশ। ইতালির জীবনযাত্রা, শিক্ষা, চিকিৎসার মান ও কাজের সুযোগ বেশি। এসব কারণে বিভিন্ন দেশের প্রবাসীরা ইতালি যেতে মরিয়া হয়ে থাকে।
এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে সৌদি আরব থেকে ইতালি যাওয়ার উপায় জানতে পারবেন। এছাড়া সৌদি আরব থেকে ইতালি যেতে খরচ, সময়, দূরত্ব ইত্যাদি বিষয়ে সঠিক তথ্য জানতে পারবেন।
সৌদি আরব থেকে ইতালি যাওয়ার উপায়
সৌদি আরব থেকে ইতালি যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হয়। অবৈধভাবে সৌদি থেকে ইতালি যাওয়া দুরূহ। ওয়ার্ক পারমিট ভিসা ও ভিজিট ভিসা নিয়ে সৌদি থেকে ইতালি যাওয়া যায়।
ইতালি ভিসা আবেদনের জন্য যোগ্যতা থাকলে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে সৌদি আরব থেকে ইতালি যেতে পারেন। কোম্পানি থেকে অনুমতি নিয়ে ইতালি কাজের ভিসা প্রসেসিং করতে হয়। কোন বড় ধরনের চাকরি করলে খুব সহজে ভিজিট ভিসা নিয়ে ইতালি পাড়ি জমানো যায়।
ইতালি ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য আগে ইতালি যেতে কি কি লাগে জেনে নিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার পর অনলাইনে ভিসার জন্য আবেদন করতে হয়। ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র আলাদা হয়ে থাকে।
অনলাইনে কিংবা অফলাইনে ইতালি যেকোনো ধরনের ভিসা আবেদন করা যায়। আবেদন করার পর ইতালি দূতাবাসে সাক্ষাৎকার দিতে হয়। অনেক সময় বায়োমেট্রিক ইনফরমেশন দেওয়া লাগে। এভাবে সৌদি আরব থেকে স্বপ্নের দেশে ইতালিতে যাওয়া যায়।
আরও পড়ুন: ইতালিতে বেতন কত
সৌদি আরব থেকে ইতালি যেতে কত টাকা লাগে?
সৌদি আরব থেকে ইতালি যাওয়ার খরচ ভিসা ক্যাটাগরি অনুযায়ী আলাদা হয়ে থাকে। ইতালিতে জাতীয় ভিসা ও সেনজেন ভিসা নিয়ে যাওয়া যায়। দুটি ভিসার ক্ষেত্রে আলাদা আবেদন ফি প্রযোজ্য হয়।
বর্তমানে সৌদি আরব থেকে ইতালি যেতে আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা লাগে। সৌদি আরব থেকে দালালের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়া অনেক বেশি কঠিন।
আরও পড়ুন: ইতালি ভিসা আবেদন করার নিয়ম
FAQs
সৌদি আরব থেকে ইতালি যেতে কত সময় লাগে?
বিমানে ফ্লাইটে করে সৌদি আরব থেকে ইতালি যেতে আনুমানিক প্রায় ৬ ঘন্টা থেকে ৭ ঘন্টা সময় লাগে।
সৌদি আরব থেকে ইতালি কত কিলোমিটার?
সৌদি আরব থেকে ইতালির দূরত্ব প্রায় ৫,৩৮০ কিলোমিটার।
ভিসা সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে টেলিগ্রামে জিজ্ঞেস করুন: Bd Visa Info ২৪ ঘন্টা ফ্রি ভিসা সার্ভিস ও লেটেস্ট আপডেট পেতে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হোন: Bd Visa Info